সুন্দরবনে বেড়ানোর খরচ বাড়ল
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সুন্দরবন বেড়াতে আসা পর্যটকদের জন্য করের হার বাড়িয়ে দেওয়া হল। বাড়িয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতর। কয়েকটি ক্ষেত্রে চালু করা হয়েছে নতুন কর। বর্ধিত এই কর ব্যবস্থা চালু হয়েছে অক্টোবর থেকে। আগে সুন্দরবনে যেতে পর্যটকদের মাথাপিছু ১৫ টাকা করে দিতে হত। এখন তা বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। লঞ্চের ভাড়া দৈনিক ২০০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। |
রাজ্যের বকেয়া মেটাল মহাভারত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের দাবি মতো মোটরবাইক কারখানার জন্য নেওয়া বকেয়া ঋণ সুদ-সহ মিটিয়ে দিল মহাভারত মোটরস। শুক্রবার সংস্থার ডিরেক্টর প্রসূন সেনগুপ্ত জানান, এই বাবদ ১৫.৬ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে। এর পর আর কোনও টাকা প্রাপ্য রইল না নিগমের। সংশ্লিষ্ট সূত্রের খবর, মহাভারত মোটরস ১৭.৪৫ কোটি টাকা ঋণ নিয়েছিল নিগমের থেকে। যার কিছুটা আগেই কিস্তিতে মিটিয়েছে সংস্থা।উল্লেখ্য, উলুবেরিয়ার কারখানায় টিভিএস মোটরসের সঙ্গে যৌথ ভাবে মোটরবাইক তৈরি করবে মহাভারত। নতুন যৌথ সংস্থা তৈরির আগে ওই বকেয়া মেটানোর শর্ত রেখেছিল রাজ্য। |
সুপ্রিম কোর্টে সহারা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রাইব্যুনালের (স্যাট)-এর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল সহারা গোষ্ঠী। গত ১৮ অক্টোবরেই সহারা গোষ্ঠীর দুই সংস্থা সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন-কে স্যাট ছ’সপ্তাহের মধ্যে গ্রাহকদের সুদ-সহ টাকা ফেরত দিতে বলেছিল। এই নির্দেশের উপর স্থগিতাদেশও চেয়েছে সহারা। সেবি-র সায় ছাড়াই ঐচ্ছিক রূপান্তরযোগ্য ডিবেঞ্চার (ওএফসিডি) প্রকল্প মারফত টাকা তুলেছে বলে অভিযোগ ছিল সংস্থার বিরুদ্ধে।
|
নতুন নিয়োগ |
• নূপুর মিত্র দেনা ব্যাঙ্কে চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন। |
• টি কে বিশ্বাস ইস্টার্ন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। |
|