মাওবাদীদের রুখে দেওয়ার দাবিতে পোস্টার পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। একই সঙ্গে মাওবাদীরা মহিলাদের উপরে অত্যাচার করছে বলেও কয়েকটি পোস্টারে অভিযোগ করা হয়েছে। ‘জঙ্গলমহল শান্তি রক্ষা কমিটি’ ও ‘নারী সম্মান রক্ষা কমিটি’র নামে ওই পোস্টারগুলি সারেঙ্গা থানার বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার সকালে দেখা যায়। পুলিশ জানিয়েছে, এত বিপুল সংখ্যায় এই ধরনের পোস্টার আগে দেখা যায়নি। |
এ দিন সকালে সারেঙ্গা বাজার, পিড়রগাড়ি, আমঝোড়, বাইশপাতরা, মাজুরিয়া, ব্রাম্ভ্রণডিহা-সহ বিভিন্ন গ্রামে পোস্টারগুলি দেখা যায়। এক সাথে অনেকগুলি পোস্টার সাঁটা ছিল। জঙ্গলমহল শান্তি কমিটির নাম উল্লেখিত পোস্টারগুলিতে লেখা ছিল, ‘যাঁরা যুব সম্প্রদায়কে বিপথগামী করে, যাঁরা মানুষ খুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়-এরা কারা? বিপ্লবী না অপরাধী? এদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।” জঙ্গলমহলে মহিলাদের উপরে মাওবাদীরা অত্যাচার চালিয়েছে বলে কয়েকটি পোস্টারে লেখা হয়েছে। ‘নারী সম্মান রক্ষা কমিটি’র নামে লেখা পোস্টারগুলিতে অভিযোগ করা হয়েছে, শোভা মান্ডির উপরে শারীরিক অত্যাচার চালানো কী বিপ্লবী নেতাদের আদর্শ? জোর করে গ্রামের মেয়েদেরকে ট্রেনিংয়ে নিয়ে গিয়ে নিজদের যৌন লালসা চরিতার্থ করাটাই কী মাওবাদ?” মাওবাদী হিংসার বিরোধিতা করে গণপ্রতিরোধে জনগনকে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারগুলিতে। |