|
যেমনই রাখো, আমি বশ হবই |
পুজো হোক বা অন্য কোনও অকেশন, মেয়েরা তাঁদের চুল নিয়ে সব সময়ই খুব স্পর্শকাতর। এই হবে না,
সেই, নাকি একেবারে অন্য কিছু...রইল মেক-আপ গুরু অনিরুদ্ধ চাকলাদার-এর পুজো স্পেশাল গাইডেন্স... |
সাজগোজের সময় চুল সংক্রান্ত সমস্যা, একটি বড় সমস্যা। বিশেষত মেয়েদের। ছবি তোলার সময় যেমন হাতটি কোথায় রাখব সেটি নিয়ে ভাবতে হয়, পুজোর সময় চুল নিয়ে ঠিক একই ঝামেলা। চারটে দিনই শ্যাম্পু করলেন হয়তো, কিন্তু তার পর? চুল খোলা রাখলে ভাল লাগবে? কিন্তু একটু পরে একটা মেসি ব্যাপার হয়ে যায়, তা হলে কি বিনুনি? ওহ্ নো, বিনুনি কি এখন কেউ করে? পুজোয় এ সব নিয়ে একদম চিন্তা করবেন না। অনিরুদ্ধ চাকলাদারের টিপ্স আছে কী করতে?
|
রোলার কার্লস
রোলার ব্যবহার করার আগে
পুরো
চুলটায় ভাল করে ‘মুস’লাগিয়ে নেবেন।
ক্যাজুয়াল পোশাক, পার্টি বা নাইটক্লাব-এর
সাজ সবেতেই মানাবে। |
|
|
সম্পূর্ণ চুলটি রোলার দিয়ে সেট করা হয়েছে। সামনে একটু বড় বড় করে কার্লার ব্যবহার করা হয়েছে। পিছন দিকে একটু মিডিয়াম কার্লার দেওয়া হয়েছে। কার্লার ব্যবহারের আগে ‘মুস’ লাগাতে ভুলবেন না। আধ ঘণ্টা করে এক একটি কার্লারকে সেট করা হয়েছে। কার্লার খুলে সামনের দিকে একটু ব্যাক কোম্ব করে চুলটি আঁচড়ে নেবেন। এই স্টাইলের সঙ্গে যে কোনও ক্যাজুয়াল পশ্চিমি পোশাক ভাল মানাবে। এ ছাড়া সিক্যুইন বা শিফনও পরতে পারেন। সুন্দর দুল ও হার ভাল লাগবে। বেশি গয়না না পরাই ভাল।
|
খোঁপা
ফর্মাল অনুষ্ঠানে সান্ধ্য পোশাকের
সঙ্গে মানানসই। শাড়ির সঙ্গে
খুব সুন্দর দেখাবে। যে কোনও
বয়সেই খোঁপা মানিয়ে যায়। |
|
|
চুলটিকে বড় বড় কার্লার-এ সেট করে নিতে হবে। সামনের দিক থেকে ভাগ করে দু’পাশে একটু ওয়েভ আনতে হবে, আগের দিনে মা-মাসি’রা যেমন করতেন। এ বার ঘাড়ের দিকে পিন আপ করতে হবে। বাকি অংশটি ঢিলে হাত খোঁপা বেঁধে নিতে হবে। আলগা চুল যদি কিছু বেরিয়ে আসে তবে সেটিকে রিং পাকিয়ে খোঁপায় পিন দিয়ে আটকে নিতে হবে, পিনটি যেন দেখতে না পাওয়া যায়, এর সঙ্গে ট্র্যাডিশনাল বা হাল ফ্যাশনের যে কোনও শাড়িই ভাল লাগবে।
|
এলো বেণী
পরিচ্ছন্ন দেখাবে না ঠিকই, তবু আলগা চটক
লেগে থাকবে চেহারায়। ক্যাজুয়াল বা ফর্মাল, দুই রকমের
পোশাকের সঙ্গেই চলতে পারে। অনেকেই স্ট্রেট চুল
লেয়ারস-এ কাটেন। তার পর কী হেয়ারস্টাইল করবেন,
তাই নিয়ে বিস্তর ভাবনায় পড়েন। এঁরা কিন্তু এমন
এলো বেণী করতেই পারেন। যদিও চুল অল্প-স্বল্প
বেরিয়ে থাকবে, তবু দিব্যি স্টাইলিশ দেখাবে। |
|
|
যার যে ধরনের চুল সেটিকে পরিবর্তন করার দরকার নেই। সামনের থেকে আলাদা আলাদা করে কিছুটা ফুলিয়ে আঙুল দিয়ে একটা টেক্সচার তৈরি করে নিতে হবে। এ বার সেখান থেকে ঠিক মত মেপে পিন করে নিতে হবে, বাকি চুলটাকে একটু ঢিলে বিনুনি করুন। বেণী করার সময় আমরা যে পরিচ্ছন্নতার দিকে নজর দিই, সেই নজরটি না দিলেই ভাল, চুলটি যদি কোঁকড়ানো থাকে তবে কিন্তু ও রকম ভাবেই বেণীটি বাঁধলে ভাল লাগবে, এটি সালোয়ার কামিজ, ইন্দো-ওয়েস্টার্ন-এর সঙ্গে ভাল মানাবে। বেণীটিকে সামনের দিকে রাখবেন। লম্বা ঝোলা দুল পরবেন।
|
খোলা চুল
|
সব থেকে সুন্দর খোলা চুল। দৈর্ঘটা কোনও ব্যাপার নয়, ভাল ভাবে সামলাতে পারলেই হল। স্ট্রেটনিং বা ব্লো ড্রাই করে রাখলে ভাল। যে কোনও পোশাকের সঙ্গেই ভাল মানাবে। খোলা চুল এবং নো মেক-আপ লুকের কম্বিনেশনই সম্ভবত সেরা।
|
মডেল: উপাসনা |
|