|
|
|
|
|
|
|
সাবধান! |
বছর দশেক আগে, ঠিক আজকের দিনেই নিউ ইয়র্কে ধ্বংস হয়েছিল খুব উঁচু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার!
সে ছবি আমরা কেউ ভুলিনি। আজকের পাতায় থাকল তেমনই কিছু দৃশ্য। উঁহু, সত্যি নয়, গা-ছমছমে সব সিনেমা।
|
|
|
ওরে বাবা, দেখো চেয়ে ‘কিং কং’ এসেছে শহরে।
এই মেগা-গরিলাটি আমাদের খুব প্রিয়, আগেও
এসেছে বেশ কয়েক বার। এই দৃশ্যটি অবশ্য ২০০৫-এ
মুক্তি পাওয়া ছবির। পরিচালক পিটার জ্যাকসন। |
|
|
|
ছবির নাম ‘২০১২’। তৈরি হয়েছিল অবশ্য
২০০৯-এ, পরিচালক রোনাল্ড এমেরিচ। পৃথিবী
ধ্বংসের মুখে, তাকে বাঁচাতে হবে, এই ধরনের ছবি
তৈরিতে সিদ্ধহস্ত এমেরিচ। মনে পড়ছে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ বা ‘দ্য ডে আফটার টুমরো’? |
|
|
|
এই দানোটি গডজিলা! চিবিয়ে
খাচ্ছে রেলগাড়ি। ছবি ‘গডজিলা’।
১৯৫৪-য় তৈরি ছবিটি জাপানি
‘কাইজু’ সিনেমা। ‘কাইজু’ মানে? ‘অদ্ভুত দানো’! |
|
|
|
ফের ‘গডজিলা’, তবে হলিউডি!
১৯৯৮-এ মুক্তি পাওয়া ছবিটি সাড়া
জাগিয়েছিল। বিকট সরীসৃপ হানা দিল
নিউ ইয়র্কে, বহু কষ্টে নিস্তার পেল শহর।
পরিচালক? কে আবার, রোনাল্ড এমেরিচ! |
|
|
|
|
|
|
|