অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সবিতা মণ্ডল (৩২)। বছর দশেক আগে সবিতাদেবীর বিয়ে হয়েছিল হুগলির ফতেপুর গ্রামের বাসিন্দা মহাদেব মণ্ডলের সঙ্গে। তাঁর বাপের বাড়ি কালনা বালিয়া গ্রামে। সবিতাদেবীর বাবা শক্তিপদ ঢক কালনা থানায় সবিতাদেবীর স্বামী-সহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। সোমবার তিনি জানতে পারেন, মেয়ে অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। তাঁর দাবি, “হাসপাতালে মেয়ে আমাকে জানায়, শ্বশুরবাড়ির লোকজন গায়ে আগুনের ছেঁকা দেয়। পরে জোর করে মেয়ের মুখে বিষ ঢেলে দেয়।” এ দিন রাতে হাসপাতালেই মৃত্যু হয় সবিতাদেবীর।
|
বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল গঠনের জন্য শহরে গেলেন বাংলার প্রাক্তন দুই রনজি ক্রিকেটার বরুণ বর্মন ও উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁরা বৃহস্পতিবার মোহনবাগান মাঠে ৬১ জনের মধ্যে থেকে প্রায় ২৪ জনকে বেছে নেন। দু’জনেই অবশ্য দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কথায়, ক্রিকেটারদের রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডিংয়ের মান বাড়াতে হবে।” তবে দলের ক্রিকেটারেরা যথেষ্ট প্রতিভাবান বলে জানিয়েছেন তাঁরা।
|
স্ত্রীকে খুন, কারাদণ্ড স্বামীর |
স্ত্রীকে হত্যার অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড হল স্বামীর। বৃহস্পতিবার বর্ধমানের প্রথম জেলা দায়রা বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল জামালপুরের বাসিন্দা বসুদেব বাগকে এই সাজা দেন। এর পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারদন্ডের আদেশ দেন বিচারক। ১৫ বছর আগে বসুদেবের সঙ্গে স্থানীয় সোনার গড়িয়া গ্রামের বাসিন্দা তাপসী বাগের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাপসীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত বলে অভিযোগ। শেষে ২০০৮ সালের ১০ নভেম্বর স্ত্রীকে কাটারি দিয়ে আঘাত করেন স্বামী। পরের দিন কলকাতার বাঙুর হাসপাতালে তাপসীদেবীর মৃত্যু হয়। তাপসীদেবীর ভাই সুরজিৎ বেরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন বসুদেব।
|
গাঁজা-সহ পাঁচ যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বর্ধমান শহরের জেলখানা মোড়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কিলোগ্রাম গাঁজা মেলে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন রাজু চৌধুরী, গৌতম মণ্ডল, সিকান্দার পোদ্দার, বাপন ঘোষ ও রামনারায়ণ যাদব। গৌতমের কাছ থেকে একটি গুলিভর্তি পাইপাগানও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। |