বৃহস্পতিবার ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাসমেলা। ১৫ দিন ধরে মেলা চলবে শহরের এমজেএন স্টেডিয়াম লাগোয়া মাঠে। বৃহস্পতি বার রাতে মদনমোহন মন্দিরে পুজো করে রাস উৎসবের সূচনা করবেন জেলাশাসক মোহন গাঁধী। রাসমেলা আকর্ষণীয় করে তুলতে পুরসভা থেকে দেবোত্তর ট্রাস্টবোর্ড সব মহলেই শুরু হয়েছে শেষ মুহূর্তের তোড়জোড়। রাসমেলার আয়োজক কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেলায় স্টল বিলির কাজ অনেকটাই এগিয়েছে। দুই এক দিনে মেলায় তাবু ফেলার কথা সার্কাস কোম্পানির। নাগরদোলা, রকমারি দোলনা, মৃত্যুকূপের খেলা থেকে জিলিপির দোকান দর্শনার্থীদের নজর কাড়বে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “রাসমেলাকে জমিয়ে তুলতে সব রকম চেষ্টা চলছে।” মেলার স্থানীয় এবং খ্যাতনামা শিল্পীদের দিয়ে প্রতিদিন জলসার বন্দোবস্ত করেছেন পুর কর্তৃপক্ষ। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের উদ্যোগে মদনমোহন মন্দির ঝা চকচকে করে তুলতে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে। মন্দির চত্বরে পৌরাণিক কাহিনির খণ্ডচিত্র তুলে ধরতে প্রদর্শনীর জন্য পুতুলঘর সাজানোর তোড়জোড় চলছে। কচিকাঁচাদের আকর্ষণের জন্য তৈরি হচ্ছে অতিকায় পুতনা রাক্ষসীর মূর্তি। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “মেলায় সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে।”
|
দলীয় কোন্দলের জেরে কুমারগ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের হারতে হল বলে অভিযোগ উঠেছে। রবিবার ওই স্কুলের পরিচালন সমিতির সব ক’টি আসনে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের দু’টি গোষ্ঠী আলাদাভাবে প্রার্থী দেওয়ায় বাম সমর্থিত প্রার্থীদের সুবিধা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলেরই একাংশ। স্কুল পরিচালন সমিতির নির্বাচনে ৬ টি আসনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী একক ভাবে প্রার্থী দেয়। অন্য একটি গোষ্ঠী কেপিপি, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, গোর্খা জনমুক্তি মোর্চা, জাতীয় কংগ্রেস মিলে প্রগতিশীল জোট করে। বামফ্রেন্টের তরফে ৬ টি আসনে প্রার্থী দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহসভাপতি জহর মজুমদার বলেন, “তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করে যাঁরা বামফ্রন্টকে সুবিধা করে দিল তাঁদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সিপিএমের কুমারগ্রাম জোনাল কমিটির এক নেতা বলেন, “আমাদের জয় নিশ্চিত ছিল। তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাড়তি সুবিধা করে দিয়েছে।”
|
আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে রায়গঞ্জ জেলা হাসপাতাল লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম বাপ্পা দে। তার বাড়ি রায়গঞ্জ থানার উকিলপাড়ায়। ধৃতের থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
|
জ্বরে সংবাদপত্র বিক্রেতার মৃত্যু |
জ্বরে আক্রান্ত হয়ে এক সংবাদপত্র বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হওয়ার পর বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি মারা যান। সংবাদপত্র বিক্রেতার নাম রেবতী চক্রবর্তী (৫১)। শহরের উত্তর চকভবানি’র সংকেতপাড়া এলাকায় তাঁর বাড়ি। বালুরঘাট হাসপাতালের সুপার বুদ্ধদেব মণ্ডল বলেন, “গত দু’দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। ওকে হাসপাতালে আনতে দেরি হয়েছে। রোগ ঠিকঠাক নির্ণয়ের আগেই তাঁর মৃত্যু হয়।”
|
উত্তরবঙ্গ দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আসর বসছে মালবাজারে। আগামী ২০ নভেম্বর উত্তরবঙ্গ দেহসৌষ্ঠব প্রতিযোগিতা এই প্রথম ডুয়ার্সে হতে চলেছে। এই প্রতিযোগিতা ১৩ বছরে পা রাখল। আয়োজকদের পক্ষে অরূপ পাল জানান, প্রত্যেক বিভাগে প্রথম রাজ্যস্তরে সুযোগ পাবে।
|
এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের শ্যামাপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার তাঁর দেহটি পুলিশ উদ্ধার করে। মৃত মায়ারানি দে (৬০) গলায় শাড়ির পেঁচিয়ে আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। |