টুকরো খবর
পাট-ধানের দাম মেলেনি, ক্ষোভ
পাট ও ধানের সঠিক দাম মিলছে না। এর ফলে বিপাকে পড়ছেন বেশ কয়েক হাজার চাষি। এরই প্রতিবাদে শুক্রবার পূর্বস্থলীর পারুলিয়া বাজারের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম (লিবারেশন)-এর কর্মী-সমর্থকেরা। এ দিন বিক্ষোভ চলাকালীন বেশ কিছু পাটও পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে যোগদানকারী সংগঠনের জেলা কমিটির সদস্য অশোক চৌধুরী বলেন, “সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে পাটের কুইন্ট্যাল প্রতি পাঁচ হাজার টাকা ও কুইন্ট্যাল প্রতি দেড় হাজার টাকা মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।”

নম্বর কম মেলায় ক্ষোভ কলেজে
রাজ কলেজের বিএসসি পার্ট-১ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২৩ জনের মধ্যে মাত্র ৪০ জন উর্ত্তীর্ণ হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রেরা শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অকৃতকার্য ছাত্রদের খাতা দেখাতে হবে বলে দাবি জানান। ওই ছাত্রদের দাবি, বেশির ভাগ ছাত্র বিশেষ করে রসায়নে ১০ থেকে ২০ নম্বরের মধ্যে পেয়েছেন। এটা কোনও মতেই সম্ভব নয় বলে তাঁদের দাবি। সুকুমারবাবু তাঁদের বলেন, “যাঁদের নম্বর নিয়ে সন্দেহ রয়েছে, তাঁরা সোমবারের মধ্যে নিজেদের মার্কশিট বিশ্ববিদ্যালয়ে জমা দিন। প্রাপ্ত নম্বর সঠিক কি না, খতিয়ে দেখা হবে।”

সৎমা-কে বোমা মারার অভিযোগ
সৎ মাকে বোমা মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কাটোয়া থানার অর্জুনডিহি গ্রামে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মলি বিবি ও তাঁর ছেলে ইউসুর। পুলিশ জানিয়েছে, ওই গ্রামের বাসিন্দা কালো শেখের দু’টি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পরে আট বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে তাঁর প্রথম পক্ষের ছেলে সেলিম শেখ সেই অভিযোগ মেনে নিতে পারেননি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন ঘরে ঢুকে সেলিম মলি বিবিকে জল দিতে বলেন। তিনি জল নিতে রান্নাঘরে যেতেই সেলিম বোমা মেরে পালিয়ে যান বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, ঘটনাস্থল থেকে ১০০ মিটারের মধ্যে পুলিশ ক্যাম্প থাকলেও সেলিমকে ধরার কোনও তাগিদ দেখায়নি পুলিশ।

কর্মীর খোঁজ চেয়ে অবস্থান কংগ্রেসের
‘নিখোঁজ’ কংগ্রেস কর্মী নিমাই সাহার দেহ উদ্ধার ও কৃষকদের ন্যায্য মূল্যে সার বিক্রির দাবিতে শুক্রবার দিনভর অবস্থান কর্মসূচি পালন করল কংগ্রেস। এ দিনের কর্মসূচিতে কংগ্রেসের তরফে দাবি করা হয়, গত ২৬ অগস্ট নিখোঁজ হন কংগ্রেস কর্মী নিমাই সাহা। তাঁর পরিবারের লোকজন খুন করে দেহ লোপাটের অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ ওই কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার করতে পারেনি। কংগ্রেস নেতারা এ দিন তাঁর দেহ উদ্ধার করার দাবি জানান। এরই পাশাপাশি ন্যায্য মূল্যে উৎপাদিত ধান ক্রয় ও কৃষকদের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রির দাবিও জানিয়েছেন তাঁরা। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, “অসাধু সার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন।”

কালনায় বাস উল্টে জখম ১১
নিজস্ব চিত্র।
একটি বেসরকারি বাস উল্টে জখম হলেন ১১ জন যাত্রী। শুক্রবার সকালে কালনা ২ ব্লকের বৈদ্যপুর তালিত মোড়ে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কালনা বাসস্ট্যান্ড থেকে হুগলির গুড়াপে যাচ্ছিল ওই বাসটি। তালিত মোড়ের কাছে সেটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে একটি ধানখেতে উল্টে যায় বাসটি। বাসে ২৫ জন যাত্রী ছিলেন। আশপাশের এলাকার বাসিন্দারা যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখমদের হাসপাতালে পাঠানো হয়।

ধানের গাদায় আগুন কালনায়
একটি ধানের গাদায় আগুন লেগে যায়। কালনা ২ ব্লকের হাটগাছা গ্রামে ঘটনাটি ঘটে। ভস্মীভূত হয়ে যায় প্রায় দেড় বিঘা ধান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মল দাস নামে এক যুবক বুধবার মাঠ থেকে মাঠ থেকে ধান কেটে রেখেছিলেন। শুক্রবার তাঁর ওই ধান খামারে নিয়ে যাওয়ার কথা ছিল। নির্মনবাবু বলেন, “শুক্রবার সকালে উঠে দেখি, সমস্ত ধানই পুড়ে গিয়েছে।” এ দিন ভোরে আগুন লাগে বলে তাঁর ধারণা।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে কেতুগ্রামের কান্দরার কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুকুমার ওঁরাও (৪২)। বাড়ি কান্দরার কাছে চুরুকডিহি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দরা থেকে রাস মেলা দেখে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.