|
|
|
|
টুকরো খবর |
আব্বাস মেলা ১০ই |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
আব্বাস মেলা আয়োজনে উদ্যোগী হয়েছে ময়নাগুড়ির লোকশিল্পী কল্যাণ সমিতি শেকড়। আগামী ১০ নভেম্বর উত্তর খাগরাবাড়ির নবোদয় সঙ্ঘ ময়দানে ওই মেলা হবে। লোকসঙ্গীত সম্রাট আব্বাসউদ্দিনের ১১০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মেলায় উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন এলাকার একঝাঁক লোকশিল্পী। তিস্তাপাড়ের ভাওয়াইয়া থেকে বাউলের সুরে মেতে উঠবে বাতাস। শুধু সঙ্গীত পরিবেশন নয় নতুন প্রজন্মকে আব্বাসউদ্দিনের ভাবধারায় উদ্বুদ্ধ করতে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। থাকবে প্রদর্শনীর আয়োজন। মেলা কমিটির সম্পাদক চৈতন্যদেব রায় বলেন, “লোকসঙ্গীত ও শিল্পীদের সঙ্কটের কথা অলোচনায় উঠে আসবে। শিল্পীরা যেমন তাঁদের সমস্যার কথা বলবেন ঠিক তেমন বিপদ টপকে এগিয়ে চলার পথের সন্ধানও করবেন। সকাল ১০টা থেকে দিনভর মেলা চলবে।”
|
আন্দোলনের ডাক কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিধবা ভাতা চালু, পানীয় জলের গভীর নলকূপ তৈরি, তারাবাড়ি গ্রামে যাওয়ার রাস্তা তৈরি, ডোবাজোত গ্রামের রাস্তা সংস্কার ও রেশন কার্ড সমস্যা সুরাহার দাবিতে আন্দোলনের ডাক দিলেন এলাকার কংগ্রেস কর্মীরা। আজ, মঙ্গলবার দলের অঞ্চল কমিটির পক্ষ থেকে খড়িবাড়ির বিডিও অফিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ব্যবস্থা না-হলে বড়মাপের আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার কংগ্রেস কর্মীরা। পঞ্চায়েত প্রধান ফব’র সুমিত্রা সিংহের বক্তব্য, টাকার অভাবে উন্নয়ন ব্যাহত হচ্ছে। |
|
|
|
|
|