পুজোয় আনুন নতুন ‘স্পা’র্ক
থ্রেডিং, ওয়াক্সিং, ন’মাসে-ছ’মাসে এক-আধটা ফেশিয়াল, মধ্যবিত্তের সারা বছরের পার্লারচর্চা। এর বেশি যেন ভাবাই যায় না। তাই বলে পুজোর মাসেও এ রকম নমো-নমো করে সাজ সারলে চলে? সে ক্ষেত্রে বিশেষ কিছু করতে হয়। কী ভাবছেন? চোখ বুজে নিন স্পা-ট্রিটমেন্ট।

কেন স্পা
স্পা এক রকমের হাইড্রোথেরাপি। বিভিন্ন ধরনের সামুদ্রিক উপাদান, এসেনশিয়াল অয়েল, জড়িবুটি স্পা-তে ব্যবহার করা হয়। সালোঁ’র একটি বিশেষ পরিবেশে, অভিজ্ঞ থেরাপিস্টরা দুই-আড়াই ঘণ্টা স্পা-ট্রিটমেন্ট করেন। এতে সারা সপ্তাহের ক্লান্তি ঝরে গিয়ে শরীর ঝরঝরে লাগে। কী ধরনের উপাদান দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে তার ওপর নির্ভর করে স্পা বিভিন্ন রকমের হয়। কোনওটা মিনারেল স্পা, কোনওটা অ্যারোমেটিক স্পা, আবার কিছু হার্বাল স্পা।

হেয়ার স্পা
স্মুথনিং হেয়ার স্পা- চুলকে স্মুথ করবে।
ভলিউমনাইজিং হেয়ার স্পা- খুব পাতলা চুল হলে এই ধরনের হেয়ার স্পা করান, চুল ফোলা ফোলা দেখাবে।
ডি-হাইড্রেটেড হেয়ার স্পা- চুল পাতলা হয়ে গিয়েছে, সঙ্গে খুব রুক্ষ-ও হয়ে পড়ছে। তখন এই ধরনের হেয়ার স্পা করালে ভাল ফল মিলবে।
কালার হেয়ার স্পা- যাঁরা চুলে কালার করতে চান অথচ খুব তাড়াতাড়ি রং চলে যায় বলে দুঃখ করেন, তাঁদের জন্য এই স্পা।
খরচ পড়বে, মেয়েদের ক্ষেত্রে ৭০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত। ছেলেদের ক্ষেত্রে সেটি দাঁড়াবে ৫০০ টাকা মতো।

হ্যান্ড ও ফুট স্পা
রোদে পুড়ে হাত, পা কালো হয়ে গেলে, হাতে পিগমেন্টেশন হলে বা পায়ে জুতো থেকে কালো দাগ হলে, করিয়ে নিন হ্যান্ড ও ফুট স্পা। সোমি গুপ্তা জানালেন, ‘ছেলেদের নখ খুব শক্ত হয়। সহজে কাটা যায় না। ফুট স্পা-তে এমন কিছু সলিউশন ব্যবহার করা হয় যা নখ নরম করে দেয়।’ করাতে পারেন ‘ক্রিস্টাল ফুট স্পা’। এটির ফলে ত্বক নরম ও আর্দ্র হয়, ক্লান্তি কাটে। ডিলাক্স পেডিকিয়োর-এ পা গরম তুলো দিয়ে ঢেকে একটা সলিউশনে ডুবিয়ে রাখা হয়। সেটি ত্বকে ঢুকে গেলে মাসাজ করা হয়। এর ফলে হাঁটু থেকে পুরো পা নরম ও মসৃণ হয়। তা ছাড়া পাবেন ‘পেব্ল ফুট-স্পা’। এতে বিশেষ ধরনের মার্বেলের ওপর দিয়ে হাঁটিয়ে পায়ে প্রেশার ফেলা হয়। তাতে পায়ের ব্যথা কমে। এগুলির খরচ মোটামুটি ৮০০ টাকা। হাতে রিঙ্কল পড়লেও মোটে ঘাবড়াবেন না। এটি দূর করতে হলে, সোজা করিয়ে নিন অ্যান্টি-রিঙ্কল হ্যান্ড স্পা।

বিশেষ কিছু বডি স্পা
ডিপ টিস্যু মাসাজ - পেশি থেকে ল্যাকটিক অ্যাসিড না বেরলে ত্বকে বয়সের ছাপ পড়ে। ডিপ টিস্যু মাসাজ করে এই ল্যাকটিক অ্যাসিডকে অনেকখানি বের করে দেওয়া হয়। এই মাসাজ-এর ফলে টিস্যু শক্ত হয়। স্থিতিস্থাপকতা কমে ও ত্বকে ঔজ্বল্য আসে।
হট অ্যান্ড কোল্ড স্টোন থেরাপি - পুজোতে শর্টস পরতে চাইছেন অথচ পায়ে সেলুলাইট জমে বিশ্রী হাল। টক্সিন জমে এ রকম হয়। এ ক্ষেত্রে ‘হট অ্যান্ড কোল্ড থেরাপি’ করিয়ে শরীর থেকে টক্সিন বের করে দিন। গরম ও ঠান্ডা পাথরের সাহায্যে পেশিতে প্রেশার দেওয়া হয়। ফলে টক্সিনগুলো বেরিয়ে যায়।
অন্নলেপনা- পুজোতে হল্টার নেক ব্লাউজ পরবেন, অথচ পিঠটা ঠিক মসৃণ নয়। কোমরটাও যথেষ্ট আকর্ষণীয় নয়। তাঁদের জন্য এই থেরাপি খুব ভাল। এতে বিভিন্ন রকমের চাল দুধের মধ্যে ডুবিয়ে ছোট ছোট পুঁটলি তৈরি করা হয়। সেটা দিয়ে শরীরে মাসাজ করা হয়। এই থেরাপি শুধু ত্বককে মসৃণই করে না, একই সঙ্গে নারিশমেন্ট-ও জোগায়।
এলাকাইজি- অল্প গরম তেল ও নানা রকম ভেষজ দিয়ে শরীর মাসাজ করা হয়। সর্দি-কাশির ধাত থাকলে এই আয়ুর্বেদিক থেরাপি খুব ভাল কাজ দেয়।
সি-অ্যালগি- পুরো শরীরে রিঙ্কল পড়লে এই ট্রিটমেন্ট কাজে লাগে। এক রকমের সামুদ্রিক শ্যাওলা দিয়ে এই ট্রিটমেন্ট করা হয়।
ডি-টক্স ফেশিয়াল- বিশেষ ধরনের স্ক্রাবার-এর সাহায্যে স্ক্রাবিং ও বিভিন্ন রকমের আয়ুর্বেদিক উপাদান দিয়ে স্টিম দিয়ে টক্সিন বের করে দেওয়া হয়। এই ফেশিয়াল মুখের ঔজ্জ্বল্য বাড়ায়।

ছবি সৌজন্য: সোমি’স স্পা, নিউ আলিপুর



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.