মনোরঞ্জন...
‘নায়িকা’ আসছে

এই বাড়ির সকলের চোখে চশমা। সেটা শুধু আক্ষরিক অর্থে নয়। আসল সমস্যা তো মনের। আভিজাত্য আর দেমাকের দিন যে গেছে সেটা তাঁরা নিজেরাই বোঝেন না! কী করে সংসার চলবে তার ঠিক নেই। অথচ প্রোমোটারের হাতে বাড়ি তুলে দেবেন না বাড়ির কেউ।

পাড়ার লোকে বলে রায়বাড়ি। সেই রায়বাড়ির এক কন্যেকে ঘিরেই পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনায় সানন্দা টিভির নতুন ধারাবাহিক ‘নায়িকা’। এই চ্যানেলে ‘প্রলয় আসছে’ ধারাবাহিকের মারকাটারি জনপ্রিয়তার পর রাজ আবার চমক দিতে চলেছেন। এ গল্প এক অতি সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার। তারই শু্যটিং উত্তর কলকাতার কুমোরটুলি লেনে।

পঙ্কজ রায়ের বাড়ি থেকে রায়বাড়ি
সন্ধে হয়ে এসেছে। দোতলার উঁচু ছাদের কড়িবরগাওয়ালা ঘরে কলাকুশলীরা ছোটাছুটি করে শট রেডি করছেন। দেওয়ালে সাজানো পূূর্বপুরুষদের সিপিয়া ছবি, ময়লাটে ঝাড়বাতি, মলিন দেওয়াল, ধুলোট কার্পেট। সব মিলিয়ে বুঝিয়ে দিচ্ছে এখনকার বেহাল দশা। সৌজন্যে আর্ট ডেকরেটরের কেরামতি। আদতে এটা ক্রিকেটার পঙ্কজ রায়ের সাবেক বাড়ি।
এক দিকে চলেছে চিত্রনাট্য পড়ানোর পালা। বসার ঘরের মাঝখানে হাজির পরান বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা বসু, সুপ্রিয় দত্ত, অরিন্দল বাগচি, বাসুদেব মুখোপাধ্যায়, দেবযানী, এবং গল্পের নায়িকা রোহিণী মুখোপাধ্যায়। তেলা দু’বেণী চুল। ধারালো মুখ। চোখে চশমা। গ্ল্যামারের ‘গ’ নেই, সেই হবে ‘নায়িকা’? “আরে, সেটাই তো গল্প। কেমন করে সে হয়ে উঠবে আর দশ জনের চেয়ে আলাদা,” শু্যটিংয়ের মধ্যেই বললেন রাজ।
পরিচালক সুমন দাস চরিত্রদের খুঁটিয়ে খুঁটিয়ে সিন বুঝিয়ে দিচ্ছেন। প্রযোজক রাজ খেয়াল রাখছেন বাকি সব আয়োজনের। এ তো এক কথায় তাঁরও সংসার। গল্প আর চিত্রনাট্য যে তাঁরই।

