টুকরো খবর |
বেতনের দাবি, স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের অক্টোবর মাসের বেতন নির্দিষ্ট সময়ে না হওয়ার প্রতিবাদে এবং লোকসান কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার আইএনটিইউসি অনুমোদিত সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক হারাধন দত্ত জানান, সরকারের সাম্প্রতিক একটি নোটিসে সংস্থার কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অক্টোবরের বেতন কবে পাবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংস্থার লাগাতার লোকসানের বহর কমাতে জুন মাসে কিছু পরিকল্পনা সম্মিলিত খসড়া তাঁদের তরফে সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু কোনও অগ্রগতি না দেখে তাঁরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন হারাধনবাবু। চেয়ারম্যান তমোনাশবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায়নি।
|
মিড-ডে মিল নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুরসভার বিভিন্ন স্কুলে মিড-ডে মিলের অগ্রগতি নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন আসানসোলের পুর কমিশনার তথা অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্ত। বুধবার বিকেলে ওই বৈঠকে পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) গোলাম সরবর ছাড়াও আসানসোল ও হিরাপুর শিক্ষাচক্রের দুই সহকারী স্কুল পরিদর্শক ছিলেন। এ দিন বিশ্বজিৎবাবু জানান, বিভিন্ন মহলে অভিযোগ উঠছে কিছু প্রাথমিক স্কুলে মিড-ডে মিল দেওয়া হচ্ছে না। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল দেওয়ার কথা থাকলেও তা পালন করা হচ্ছে না। পুর কমিশনার এই বৈঠকে পরামর্শ দিয়েছেন, পুরসভা এলাকার সব স্কুলেই অবিলম্বে মিড-ডে মিল চালু করতে হবে।
|
বাঁকোলায় খনিতে বোমায় জখম চালক |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
|
নিজস্ব চিত্র। |
দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হলেন নিরাপত্তারক্ষীদের গাড়ির চালক। বুধবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার কুমারডিহি বি কোলিয়ারিতে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন জনা আটেক দুষ্কৃতী কোলিয়ারির বিদ্যুতের কেবল কেটে নেয়। ফলে ভূগর্ভের পাখা বন্ধ হয়ে যায়। খনিকর্মীরা বিপাকে পড়েন। তাঁরা উপরে উঠে আসতেই দুষ্কৃতীরা বোমা ফাটাতে ফাটাতে চম্পট দেয়। জখম হন নিরাপত্তারক্ষীদের গাড়ির চালক শিবচরণ মণ্ডল। এর প্রতিবাদে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সারা দিন কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁদের দাবি, পুলিশ নয়। ইসিএলকেই নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এরিয়ার জি এম পুলকবরণ চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
|
চোলাই ধরতে অভিযান |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সালানপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামে অবৈধ ভাবে তৈরি হচ্ছে দেশি মদ। ব্লক প্রশাসনের কাছে বহু দিন ধরেই এই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পেয়ে আবগারি দফতরকে সঙ্গে নিয়ে কয়েক দিন ধরে অবৈধ মদ বাজেয়াপ্ত করার অভিযানে নেমেছে ব্লক প্রশাসন। সালানপুরের বিডিও জয়দীপ দাস জানান, বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে কয়েকশো লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ভাটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু যারা এগুলি তৈরি করেছেন তারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। সালানপুরের বিডিও জানান, মতুয়া ফল থেকেই এরা এই নেশার পানীয় তৈরি করছিল।
|
রেলের আলোচনাচক্র |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভিজিল্যান্স সপ্তাহ উপলক্ষে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের উদ্যোগে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয় বুধবার। রেলের সভাকক্ষে আয়োজিত এ দিনের আলোচনায় বক্তৃতা করেন পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে বেহারা। তিনি উপস্থিত শ্রমিক কর্মীদের অনুরোধ করেন, রেলের কোনও বিভাগে যদি কোনও রকম দূর্নীতির সন্ধান পান তা যেন কর্তৃপক্ষের গোচরে আনা হয়। উপস্থিত ছিলেন আসানসোলের ডি আর এম জগদানন্দ ঝা। এ দিন ভিজিল্যান্স সংক্রান্ত একটি ক্যুইজ প্রতিযোগিতায় যোগ দেন সাধারণ শ্রমিক কর্মীরা।
|
রক্ষীদের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
নিজস্ব চিত্র। |
পাঁচ মাস বেতন পাননি ইসিএলের কেঁদা এরিয়ার বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তার প্রতিবাদে অধিকার মঞ্চের নেতৃত্বে এরিয়া কার্যালয়ে প্রবেশদ্বার বন্ধ করে ঘণ্টা চারেক বিক্ষোভ দেখান বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তাঁদের দাবি, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তিন বার নিরাপত্তার ঠিকাদার সংস্থার পরিবর্তন হয়েছে। তাঁরা ৫ মাস বেতন পাননি। পিএফেও তাঁদের নাম নথিভুক্ত হয়নি। বিক্ষোভকারীদের পক্ষে সুদীপ্তা পাল জানান, এই নিয়ে বহু বার তাঁরা কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছেন। এ বার আইনের দ্বারস্থ হবেন। কেঁদা এরিয়া কর্তৃপক্ষ জানান, চার দিনের মধ্যে সমস্যার সমাধান করে ফেলা হবে।
|
রবীন্দ্রভবনের হার |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগের ফাইনালে গেল উখড়া ফুটবল অ্যাকাডেমি। তারা বৃহস্পতিবার লাল ময়দানের মাঠে সেমি ফাইনালে ১-০ গোলে হারায় রবীন্দ্রভবনকে। গোলটি করেন মঙ্গল বাউরি। ম্যাচটি পরিচালনা করেন এম এম কংসবণিক, দিলীপ দে রায়, আশিস দাস। |
|