চুরি-চামারিতে তাঁদের দলের নাম জড়িয়েছেন ব্যবসায়ী, এই অভিযোগে বর্ধমান শহরের নতুনগঞ্জের গুড়পট্টিতে কয়েক ঘণ্টা ব্যবসা বন্ধ করিয়ে দিলেন এক তৃণমূল নেতা।
বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন, একটি আট-ময়দার দোকানে টাকা চুরি হয়েছে। দুষ্কৃতীরা একটি চালের গদিতে ঢোকারও চেষ্টা করেছিল। কয়েক দিন আগে ওই এলাকারই এক ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়। পুলিশ তার কিনারা করতে পারেনি। ঘটনায় জড়িতদের খোঁজও মেলেনি। ফের চুরি হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা এ দিন পথ অবরোধও করেন। পরে পুলিশ গিয়ে কিনারার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
কিন্তু এর পরেই শেখ এনায়েত নামে এক স্থানীয় তৃণমূল নেতা তাঁদের দলের নাম জড়ানো হয়েছে অভিযোগ করেন, ওয়েস্ট বেঙ্গল গুড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক তথা স্থানীয় ব্যবসায়ী পার্থ রায় সংবাদমাধ্যমের কাছে চুরির ঘটনায় তাঁদের দলের নাম জড়িয়েছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে বেশ কয়েক ঘণ্টা কেনাবেচা বন্ধ করে দেওয়া হয় বলে পার্থবাবুর অভিযোগ। এমনকী বহিরাগত ক্রেতাদের তাড়া করা হয় বলেও তাঁদের দাবি। পার্থবাবু ক্ষমা চাওয়ার পরে অবস্থা স্বাভাবিক হয়।
পার্থবাবুর বক্তব্য, “আমি যে এই ধরনের কোনও মন্তব্য করিনি, তা বারবার ওঁদের বলেও লাভ হয়নি। কোনও চ্যানেলেই আমার এ রকম বক্তব্য দেখানো হয়নি, এ কথাও বারবার বলেছি। কিন্তু শেষমেশ আমায় জোর করে ক্ষমা চাইয়েছেন ওঁরা।” এনায়েতের পাল্টা বক্তব্য, “উনি আমাদের সামনেই বলেছেন, তৃণমূল ক্ষমতায় আসার পরে এলাকায় চুরি বেড়েছে। এ অপমানের প্রতিবাদ করতেই ব্যবসা বন্ধ করিয়ে দিয়েছিলাম। পরে উনি ক্ষমা চেয়ে নেওয়ায় বিষয়টি মিটে গিয়েছে।” |