টুকরো খবর
অভিযুক্তদের ধরার দাবিতে পথ অবরোধ
ফের শুক্রবার সকাল থেকে অশান্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়ার ১৩ নম্বর ওয়ার্ড ও বাসস্ট্যান্ড চত্বর। বুধবার বিকেল থেকে ১৩ নম্বর ওয়ার্ডের কসাইপট্টি ও ডাঙালপাড়ায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সকালে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশকে আগাম খবর দেওয়া হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ফলে তৃণমূল সমর্থকদের উপরে কংগ্রেস সমর্থকেরা নানা ভাবে আক্রমণ চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার ও সাঁইথিয়া থানার ওসির পদত্যাদের দাবিতে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাঁইথিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে তৃণমূল। তৃণমূলের শহর সভাপতি মানস সিংহের দাবি, “অপদার্থ ওসির জন্য এমন ঘটনা ঘটল। এ দিনও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ডাঙালপাড়ায় ব্যাপক বোমাবাজি করে।” সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ বলেন, “গত দু’দিন ধরে চলা গণ্ডগোলের জন্য পুলিশই দায়ী। পুলিশ যদি একটু সক্রিয় হত তা হলে এমন ঘটনা ঘটত না।” তাঁর পাল্টা দাবি, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূলের এক মহিলা সমর্থকের বাড়িতে আগুন দিয়ে দেয়। বোমাবাজি করে ও গুলি চালায়। বৃহস্পতিবার কয়েক জন তৃমূল সর্থকদের নামে অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলে পরিস্থিতি এমন জটিল হত না।” এ দিনের পরিস্থিতি সামাল দিতে ডিএসপি (ডিএনটি) প্রশান্তকুমার চৌধুরী র্যাফ নিয়ে এলাকায় টহল দেন। তিনি বলেন, “উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

ঘেরাও অধ্যক্ষ
নানা দাবিতে তৃণমূল ছাত্রপরিষদ, ছাত্রপরিষদ ও এসএফআইএই তিন ছাত্র সংগঠনের সদস্য ও সমর্থকেরা শুক্রবার প্রায় ২ ঘণ্টা রামপুরহাট কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখলেন। টিএমসিপি, ছাত্রপরিষদের অভিযোগ, ছাত্র সংসদে ক্ষমতাসীন এসএফআই কলেজে স্পোর্টস করার নামে তিন মাস আগে ১৪ হাজার টাকা তুলে আজ, শনিবার স্পোর্টস করছে। অথচ কোনও নোটিস দেওয়া হয়নি। এসএফআইয়ের অভিযোগ, স্পোর্টস করতে এক সপ্তাহ আগে নোটিস দেওয়া হয়। অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পোর্টস করার জন্য তিন মাস আগে ইউনিয়নকে টাকা দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু কলেজের নিজস্ব কোনও মাঠ নেই। তাই মাঠ পেতে এবং বৃষ্টির জন্য স্পোর্টস করা যায়নি। আমার অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি নিয়ে স্পোর্টস হচ্ছে।

ভস্মীভূত হয়ে গেল মোবাইল দোকান
চলছে আগুন নেভানো। ছবি: দয়াল সেনগুপ্ত।
ভস্মীভূত হয়ে গেল একটি রেডিও, মোবাইল, টিভি মেরামতির দোকান। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দুবরাজপুর পুর এলাকায় পাওয়ার হাউস মোড়ে। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো গেলেও জিনিসপত্র বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকানটি খয়রাশোলের পুরশুণ্ডা গ্রামের বাসিন্দা সৈয়দ গোলাম হোসেনের। শুক্রবার সকাল ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দারা তাঁর দোকান থেকে ধোঁয়া বেরতে দেখেন। খবর ছড়িয়ে পড়তে বাসিন্দারা দোকানের তালা ভেঙে দেন। ততক্ষণে হাজির দমকলের একটি ইঞ্জিন। পরে আরও একটি দমকলের ইঞ্জিন আসে। ১০টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। তবে কী ভাবে আগুন লাগল সেটা জানা যায়নি। গোলাম হোসেন বলেন, “৯২ সাল থেকে রেডিও এবং টিভি মেরামতির দোকান খুলেছি। বছর দশেক হল মোবাইলও মেরামত করছি। প্রচুর মোবাইল এবং বেশকিছু টিভি, কম্পিউটার পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এখন কী ভাবে এই বিপর্যয় সামলাব বুঝতে পারছি না।” এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল দমকলকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। চারিদকে ধোঁয়া ও প্লাস্টিক পোড়ার গন্ধ। তবে রাতে আগুন লাগলেও আরও বেশি ক্ষতি হতে পারত বলে মনে করছেন বাসিন্দারা। কারণ দিনের বেলায় যতটা জমজমাট রাতে ততটাই নিঝুম এই এলাকা।

পথ অবরোধ
সরকার নির্ধারিত মূল্যে দ্রুত ধান কেনা, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ, তেলের দাম কমানো-সহ ১৩ দফা দাবিতে শুক্রবার বোলপুর মহকুমাশাসককে স্মারকলিপি দিল বিজেপি। এ দিন কিছু সময়ের জন্য তারা প্রতীকী অবরোধ করে। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “রাজ্যপালের উদ্দেশ্যে বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।”

শিক্ষককে সম্বর্ধনা
জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে নলহাটি ১ পঞ্চায়েত সমিতি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দীনবন্ধু চৌধুরীকে সম্বর্ধনা দিল শুক্রবার। পঞ্চায়েত সমিতির সভাকক্ষে উপস্থিত ছিলেন নলহাটি ১ ব্লকের বিডিও অচিন্ত্য সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল। উল্লেখ্য নলহাটি পশ্চিমচক্রের করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু চৌধুরীকে ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয় আদর্শ শিক্ষক হিসেবে।

স্মারকলিপি
১০০ দিনের কাজের প্রকল্পে ভুয়ো মাস্টার রোলের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের টাকা না দেওয়ার অভিযোগ-সহ ১২ দফা দাবিতে নলহাটি ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল পরিচালিত কুরুমগ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল অঞ্চল কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.