সিটু-র প্রতীক খুলে ফেলার অভিযোগ |
তৃণমূলের বিরুদ্ধে শহিদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মূর্তির কাছে থাকা তাদের সংগঠনের প্রতীক খুলে ফেলার অভিযোগ দায়ের করল সিটু। শুক্রবার রানিগঞ্জের সিটু কার্যালয় কয়লা ভবনে সাংবাদিক সম্মেলন করেন সাংসদ বংশগোপাল চৌধুরী। সাংসদের অভিযোগ, “বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের সমর্থকরা শহিদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মূর্তির কাছে রাখা সিটু-র দলীয় প্রতীক খুলে ফেলেছেন। চেষ্টা চলছে ওই জায়গাটি দখল করে ফেলার।” দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সিটু নেতা হারাধন ঝা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তৃণমূল নেতা অশোক হেলা জানান, ১৯৩৮ সালের ১৫ নভেম্বর বেঙ্গল পেপার মিলে শ্রমিক আন্দোলন করার সময়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় সুকুমারবাবুর। ১৯৭৮ সালের পর থেকে এই অনুষ্ঠান করছে সিটু। তার আগে এই অনুষ্ঠান করত আইএনটিইউসি। অশোকবাবু বলেন, “১৫ নভেম্বর সকালে সিটু ও বিকেলে তৃণমূল সুকুমারবাবুর স্মরণে অনুষ্ঠান করবে। কোনও বিবাদে আমরা নেই।” তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “মূর্তিকে ঘিরে রাখা গ্রিলে সবুজ, সাদা ও গেরুয়া রং করায় সিটু এ সব বলছে। ব্রিটিশ আমলের এক জন শহিদকে সম্মান জানালে ওদের আপত্তির কারণ খুঁজে পাচ্ছি না।” প্রতীক সরানোর অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
|
রাস উৎসব জমে উঠছে হিরাপুর ঠাকুরবাড়িতে। ৩৭৩ বছরে পা দেওয়া এই উৎসব এক কথায় এলাকার সর্বজনীন উৎসব। পরিবারের সদস্য লক্ষণ ঠাকুর জানান, একশো বছরেরও বেশি সময় ধরে এই উৎসব যাত্রা উৎসবের চেহারা নিয়েছে। স্থানীয় শিল্পীদের সামনে আনতেই এই উদ্যোগ। শুক্রবার ১৪৬ জনকে ঠাকুরবাড়ি উৎসব কমিটির পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। অন্য দিকে, অন্ডালের হান্ডা পরিবারের রাস উৎসব ১৫০ বছর পেরিয়ে গেল। উৎসব চলবে তিন দিন। বিএনআর মোড়ে আসানসোল পশ্চিম হিন্দু মিলন মন্দিরও বৃহস্পতিবার রাস উৎসবের আয়োজন করেছিল।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সুপার লিগের খেলায় শুক্রবারের খেলা শেষ হল অমীমাংসিতভাবে। আমরা ক’জন বয়েজ ক্লাব ও তানসেন এসি এ দিন ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয়। দু’টি দলই একটি করে গোল করে। প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় তানসেন এসি-র তাপস দত্ত গোল করে দলকে এগিয়ে দেন। গোল শোধ করে দেন আমরা ক’জন বয়েজ ক্লাবের সুমিত ঘোষ। ম্যাচটি পরিচালনা করেন জিতেন রুইদাস, অভীক চক্রবর্তী, সন্দীপ মুখোপাধ্যায় ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
|
দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলের প্লে অফ ম্যাচে শুক্রবার জয়ী হল ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। তারা কালাঝড়িয়া মাঠের খেলায় রাধানগর এসসি-কে (চিনাকুড়ি) টাইব্রেকারে ৬-৪ গোলে হারিয়ে ফাইনালে গেল।
|
পানাগড় বাজারের ‘গুরুনানক গুরুদ্বার’ কমিটি শিখ গুরু গুরুনানকের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার। গুরুদ্বারে ধর্মীয় পাঠ ও আলোচনার আয়োজন করা হয়েছিল। নগরকীর্তন পানাগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রাতে ছিল আতসবাজির প্রদর্শনী। শিখ সম্প্রদায়ের পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষজনও উৎসবে যোগ দেন। |