নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও দুর্গাপুর |
দুর্গা ও কালীপুজোর পরে থিমের মণ্ডপের ধারা বজায় থাকল জগদ্ধাত্রীর আরাধনাতেও। বৃহস্পতিবারই আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে বড় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় জমেছে। পুজো উপলক্ষে বিভিন্ন মণ্ডপে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
আসানসোলের মহীশিলা কলোনির চার নম্বর ওয়ার্ডের সার্বজনীন পুজোটি পরিচালনা করে স্থানীয় দেশবন্ধু ইউনাইটেড ক্লাব। পুজো কমিটির অন্যতম প্রধান স্থানীয় কাউন্সিলর মানস দাস জানান, এ বার তাঁরা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ গড়েছেন। মণ্ডপের বাইরের অংশে রয়ছে কারুশিল্পে। ভিতরে থাকছে ওড়িয়া লোকশিল্পের কাজ। এ বার পুজো ১৮ বছরে পা দিল। বসেছে মেলাও।
শিল্পাঞ্চলের অন্যতম বড় জগদ্ধাত্রী পুজো হয় রূপনারায়ণপুরে। এলাকার আমলাদহি সব্জি বাজার এলাকায় এই পুজো পরিচালনা করেন সব্জি বাজার ব্যবসায়ী সমিতি। স্থানীয় ব্যবসায়ী ষষ্ঠী দুলে জানান, সারা বছর এলাকার বাসিন্দারা টাকা জমিয়ে এই পুজো করেন। এ বার কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ গড়া হয়েছে। পুজো উপলক্ষে বসছে যাত্রাপালার আসর।
আসানসোলের ডিপোপাড়া দুর্গামন্দির জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি তথা পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় জানান, চোখ জুড়ানো মন্ডপের পাশাপাশি তাঁদের পুজোর এ বার মূল আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। থাকছে আতসবাজির প্রতিযোগিতাও। আসানসোলের সেন র্যালের ফুটবল মাঠে প্রগতি সঙ্ঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো এ বার ১৮ বছরে পা দিল। মণ্ডপ হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। এখানেও মেলা বসেছে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। কুলটির সেন্ট্রাল দুর্গাপুজো কমিটির উদ্যোগে স্থায়ী পুজো মণ্ডপে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে। বার্নপুরের রাধানগর রোড রামকৃষ্ণ পূর্ণানন্দ মঠেও ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে।
দুর্গাপুরের বি-জোনের বিদ্যাপতি রোডের তরুণ উদয় সঙ্ঘ ১৯ বছর ধরে পুজো করছে। কিন্তু এলাকার মানুষের উৎসাহ-উদ্দীপনায় পুজো মিলনমেলায় পরিণত হয়। বি-জোনের জয়দেব জাগরণী ক্লাব পুজোর আয়োজন করছে সাত বছর ধরে। মণ্ডপ তৈরি হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। ক্লাবের সম্পাদক গৌতম খাঁ জানান, পুজো উপলক্ষে চার দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নিউটন যুব ঐক্যের পুজোর এ বার অষ্টম বর্ষ। এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে।
শরৎ চন্দ্র অ্যাভিনিউয়ের রবীন্দ্র সঙ্ঘের পুজো এ বার সাত বছরে পড়েছে। শহর ছাড়িয়ে বুদবুদ থানার মানকরের নিউ স্পোর্টিং ক্লাবের পুজো গত কয়েক বছর ধরে প্রশংসা কুড়িয়েছে। এ বার ছ’বছরে পড়ল এই পুজো। মানকর ও সংলগ্ন এলাকার অন্যতম প্রধান এই পুজোয় সমাগম হয় বহু দর্শনার্থীর।
পুজোর মরসুম শেষ হল বলে। জগদ্ধাত্রীতেই শেষ আঁচটুকু নিয়ে নিচ্ছেন শিল্পাঞ্চলবাসী। |