|
|
|
|
সিপিআইয়ের ‘দালাল স্ট্রিট দখল’, থাকছে না সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
‘ওয়াল স্ট্রিট দখল’-এর অনুকরণে এ বার ‘দালাল স্ট্রিট দখল’। কিন্তু সিপিএম তাতে নেই।
আমেরিকা-ইউরোপে পুঁজিবাদের বিরুদ্ধে বিক্ষোভে বাম-মতাদর্শের জয় দেখছেন সিপিএম নেতৃত্ব। কিন্তু এ দেশে সেই সাড়া মিলবে কি না, তা নিয়ে তাঁরা সংশয়ে। তাই দলের যুব ও ছাত্র সংগঠনকে কলকাতা ও দিল্লিতে মার্কিন তথ্যকেন্দ্র অভিযানে নামানো হয়েছিল। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। দমে না গিয়ে এ বার সিপিআই মুম্বইয়ের দালাল স্ট্রিট দখলের ডাক দিয়েছে। কাল বিকেল তিনটে থেকে মুম্বইয়ের দালাল স্ট্রিটের পি জে টাওয়ার্সে শেয়ার বাজারের সামনে ‘অনির্দিষ্ট কালের জন্য বিক্ষোভ’-এর ডাক দিয়েছেন সিপিআই নেতা প্রকাশ রেড্ডি। দলের ছাত্র-যুব সংগঠনের কর্মীরা তাঁর সঙ্গে থাকবেন। কিন্তু তাতে সিপিএম নেই। কলকাতা-দিল্লিতে সিপিএমের ছাত্র-যুব সংগঠন যেমন শরিক দলগুলির সংগঠনকে বাদ দিয়েই মার্কিন তথ্যকেন্দ্র অভিযান করেছিল, তেমনই সিপিআইয়ের মুম্বই শাখার সম্পাদক প্রকাশ রেড্ডিও সিপিএমের সঙ্গে আলোচনায় যাননি। তাঁর বক্তব্য, “আমি সকলকে খোলা আমন্ত্রণ জানিয়েছি। চাইলে সকলেই আসতে পারেন।”
কতটা সাড়া মিলবে দালাল স্ট্রিট দখলের ডাকে? কাল কত ভিড় হবে? মুম্বই থেকে ফোনে রেড্ডির জবাব, ‘‘আমি জ্যোতিষী নই। কিন্তু দলের বাইরে সমমনোভাবাপন্ন মানুষ, স্বেচ্ছাসেবী ও ব্যাঙ্ক কর্মচারী সংগঠনও সমর্থন জানিয়েছে।” ‘ওয়াল স্ট্রিট দখল’ বিক্ষোভ কী ভাবে পুঁজিবাদের সঙ্কটের কথা বলছে, তা লন্ডনে বোঝাতে চেষ্টা করছেন সীতারাম ইয়েচুরি। ২৬ ও ২৭ নভেম্বর ব্রিটেনের কমিউনিস্ট পার্টির আয়োজনে মার্ক্সবাদ উৎসবে কারাটও লন্ডনে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, এ দেশে একই ধরনের বিক্ষোভ গড়ে তোলা থেকে পিছিয়ে যাচ্ছে কেন সিপিএম? দলের নেতাদের মত, দেশে কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। যার বহিঃপ্রকাশ দেখা গিয়েছে অণ্ণার আন্দোলনে। কিন্তু দুর্নীতিতে কর্পোরেট সংস্থাগুলি জড়িত থাকলেও সাধারণ মানুষের মধ্যে তেমন ক্ষোভ তৈরি হয়নি। দালাল স্ট্রিট দখলের ডাক দেওয়া সিপিআই-নেতা কিন্তু কর্পোরেট সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিই তুলেছেন। তাঁর বক্তব্য, আমাদের প্রথম দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির থেকে ঋণ নিয়ে যে সব সংস্থা শোধ করছে না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জনস্বার্থে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সেবি-কে স্বাধীন ভাবে কর্পোরেট সংস্থাগুলির অনিয়মের বিরুদ্ধে তদন্ত করতে দিতে হবে। রেড্ডির দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা দালাল স্ট্রিট থেকে নড়বেন না। |
|
|
|
|
|