ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এ বার কোর কমিটি ঢেলে সাজার কথা ঘোষণা করলেন অণ্ণা হজারে। তবে তা কবে হবে, সেই বিষয়টি তিনি খোলসা করেননি। পাশাপাশি দুর্নীতির দায়ে অভিযুক্ত সঙ্গীদের হয়েও জোর সওয়াল করেছেন অণ্ণা।
শিবিরের সদস্য কিরণ বেদী, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় আগেই কোর কমিটি ঢেলে সাজার দাবি তুলেছিলেন শিবিরেরই অন্য সদস্য মেধা পাটকর, সন্তোষ হেগড়ে প্রমুখ। অণ্ণাকে চিঠি লিখে কোর কমিটি ভেঙে দেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন আর এক সদস্য কুমার বিশ্বাস। এই সবে বিরক্ত হয়ে তখনই কোর কমিটি ঢেলে সাজার ইঙ্গিত দিয়েছিলেন অণ্ণা।
সোমবার নিজের গ্রাম রালেগন সিদ্ধিতে অণ্ণা হজারে জানান, কোর কমিটি আয়তনে বাড়ানো হবে। নতুন কমিটিতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধি নেওয়ার কথা ভাবা হচ্ছে। এ ছাড়া দলিত, সংখ্যালঘু, আদিবাসী প্রতিনিধিও নেওয়া হবে। যুবকদের কমিটিতে নেওয়ার কথাও জানিয়েছেন অণ্ণা। কেজরিওয়াল ও বেদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কংগ্রেস থেকে বারে বারে তাঁদের আক্রমণ করা হচ্ছে। এ দিন কার্যত এই দুই অভিযুক্তের পাশেই দাঁড়িয়েছেন অণ্ণা। আক্রমণকারীদের প্রতি তাঁর কটাক্ষ, “আসলে যাঁরা ভয় পাচ্ছেন কড়া লোকপাল তাঁদের রাজনৈতিক জীবনের ক্ষতি করবে, তাঁরাই এই সব কথা বলছেন।” পাশাপাশি তাঁর দাবি, “আমাদের ভয়ের কিছু নেই। সরকার আমাদের যে কোনও সদস্যের বিরুদ্ধে এক বার নয়, চার বার করে তদন্ত করতে পারে। কিন্তু আমাদের দুর্নীতি-বিরোধী আন্দোলন জারি থাকবে।”
এর মধ্যেই কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে অণ্ণার পথে হেঁটে রামদেব পঞ্জাবের বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছেন। তিনি জানিয়েছেন, অন্য রাজ্যের ভোটেও কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাবেন তিনি। অন্য দিকে, ফোনে আড়িপাতা নিয়ে অণ্ণা শিবিরের নেতারা যে অভিযোগ তুলেছেন, তাকে সমর্থন করে বিজেপির রাজনাথ সিংহ বলেছেন, “এর উপযুক্ত তদন্ত হওয়া দরকার।”
|