গ্লিসারিন চাই। কান্নার সিন যে...
রায়বাড়ির বড় মেয়ে দেবযানীর বিয়ের বয়স গড়িয়ে গেছে। আর্থিক সঙ্গতি নেই বিয়ে দেওয়ার। পাত্র এক জন ঠিক হয়েছে। কত কম খরচে বিয়েটা সারা যায়, তাই নিয়েই ড্রইংরুমে জোর আলোচনার সিকোয়েন্স। এই সব কথার ফাঁকেই বড় মেয়ে কান্না জড়ানো অভিমান নিয়ে ঘর ছেড়ে চলে যায়। কান্না সুতরাং দেবযানীর দরকার পড়ল গ্লিসারিনের।
রাজ আর রোহিণী। ছবি: দেবাশীষ রায়
তার মানে শেষমেশ চোখের জল ফেলা সেই থোড়-বড়ি-খাড়া পারিবারিক সিরিয়াল! ‘প্রলয় আসছে’র জোশ তা হলে হারিয়ে গেল?
“না, একেবারেই নয়। পরিবারের গল্পটা আসছে মেয়েটির সামাজিক অবস্থান বোঝাতে,” চটপট উত্তর রাজের। যেন তৈরিই ছিলেন প্রশ্নটার জন্য। তা, ‘প্রলয় আসছে’র সাফল্যের একটা বড় কারণ ছিল স্টুডিওর সেট নস্যাৎ করে আউটডোর শু্যটিং। কাহিনি পরিবেশনার এই সব চমক কি ‘নায়িকা’তেও থাকবে? রাজ বললেন “আলবাত থাকবে।” অর্থাৎ এখানেও বাংলা সিরিয়ালের ছক ভেঙে তিনি ভাবছেন অন্য কিছু তৈরি করার কথা।

নায়িকা সংবাদ
সিরিয়ালের নাম ‘নায়িকা’। নায়িকার চরিত্রে রোহিণী মুখোপাধ্যায়। সিরিয়ালে তাঁর নাম কথা। চিৎপুরের চিলতে গলিতে আপাতদৃষ্টিতে তাঁকে দেখে নায়িকা মনে হওয়ার জো নেই। কিন্তু একটু গভীর ভাবে দেখলে ঝকঝকে বুদ্ধিদীপ্ত হাসি, তীক্ষ্ন চাউনি, আর সালোয়ার কামিজের আড়ালের ছিপছিপে গড়নই বলে দেয় এ মেয়ে আসলে নায়িকাই। অন্য সিরিয়ালে কাজ করেছেন। কিন্তু রাজের সঙ্গে প্রথম কাজ করার চ্যালেঞ্জটা কেমন? “আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সেটা আগে ছিল না। রাজদা জলের মতো চরিত্র বোঝান। তবে মাঝে মাঝে। বাকিটা সুমনদাই দেখান,” বলছেন রোহিণী।
কিন্তু রোহিণী ওই রায়বাড়ির মান্ধাতা পরিবেশ থেকে বেরিয়ে কী করে নায়িকা হবে? তারই জন্য গল্পে ঢুকবেন নায়ক আদিত্য ওরফে সুতীর্থ সাহা। আপনিই তা হলে ‘নায়িকা’র আসল চরিত্র? “এটা একটা বিরাট জায়গা পাওয়া। তার জন্য রাজদার কাছে আমি গ্রেটফুল,” বললেন সুতীর্থ ।

রোহিণী আর দেবী চৌধুরাণী
রোহিণীর, মানে নায়িকার কাজ শেষ। সে দিনকার মতো বাড়ি ফেরার পথে। হাত নেড়ে বিদায় জানানোর পালা রাজকে। ফুটপাথে চেয়ার নিয়ে বসে চা খাচ্ছিলেন রাজ। জিজ্ঞেস করলেন,“কেমন লাগল রোহিণীকে?”
ভালই তো। বেশ পাশের বাড়ির মেয়ের লুক। প্রতিবেদকের জবাব।
রাজ স্বপ্নালু হেসে বললেন, “ওটা মেক-আপ। আসলে জানেন তো সৌন্দর্য প্রতিযোগিতায় রানার-আপ। কুংফু ক্যারাটে জানে। নাচ জানে। আচ্ছন্ন চোখে বলে চলেন রাজ, “‘দেবী চৌধুরাণী’র জন্য ওর কথাও ভাবছি। মনে হয় তলোয়ার চালাতে পারবে। বেশ একটা তেজস্বিনী ভাব আছে, না?”
তা হলে কি,‘নায়িকা’র থেকে আরও বড় নায়িকা হওয়ার পথে রোহিণী?
মাঝে মাত্র একটা দিন। তার পরেই সানন্দা টিভির পর্দায় নায়িকা-কাহিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.