টুকরো খবর
নিখোঁজ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে নদিয়ার কালীগঞ্জের মানিকডিহি গ্রামে জগৎখালি বাঁধের কাছ থেকে মৃত্যুঞ্জয় মণ্ডলের (৪৭) দেহটি উদ্ধার হয়। তাঁর বাড়ি কালীগঞ্জের হরিপুর গ্রামে। রবিবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মানিকডিহিতে জগদ্ধাত্রীর বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাত ১২টা নাগাদ বাড়ি ফেরার পথে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের গায়ে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। তাঁর মাথাতেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃত্যুঞ্জয়বাবু পাটের ব্যবসা করতেন। ব্যবসা জনিত কারণে এই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের ছেলে অসীম মণ্ডল বলেন, “বাবার কোনও শত্রু ছিল না। কিছুই বুঝতে পারছি না। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেন, “জগদ্ধাত্রীর বিসর্জন দেখে ফেরার পথে মৃত্যুঞ্জয়বাবুর মৃত্যু হয়। তিনি আমাদের দলের কর্মী ছিলেন। তবে কোনও রাজনৈতিক কারণে এই খুন নয়।”

বিপর্যস্ত বিএসএনএল মোবাইল পরিষেবা
ফের বসে গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিএসএনএল মোবাইল পরিষেবা। ফোনে কথা চলাকালীন আচমকা লাইন কেটে যাওয়া, বেশ কিছু এলাকায় টাওয়ার সিগন্যাল কম থাকা বা দিনের বিভিন্ন সময়ে একেবারেই না থাকার মতো ঘটনাও ঘটছে। কখনও আবার ফোনের জন্য টাকা কেটে নিলেও লাইন যাচ্ছে না। পোস্ট-পেইড গ্রাহকদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে বিল না আসায় প্রতিবারই ডুপ্লিকেট বিল তুলে ফাইন-সহ টাকা জমা দিতে হয়। বেশ কিছুদিন ধরে চলা এই সমস্যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন গ্রাহকেরা। নৈহাটির এক বিএসএনএল গ্রাহক তাপস চক্রবর্তী বলেন, “বারবার বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয় না। প্রতিবারই পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলেও কার্যত সেটা স্বাভাবিক হয় না।” বিএসএনএল কর্তৃপক্ষ অবশ্য গ্রাহক পরিষেবা স্বাভাবিক বলে দাবি করলেও নেটওয়ার্ক সমস্যা খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

শংসাপত্র প্রদান
সম্প্রতি গোবরডাঙা পুরসভার পক্ষ থেকে ১০ নম্বর ওয়ার্ডে শিবির করে ১১১ জন বাসিন্দার হাতে ওবিসি এবং তফসিলি জাতি-উপজাতি শংসাপত্র তুলে দেওয়া হল। প্রাপকদের মধ্যে ৮৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। পুরপ্রধান সুভাষ দত্ত বলেন, “এখন এখানকার বাসিন্দারা জাতিগত শংসাপত্রের আবেদন এবং শুনানির কাজ পুরসভাতেই হবে। তার পরে বিভিন্ন ওয়ার্ডে শিবির করে শংসাপত্র বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে। এতে মানুষের হয়রানি বন্ধ হবে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মারক সম্মান
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মারক সম্মান দিল উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি সাহিত্য পত্রিকা। ‘আমি জেগে আছি’ পত্রিকার সম্পাদক বিকু আচার্য বুদ্ধদেববাবুর হাতে ওই সম্মান তুলে দেন। উত্তরীয়, স্মারকের পাশাপাশি তাঁতে দেওয়া হয় কলম, লাল গোলাপ, বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লা। সঙ্গে পত্রিকার এ বারের শারদ সংখ্যা। পত্রিকার এ বার ১৫ তম বর্ষ। পত্রিকার তরফে জানানো হয়েছে, এ বার থেকে প্রতি বছর বিশিষ্ট মানুষদের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু বুদ্ধদেববাবুকে কেন? বিকুবাবু বলেন, “কবি হিসেবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়েছে।” বুদ্ধদেববাবুর পাশাপাশি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁদেরও শারদ সম্মান দেওয়া হয়। উত্তরীয়, স্মারকের পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের ইলিশ, ওল এবং কাঁচাগোল্লা।

কুমিরমারিতে প্রধান সিপিএমের
আরএসপিকে সরিয়ে পঞ্চায়েতের ক্ষমতা দখল করল সিপিএম। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতে ১ নভেম্বর প্রধান নির্বাচন হয়। প্রধান হয়েছেন সিপিএমের মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জনবাবু বলেন, “ভাল লাগছে। এলাকার উন্নয়ন-সহ সাধারণ মানুষের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।” গত নির্বাচনে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতে আরএসপি সাতটি আসনে এবং সিপিএম পাঁচটি আসনে জেতে। কিন্তু কিছুদিন আগে দুই বাম শরিক দলের বিবাদ চরমে ওঠে। আরএসপি ছেড়ে তিন জন পঞ্চায়েত সদস্য সিপিএমে যোগ দেয়। এর মধ্যে সিপিএম ছেড়ে এক সদস্য আরএসপিতে যোগ দেন। মাস খানেক আগে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের আরএসপি প্রধান পরিমল গায়েনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে সিপিএম। গত ১৭ অক্টোবর পঞ্চায়েতের ভোটাভুটি হয়। অনাস্থা ভোটে জয়ী হয় সিপিএম।

বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র
নিজস্ব চিত্র।
সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল বসিরহাট মহকুমার টাকির ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে। সোমবার ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হয় বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে।

মেধা পরীক্ষা
আড়বেলিয়ায় শিক্ষা ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বাদুড়িয়ার ৩৯টি বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষার আয়োজন করা হয়। রবিবার আড়বালিয়া জে ভি হাইস্কুলে ১২৩৪ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। আগামী ১৫ জানুয়ারি ফল প্রকাশ এবং সফল পরীক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে।

লরির ধাক্কায় মৃত্যু
ঈদের বিকেলে রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক বালকের। সোমবার, খড়দহে। মৃতের নাম সোহেল খান ওরফে সাহেব (৭)। পুলিশ জানায়, লরিটি পালাতে চেষ্টা করলে স্থানীয়েরা ধরে ফেলে ভাঙচুর চালান। ট্রাক-সহ চালককে আটক করেছে পুলিশ। তবে কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ হয়।

লুঠ-কাণ্ডে ধৃত ৩
গৃহকর্তাকে বেঁধে রেখে মূল্যবান জিনিস ও টাকা লুঠের অভিযোগে তিন যুবক গ্রেফতার হল। সোমবার, বারুইপুরের বেদবেড়িয়া থেকে। গোয়েন্দা পুলিশ জানায়, ধৃতদের নাম মুর্শিদ মণ্ডল ওরফে বাবু নস্কর, হাসান মোল্লা ও শাহজাহান মোল্লা। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, ২০ অক্টোবর লেক গার্ডেন্সের আশিস পালের বাড়িতে লুঠ হয়। তদন্তে জানা যায়, মাস দু’য়েক আগে বাবু নস্কর নামে যে যুবককে তিনি কাজে নেন, সে-ই তার গ্রামের দুই যুবককে সঙ্গে নিয়ে লুঠের পরিকল্পনা করে। ঘটনার দিন দুপুরে বাড়িতে আর কেউ না থাকার সুযোগে হাসান এবং শাহজাহান বাবুকে সঙ্গে নিয়ে সোনার গয়না, ক্যামেরা, প্রাচীন কিছু মুদ্রা এবং বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.