|
|
|
|
|
কেশ ফাইল রেডি |
পুজোর আগে চুলে চমক আনা, বাড়ির লোককে নতুন কাট-ছাঁটে চমকে দেওয়া সব সম্ভব।
সম্ভব করলেন বিউটি কনসালটেন্ট জুন টমকিনস এবং শর্মিলা সিংহ ফ্লোরা
|
জুন টমকিনস
কোনও একটি বিশেষ কাট শুধু মাত্র চুলের
নতুন ফ্যাশন হতে পারে না। ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ করে
বিভিন্ন হেয়ার স্টাইল সৃষ্টি করা হয়, এটাই হল বৈশিষ্ট্য। |
|
|
ছেলেদের জন্য |
ছেলেরা এখন খুবই ছোট চুলের দিকে ঝুঁকছে। এ ছাড়া, মাথার ওপরটি থাকছে লম্বা, পাশ দু’টি খুবই ছোট করা হচ্ছে। ইয়ং ছেলেদের কাছে এই কাটটি খুব জনপ্রিয় হবে এ বারের পুজোয়। ছেলেদেরও পার্মিং খুব পছন্দ কারণ, হৃতিকের এই স্টাইলটি প্রায় সব ছেলেই করাতে খুব ইচ্ছুক। পুরো চুলটি পার্মিং করার পর চার পাশটি লেয়ারস বব-এ কাটা থাকছে। যাঁরা একটু সাহসী তাঁরা লম্বা ফ্রিঞ্জ রেখে ঘাড় অবধি ছোট লেয়ারস কাটতে পারেন।
কালার
• মিডিয়াম ব্রাউন এবং যাঁরা স্পাইক করছেন তাঁরা স্পাইকটিকে কালার করতে পারেন।
মেয়েদের জন্য
• মেয়েদের চুলের কাটে হরেক রকম স্টাইল করা হচ্ছে, কোনও একটি বিশেষ কাটকে এ বারের পুজোর ফ্যাশন, এ রকম বলা যাবে না। বিভিন্ন কাটের সংমিশ্রণে তৈরি হচ্ছে এক নতুন হেয়ার স্টাইল।
• লম্বা চুলের ফ্যাশন মেয়েদের ক্ষেত্রে বারে বারেই ফিরে আসে। এ বারের পুজোয় তা অবশ্যই লম্বা লেয়ারস-এ কাটা হবে। অনেক মেয়েরাই পার্মিং করতে চাইছেন। পার্মিং সব সময় ইন-ফ্যাশন-এর মধ্যে থাকে, তবে তা বিভিন্ন আকারে। পুরো চুলটি পার্ম করার পর ঘাড়ের থেকে পেছন দিক পর্যন্ত স্ট্রেট করা হচ্ছে।
কালার চকলেট ব্রাউন, রেডিশ ব্রাউনমেয়েদের পক্ষে এই দুটি কালারই সুন্দর এবং নির্ভয়ে যে কেউ করাতে পারেন।
|
শর্মিলা সিংহ ফ্লোরা
নারী পুরুষ নির্বিশেষে চুলের হরেক রকম রং, কাট, চুলের যত্ন সম্বন্ধে
বিউটি কনসালটেন্ট
শর্মিলা সিং ফ্লোরা কতগুলি বিশেষ মত দিয়েছেন।
চুলের প্রাণ
ফিরে পেতে এবং ভলিউম দু’টোই
আনতে প্রথম পরামর্শ হল কয়েক বার পার্লার যান এবং বাড়িতে কিছু ঘরোয়া পদ্ধতির দ্বারস্থ
হোন। পার্লার-এ কতগুলি বিশেষ ট্রিটমেন্ট আছে যা বাড়িতে সম্ভব নয়, যেমন হেয়ার স্পা,
কেরোটিন ট্রিটমেন্ট, ফোর্স রিপেয়ার, রেনেউসি ইত্যাদি। |
|
|
ঘরোয়া পদ্ধতি • গ্লিসারিন, জবা ফুলের রস কোনও ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে চার দিন লাগান। রোদে ঘুরে চুলের যে পিগমেন্টেশন হারিয়ে যায় সেটি ফিরে আসে।
• কর্পূর, কেশুত পাতা তেলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে তিন/চার দিন লাগান। চুলের চিকন ভাব ফিরে আসবে।
• ডিম ও দইয়ের প্যাক সব সময়ের জন্য খুব ভাল। চুল পুষ্টি পায় এবং হারানো জেল্লাও ফিরে আসে।
হেয়ার স্টাইল
মিক্স অ্যান্ড ম্যাচই আসল কথা। কোনও একটি বিশেষ ধরনের কাট যে সবাইকে মানাবে তা কিন্তু ঠিক নয়, মুখের ধরন, বয়স, প্রতিটি বিষয় নির্ভর করে চুলের কাটিং-এর ওপর।
|
• স্ট্রেটনিং এখন ফ্যাশন বহির্ভূত। এখন কার্লি চুলের ঢেউ উঠছে, তবে স্ট্রেটনিং পুরোপুরি চলে যায়নি। অনেকেই হয়তো পেছন দিকটা করাচ্ছেন। সামনের দিকটা সাধারণ থাকছে।
• চোয়াল সরুতাদের ক্ষেত্রে সামনে বুশি কাট ভাল লাগবে। চুল কোঁকড়ানো হলে স্টেপ করা যেতে পারে বা শ্যাগ কাটও চলতে পারে।
• চওড়া চোয়ালসামনে রেজর কাট, পেছন দিকটা কিছুটা স্ট্রেট বা ছোট করা যেতে পারে।
• স্পাইরাল চুলএখন স্পাইরাল চুল খুবই ফ্যাশন-এর মধ্যে আছে। পুরো চুলটাকে স্পাইরাল করলে খুবই ভাল লাগবে বা ইচ্ছে হলে সামনের দিকে কোন কাট এবং পেছন দিকটা স্পাইরাল একটা এলিগ্যান্স এনে দেয়।
• গোল মুখ সামনের ফ্রিঞ্জটিকে হাই করতে হবে এবং পেছন দিকে রেজর, ছোট করে ওয়েজ কাট বা মাশরুমযা খুশি ।
এ ছাড়া এ বার পুজোয় আপনি পোশাকের সঙ্গে রং মিলিয়ে চুলের সামনের ফ্রিঞ্জটি ইচ্ছে মতো লাগাতে পারেন। হেয়ার এক্সটেনশন করার সময় নেই, কিন্তু নিত্য নতুন বিভিন্ন রং যেমন লাল, বেগুনি,কমলা বা সবুজ রঙের একটি ফ্রিঞ্জ চুলের সামনে কপালের ওপর আটকে নিলেন। এতে চুলের কোনও ক্ষতি হল না। আবার ইচ্ছেপূরণও সম্ভব হল। সময় লাগে মাত্র কুড়ি মিনিট।
|
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা |
|
|
|
|
|