টুকরো খবর |
দখল মুক্তের নির্দেশ, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
শহরের রাস্তা থেকে হকারদের সরে যেতে নির্দেশ দিয়েছিল পুরসভা। তার প্রতিবাদে হকাররা পুরভবনে বিক্ষোভ দেখালেন। বৃহস্পতিবার তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরকর্তৃপক্ষের বিরুদ্ধে এই বিক্ষোভ দেখায় তৃণমূল হকার্স ইউনিয়ান। পরে তাঁরা পুরপ্রধআন শম্পা দরিপাকে এ ব্যাপারে স্মারকলিপিও দেন। তবে পুরপ্রধানের সাফ দাবি, “রাজ্য সরকারে নির্দেশ অনুযায়ী হকারদের শহরের রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।” পুরসভা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন রাস্তার দু’পাশ থেকে হকারদের সাত দিনের মধ্যে ব্যবসা গুঁটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। গত মঙ্গলবার পুরসভা থেকে এ ব্যাপারে শহরের রাস্তায় মাইকে ঘোষণা করা হয়। তারপরেই হকাররা এর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়। সংগঠনের জেলা সম্পাদক বিশ্বনাথ দাসের দাবি, “বাঁকুড়া শহরে প্রায় ৫ হাজার হকার রয়েছেন। বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে সংসার চলে। হঠাৎ করে উচ্ছেদ করে দিলে না খেতে পেয়ে মারা যাব।” তিনি জানান, শহরের ফাঁকা জায়গায় তাঁদের জন্য বাজার করে দেওয়া হোক। তাহলে তাঁরা রাস্তার পাশে আর পসরা নিয়ে বসবেন না।
|
প্রতিবন্ধীদের দাবি |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
|
ব্লক অফিসে বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
ইন্দিরা আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা-সহ ব্লক স্তরে চালু থাকা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে প্রতিবন্ধীদের তিন শতাংশ সংরক্ষণ-সহ কয়েক দফা দাবিতে স্মারকলিপি দিল প্রতিবন্ধীদের একটি সংগঠন। বৃহস্পতিবার পুরুলিয়া ২ ব্লকের বিডিও’র কাছে স্মারকলিপি দেয় রাজ্য প্রতিবন্ধী সমিতির পুরুলিয়া জেলা শাখা। এ দিন দুপুরে সংগঠনের কয়েকশো সদস্য ব্লক অফিসের বাইরে অবস্থান শুরু করেন। সংগঠনের জেলা সভাপতি হরদয়াল মাহাতো দাবি করেন, প্রত্যেক প্রতিবন্ধীকে বিপিএল তালিকাভুক্ত করতে হবে। প্রত্যেক প্রতিবন্ধীর জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে। বিধি মোতাবেক প্রতিবন্ধীদের ১০০ দিনের কাজের ব্যবস্থা ও ব্লকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে তাঁদের জন্য তিন শতাংশ সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, “প্রতিবন্ধীদের জন্য দাবিগুলি পূরণ করার লক্ষ্যে আমরা আন্দোলন জারি রাখব।” স্মারকলিপিটি গ্রহণ করেন যুগ্ম বিডিও পার্থ বৈরাগ্য। তিনি বলেন, “তাঁদের দাবিগুলি বিবেচনা করার জন্যর্ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।”
|
কলেজে অবস্থান শিক্ষাকর্মীদের |
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
মাসের প্রথম দিনেই বেতনের দাবিতে বৃহস্পতিবার থেকে খাতড়া আদিবাসী কলেজের শিক্ষাকর্মীরা গণ অবস্থান শুরু করেছেন। কলেজের টিচার-ইনচার্জের অফিস রুমের সামনে এই অবস্থানে সামিল হয়েছেন ১৬ জন শিক্ষাকর্মী। এ দিন সকাল থেকেই কাজ বন্ধ রেখে অবস্থানে বসেন তাঁরা। খাতড়া আদিবাসী কলেজে শিক্ষাকর্মীর সংখ্যা ২০ জন। পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী সমিতি এবং শিক্ষা কর্মী ইউনিয়ন-এর সদস্যেরা মিলিতভাবে শিক্ষাকর্মী সংসদের ব্যানারে এই আন্দোলন শুরু করেছেন। আন্দোলনকারীদের তরফে তাপস দত্ত, শুকদেব সাহানা বলেন, “আগে কলেজ ফান্ড থেকে প্রতি মাসের প্রথমে বেতন দেওয়া হত। কিন্তু গত পাঁচ মাস ধরে কলেজ ফান্ড থেকে বেতন দিতে অস্বীকার করছেন টিচার-ইনচার্জ। এমন কি পুজোর বোনাসও পাইনি আমরা।” তাঁদের ক্ষোভ, মাসের প্রথমে বেতন না পাওয়ায় তাঁরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তবু কলেজ কর্তৃপক্ষ কলেজ ফান্ড থেকে তাঁদের বেতন দিচ্ছেন না। টিচার ইন চার্জ অলক ভৌমিকের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা খাতড়ার মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাস বলেন, “বিষয়টি বিশদে জানি না। খোঁজ নিয়ে দেখছি।”
|
দোকানে অগ্নিকাণ্ড |
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
|
ছবি: সুজিত মাহাতো। |
আচমকা আগুন লাগল ফলের তিনটি দোকানে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর বাজারে ট্রাফিকমোড় এলাকায়। পুরুলিয়া শহর থেকে খবর পেয়ে দমকলকর্মীরা পৌঁছন। ততক্ষণে অবশ্য স্থানীয় মানুষ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছেন। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি ফলের দোকানে আগুন লাগে। সেখান থেকে পাশাপাশি দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া এক দোকানের মালিক সন্তোষ জয়সওয়াল বলেন, “কী ভাবে আগুন লাগল জানি না। পাশের দোকান থেকে আগুন হঠাৎ আমার দোকানে ছড়িয়ে পড়ে।” পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
|
কালভার্ট ভেঙে ব্যাহত যান চলাচল |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
বাঁকুড়া-মানবাজার রাস্তায় একটি কালভার্ট ভেঙে গিয়েছে। মানবাজারের সাঁওদা গ্রামের কাছে, ওই কালভার্টটি মঙ্গলবার ভাঙে। ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কালভার্টটির প্রায় সমগ্র অংশই ধসে পড়েছে। ঢালাই ভেঙে পড়ে বেরিয়ে পড়েছে লোহার রড। ফলে, আরও বিপজ্জনক হয়ে উঠেছে। পূর্ত দফতরের (সড়ক) মানবাজারের সহকারী বাস্তুকার রমেন রায় বলেন, “কালভার্টটি অনেক পুরনো। সংস্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি জানান, আপাতত কালভার্টের পাশের জমি দিয়ে যাতায়াত করছে লোকজন।
|
দোকানে অগ্নিকাণ্ড |
আগুনে ভস্মিভূত হল ফলের তিনটি দোকান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটেছে বলরামপুর বাজারে ট্রাফিকমোড় এলাকায়। পুরুলিয়া শহর থেকে দমকলকর্মীরা সেখানে পৌঁছনোর আগেই স্থানীয়রা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। |
|