বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মণপুর মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বাঁকুড়া-ভূতশহর রাস্তায় মণ্ডলগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর মোড়ে আশপাশের ৮-১০টি গ্রামের অনেক মানুষ প্রতিদিন আসেন বাস ধরতে। রোদে বা বৃষ্টিতে খোলা আকাশের নীচেই দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। স্থানীয় মানুষ জানান, পাথরি, হরিহরপুর, ভেদুয়া, রনিয়াড়া, লক্ষ্মণপুর-সহ কয়েকটি গ্রামের বাসিন্দা লক্ষ্মণপুর মোড় থেকে যাতায়াত করেন। কিন্তু প্রতীক্ষালয় না থাকায় অসুবিধায় পড়তে। ভেদুয়ার বাসিন্দা তথা তৃণমূলের মণ্ডলগ্রাম অঞ্চল সভাপতি ভীম রানা, ভবানীপ্রসাদ সিংহ মহাপাত্র বলেন, “প্রতীক্ষালয় না থাকায় আমরা লক্ষ্মণপুর মোড়ে বাস ধরতে গিয়ে নাকাল হই। রোদ বা বৃষ্টিতে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয়। পঞ্চায়েতের কাছে প্রতীক্ষালয় তৈরির দাবি জানিয়েছি।” মণ্ডলগ্রাম পঞ্চায়েতের প্রধান মলয় ঘোষ জানান, দাবি বিবেচনা করে দেখা হচ্ছে।
|
বিএসএনএলের পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে পুরুলিয়া শহরে। রবিবার থেকেই ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড পরিষেবা ব্যাহত হয়েছে। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, ল্যান্ডলাইন থেকে ফোন করলে লাইন পাওয়া যাচ্ছে না। রবিবার দিনভর সমস্যা ছিল ব্রডব্যান্ডেও। বিএসএনএল সূত্রে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্যই পরিষেবা বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্য দিকে, রেলশহর আদ্রা ও কাশীপুরে বিএসএনএলের মোবাইল পরিষেবা মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ। তাঁরা জানান, বিশেষ করে লোডশেডিং হলেই শহরের কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। জেলা টেলিকম আধিকারিক পবিত্র সরকার বলেন, “সমস্যার কথা শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।”
|
দোকানের দেওয়াল ভেঙে চুরি হল মোবাইলের দোকানে। রবিবার রাতে সাঁওতালডিহির পাহাড়িগোড়ার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে দোকান মালিক সুদীপ মাহাতো এসে দেখেন, দোকানের পিছনের দিকের দেওয়ালের একাংশ ভাঙা। দুষ্কৃতীরা দোকানের প্রায় সব জিনিসই চুরি করে পালিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কেউ গ্রেফতার হয়নি।
|
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাঁকুড়ায় হেরেই চলেছে সিপিএম। বাঁকুড়ার ওন্দা ব্লকের বালিয়াড়া শ্রী শ্রী রামকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির দীর্ঘদিন বাদে হাতছাড়া হল সিপিএমের। রবিবার নির্বাচন হয়। ৬টি আসনের জন্য সিপিএম, তৃণমূল ও বিজেপি ৬ জন করে প্রার্থী দিয়েছিল। ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূলের শালতোড় অঞ্চল কার্যকরি সভাপতি স্বপন চক্রবর্তী বলেন, “এলাকার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে আস্থাশীল ওই স্কুল ভোটের ফলেই তার প্রমাণ মিলেছে।” যদিও এই স্কুলে হারের জন্য তৃণমূলের সন্ত্রাসকে দায়ী করেছেন সিপিএমের স্থানীয় নেতৃত্ব। সিপিএমের ওন্দা জোনাল কমিটির সম্পাদক তরুণ সরকারের দাবি, “এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। তাই আমাদের কর্মীরা স্কুল ভোটে সে ভাবে প্রচার করতে পারেননি। এ জন্য এই স্কুলের নির্বাচনে আমরা হেরেছি।” |