ফালাকাটা হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মানস বাওড়ি কিছুদিন আগে পর্যন্ত রিক্সায় চড়ে বাজারঘাট এবং এ দিক সে দিক ঘোরাফেরা করতেন। রিকশাচালকরা কয়েক মাস ধরে ভাড়া দ্বিগুণ দাবি করায় এখন তিনি সাইকেল কেনার কথা ভাবছেন। স্থানীয় কলেজ শিক্ষক অশোক জানা রিকশা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন। শহরে সর্বত্র অটো চালু হলে অস্বাভাবিক ভাড়া মেটাবার হাত থেকে মানুষ রেহাই পাবে বলে তিনি মনে করেছেন। পুরানো চৌপথির ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী বাচ্চু দে দ্বিগুণ টাকা দিয়ে নিয়মিত ব্যাঙ্ক বা অন্যত্র রিকশায় চেপে যাবার বদলে খুঁড়িয়ে হেঁটে খুব কষ্টে গন্তব্যে পৌঁছচ্ছেন। ফালাকাটা শহরের রিকশা ভাড়া নিয়ে বীতশ্রদ্ধ বড় অংশের মানুষের মুখে এখন একটাই কথা, হচ্ছেটা কি? প্রশাসন কী করছে? |
মানসবাবু, অশোকবাবু বা বাচ্চুবাবুরা শুধু নন, মোটামুটি ফালাকাটা সদরের সর্বত্রই এখন আলোচ্য বিষয় রিকশা-ভাড়া। কারণ, ৫ মাস ধরে দফায় দফায় তা বেড়ে চলেছে। পাঁচ বছর আগে পঞ্চায়েতের বেঁধে দেওয়া ন্যূনতম ভাড়া পাঁচ টাকার বদলে এখন ১০ টাকা আদায় করছে চালকরা। রাত ৯টা বাজলে সেই ভাড়া দ্বিগুণ হয়ে যায়। ভাড়া নিয়ে রীতিমত চালকদের সঙ্গে যাত্রীদের বচসা লেগে রয়েছে। অনেক ক্ষেত্রে হাতাহাতিতে পৌঁছচ্ছে। অভিযোগ, শহরে রিকশা ভাড়া কত হওয়া উচিত তা ঠিক করার কথা প্রশাসনের। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ রিক্সা চালক ও তাদের ইউনিয়ন ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করে রিক্সা ভাড়া ঠিক করে পরে তা চার্ট হিসাবে চালক ও নানা স্ট্যান্ডে বোর্ডে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখেন। ৫ বছর আগে সে ভাবে ভাড়ার তালিকা পঞ্চায়েত তৈরি করলেও সম্প্রতি নতুন ভাড়ার তালিকা পঞ্চায়েত প্রকাশ না করায় চালকরাই ভাড়া ঠিক করেছেন। ৪ মাস ধরে দ্বিগুণ হারে ভাড়া আদায় করায় বাসিন্দারা বিপাকে। তবলা বাদক শিল্পী কল্লোল করের কথায়, “যা খুশি ভাড়া আদায় করছে চালকরা। রিকশায় উঠে মাঝে মধ্যে ভাড়া দেখে আঁতকে উঠতে হয়। এ ভাবে চলতে পারে না। যে হারে জিনিসের দাম বেড়েছে সে তুলনায় সঙ্গে রিকশা ভাড়া অস্বাভাবিক বেড়েছে।” ফালাকাটা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নীরদবরণ রায় বলেন, “চেনাজানা চালকরা ১০ টাকার জায়গায় ১৫ টাকা ভাড়া নিলেও অচেনা রিকশা চালকরা যে ভাবে ভাড়া আদায় করছে তা মেনে নেওয়া যায় না। ভাড়াটা বিবেচনা করে বাড়ানো উচিৎ। রাতে নেমন্তন্ন বাড়ি গেলে এখন গাড়ি ভাড়া করে যাই সেটাই সাশ্রয় কর বলে মনে হয়।”
|