নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তেরো বছর আগে তৈরি হয়েও পড়ে থাকা ছাত্রী নিবাসের হাল-হকিকত দেখে বিস্ময় প্রকাশ করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। শুক্রবার আসানসোলের সুকান্ত ময়দানে তফসিলি জাতি ও উপজাতি ছাত্রীদের জন্য তৈরি ওই ছাত্রীনিবাসটি পরিদর্শনে যান মন্ত্রী। এত দিনেও সেটি চালু না হওয়া আশ্চর্যজনক বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “মহকুমা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছি। বিভাগীয় আধিকারিকদের এটি খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেব সোমবারই।”
বৃহস্পতিবার আসানসোলে আসেন উপেনবাবু। ওই দিনই তিনি ছাত্রীনিবাসটির বিষয়ে খোঁজ খবর শুরু করেন। এর পরে শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি সেটি দেখতে যান।
সুকান্ত ময়দানের ওই ছাত্রীনিবাসটি তৈরি হয়েছিল ১৯৯৮ সালে। রাজ্যের তৎকালীন অনগ্রসর কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী উপেন কিস্কু এর উদ্বোধন করেছিলেন। তিন তলা ভবনটিতে ৫০টি শয়নকক্ষ আছে। আছে বিশাল রান্না ঘর, একশো জন এক সঙ্গে বসে খাওয়ার মতো হলঘর, পৃথক একটি প্রেক্ষাগৃহ, প্রয়োজনীয় শৌচাগার এবং স্নানাগারও। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে ভবনটি তখন বানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল, মহকুমার দূর দুরান্ত থেকে আসানসোলের বিভিন্ন স্কুল ও কলেজে পড়তে আসা ছাত্রীরা যাতে নিখরচায় সেখানে থাকতে পারেন, তার ব্যবস্থা করা। কিন্তু উদ্বোধনের পর থেকে ছাত্রী নিবাসের তালাই খোলা হয়নি। একটি ঘরেও জানলার কাচ নেই। গ্রিল ভাঙা। গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আবর্জনা ও ইটের টুকরো। স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, অভিভাবকহীন এই ভবনটি এখন দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। দিনে রাতে বসছে মদ, জুয়ার আসর। এমনকী অসামাজিক কাজকর্মও চলছে। এ সব দেখে শুনে মন্ত্রী উপেন বিশ্বাস রীতিমতো অবাক। তিনি ওই ভবনটির বেশ কিছু ছবিও তোলেন। মন্ত্রীর আশ্বাস, ৬ মাসের মধ্যেই এটি চালু করার জন্য ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি। |