|
|
|
|
|
|
|
বেড়ানো ২... |
|
জঙ্গলটা ওদের বাড়ি
সেখানে ওদের দেখা পেতে গেলে মেনে চলতে হবে কয়েকটা নিয়ম।
অভিজ্ঞতার ডায়েরি ঘেঁটে লিখছেন সব্যসাচী চক্রবর্তী |
|
|
অনেকে ভাবেন জঙ্গলে গেলেই পশু-পাখি দেখা যায়, যেমন চিড়িয়াখানায় যায়। তাঁরা আশা করেন, জঙ্গলে গেলেই পশু-পাখিরা এগিয়ে এসে ডাকবে। খেলা দেখাবে। এই আশাটাই ভুল। আমার বাড়িতে যদি অনবরত জন্তু-জানোয়ার আসে, আমি কি সব সময় বেরিয়ে এসে তাদের সঙ্গে দেখা করব? নাকি চাইব তারা আমার বাড়ি থেকে বিদায় হোক? ঠিক সেই ভাবেই পশু-পাখিরা চায় আমরা ওদের বাড়ি থেকে বিদেয় হই। ওই বন-জঙ্গল ওদের বাড়ি। এই সার কথাটা বাঘ দেখতে গেলে মাথায় রাখতেই হবে। আর মনে রাখতে হবে জঙ্গলের মোদ্দা নিয়মগুলো। যেগুলো খুব সাধারণ। যেমন, জঙ্গল চিৎকার চেঁচামেচি করার জায়গা নয়। পিকনিক করা, গান-বাজনা করা, সাবান বা সুগন্ধি মেখে বেড়ানো, খুব উজ্জ্বল রংয়ের জামাকাপড় পরে ঘোরা বা সিগারেট-বিড়ি খাওয়ার জায়গা নয়। জন্তু-জানোয়ার যেখানে খোলামেলা ভাবে ঘুরে বেড়ায় সেখানে শান্তি ও স্তব্ধতা বজায় রাখাটা একান্ত জরুরি। বিভিন্ন জঙ্গলে যখন মানুষ বাঘ দেখার জন্যে গাড়ি ছোটায় তখন তারা বুঝতে পারে না যে, বাঘ ভীষণ ভয় পেয়ে লুকোনোর চেষ্টা করে। জঙ্গলে প্রকৃতি উপভোগ করতে যান। যদি বাঘের দেখা পেয়ে যান তা হলে তা হবে উপরি পাওনা। ওদের বাড়িতে আমরা ওদের অনুমতি ছাড়াই প্রবেশ করেছি। অতএব ওদের ইচ্ছে হলে দেখা দেবে। না হলে নয়। অনেককে বলতে শুনেছি যে ওই জঙ্গলটা ভাল নয়। কেন? না, সেখানে নাকি বাঘ বা অন্য পশু-পাখি দেখা যায় না। আমি বলি তাঁরা এই ক’টা নিয়ম মেনে চলেননি বলেই জঙ্গল তাঁদের নিরাশ করেছে। তাঁদের আরও এক বার চেষ্টা করে দেখার অনুরোধ করছি। নিয়ম মেনে।
যখন বাঘের পিছনে দৌড়ইনি, তখনই বাঘের দেখা পেয়েছি। কারণ বাকিরা বাঘকে তাড়া করেছিল বলেই বাঘ অন্য জায়গায় চলে গিয়েছিল আর সেই জায়গাটায় ভাগ্যক্রমে আমরা ছিলাম। গাড়ির ভিড় কম ছিল তাই। এক বার নয়, দু’বার এমন হয়েছে। দু’-এক বার তো আমরা একসঙ্গে চারটে বা ছ’টা বাঘও পেয়ে গেছি। এক বার একটা বাঘিনি আমাদের হাতির দিকে হুংকার দিয়ে, দাঁত বার করে তেড়ে এসেছিল। আমি তো ভয়ে হাতির পিঠ থেকে পড়েই যাচ্ছিলাম। আর এক বার একটা বাঘিনির ছবি তুলছিলাম। তখন বাঘিনিটা আমাদের দিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে এমন ফ্যাঁস করেছিল যে আমার এক বন্ধু গাড়ির ভেতরেই মূর্ছা যাচ্ছিল।
খাঁচার ভেতরের বাঘের সঙ্গে জঙ্গলের বাঘের যে কত তফাত! |
|
|
|
|
|