ছাত্রের কোমরে গোঁজা রিভলভার, মোজায় ছুরি
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
কোমরে রিভলভার, পায়ের মোজায় ছুরি লুকিয়ে রেখে ক্লাস করতে গিয়ে ধরা পড়ে গেল এক স্কুলছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কাকদ্বীপের একটি স্কুলে। পুলিশ ও ওই স্কুল সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের রথতলার বীরেন্দ্র মার্কেট এলাকার বাসিন্দা, দশম শ্রেণির ওই ছাত্রটি এ দিন কোমরে একটি ফাঁকা রিভলভার এবং ডান পায়ের মোজার মধ্যে একটি ভাঁজ করা ছুরি নিয়ে স্কুলে আসে। দ্বিতীয় পিরিয়ড শুরু হওয়ার আগে কথা বলার সময়ে সহপাঠীরা তার কোমরে হাত দিয়ে বুঝতে পারে রিভলভার গোঁজা রয়েছে। সকলে তখন ওই ছাত্রটিকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়। প্রধান শিক্ষকের কথায়, “আমি ছাত্রটিকে রিভলভার বের করতে বলি। ও নিজে থেকে ছুরিও বের করে দেয়। তবে অস্ত্রগুলি ও কোথা থেকে পেয়েছে, সে ব্যাপারে অনেক বার জিজ্ঞাসা করলেও কিছু বলেনি। তখন পুলিশ ডাকি।” ছাত্রটি স্কুলে শান্তশিষ্ট হিসেবেই পরিচিত। সে কী ভাবে অস্ত্র নিয়ে স্কুলে ঢুকল এবং কেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ছাত্রটিকে অবশ্য রাত পর্যন্ত গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ছাত্রটিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি জানাতে চায়নি পুলিশ।
|
সারের দাম বৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারের দাম বৃদ্ধির প্রতিবাদে অবরোধে নামলেন কৃষকেরা। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার আমডাঙার কামদেবপুরহাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। এর ফলে ওই রাস্তায় সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। কৃষকদের অভিযোগ, সারের দাম গত এক বছরে আড়াই গুণ বেড়েছে। ফলে বেড়ে গিয়েছে চাষের খরচ। উল্টো দিকে সমান ভাবে কমছে ফসলের দাম। তাতে মার খাচ্ছেন চাষিরা। এর প্রতিবাদেই এ দিন দুপুর ৩টে থেকে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করেন কয়েকশো কৃষক। সারা ভারত কৃষক ও খেত মজুর সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক দাউদ গাজি বলেন, “আমাদের দাবি, অবিলম্বে সারের দাম কমিয়ে ফসলের দাম ঠিক করতে হবে। এই মাস জুড়ে বিভিন্ন জায়গায় এমন আন্দোলন চলবে। ২২ নভেম্বর কলকাতায় সারা রাজের কৃষক আইন অমান্য করবেন।”
|
বিদ্যুৎ সংযোগের দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবিতে বৃহস্পতিবার সকালে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বসিরহাটের পিঁফার রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অবরোধের ফলে বসিরহাট এবং ন্যাজাটের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে সংশ্লিষ্ট দফতরের দাবি নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি গাড়ির ধাক্কায় ওই এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বহু মানুষ বিদ্যুতের সাহায্যে মেশিন চালিয়ে কাপড় সেলাইয়ের কাজ করেন। কিন্তু বিদ্যুৎ না-থাকায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। অভিযোগ, বিদ্যুৎ দফতরে পরিস্থিতির কথা জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
|
ঘুটিয়ারিশরিফে কিশোরের দেহ মিলল পুকুরে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বাড়ির কাছের একটি পুকুর থেকে এক কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারিশরিফের বাসিন্দা, মহম্মদ সায়েদ (১৪) নামে ওই কিশোরের দেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশের কাছে ওই কিশোরের বাবা মহম্মদ সাদেক জানিয়েছেন, তাঁর ছেলে মঙ্গলবার রাতে গ্রামের একটি অনুষ্ঠান দেখতে বেরিয়ে আর ফেরেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভাবে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরের। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে।
|
পথ দুর্ঘটনায় জখম সাত
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
অটোরিকশা এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রী-সহ আহত হয়েছেন সাত জন। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলির খইতলা মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ৩টে নাগাদ দু’টি গাড়িই জোরে চলছিল। মোড় ঘোরার সময়ে বাইক এবং অটোটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় সকলেই ছিটকে পড়েন। আহতদের মধ্যে তিন জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। |