...গন্ধ এসেছে: থিম-চিত্র
শঙ্খে শঙ্খে মঙ্গল...
শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। শহর ছাড়িয়ে শহরতলির পুজো-উদ্যোক্তারাও নেমে পড়েছেন মণ্ডপে থিমের চমক দেওয়ার প্রস্তুতিতে। মূল্যবৃদ্ধির কারণে বেশ কিছু পুজোকে সরে আসতে হয়েছে থিমের আয়োজন থেকে। তবু যাঁরা আছেন, তাঁরাই বা কম কীসে?
রায়পুর ব্যবসায়ী সমিতির এ বার ১১৮ বছরের পুজো। নানা মাপের ঝিনুক ও শঙ্খ দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। থিম ‘শঙ্খ, শামুক, ঝিনুকআনন্দ বয়ে আনুক’। সম্পাদক প্রসেনজিৎ করাতি বলেন, “মণ্ডপে একটা পৌরাণিক কাহিনির ছবি আঁকা হবে শামুক, গেঁড়ি, ঝিনুক ও শঙ্খ দিয়ে।” ডোঙ্গারিয়া মোড় ব্যবসায়ী সমিতির পুজোয় এ বার ‘সংস্কৃতি এক্সপ্রেস’। বিশালাক্ষীতলা পুজো কমিটি আর ডোঙ্গারিয়া স্কুল পুজো কমিটি তাদের থিম সবিস্তার বলতে নারাজ। থিম জানাতে চায় না হাঁসপুকুরের ‘আমরা সবাই’ ক্লাবও।
ফুলতলা মোড়ের পুজোয় চিরাচরিত নবদুর্গা। বুড়ুল বকুলতলায় দুর্গার একশোটি রূপের মূর্তি থাকবে বলে জানা যাচ্ছে। একটু এগিয়ে চকমানিক সর্বজনীন পুজো কমিটির মণ্ডপে মণিপুরের লোকশিল্পের আদলে বাঁশের কাজ। চকমানিক জোড়া পোলের জাতীয় সঙ্ঘের ৪৭ বছরের পুজোয় মণ্ডপ সাজবে রাজস্থানী লোকশিল্পের কাজে। মূর্তিতেও থাকছে রাজস্থানী লোকশিল্পের রূপ।
চকশুকদেব বিবেকানন্দ ক্লাবের পুজোয় অজিণ্ঠা-ইলোরা গুহা। বুদ্ধের নানা মূর্তি দিয়ে বাইরেটা সাজানো হচ্ছে, ভিতরে পাহাড় কেটে মূর্তির আদল। প্যারিস ক্লাবে শোলার কাজের বৈচিত্র। বাখরাহাটের সঙ্কেত ক্লাবের মণ্ডপে বিশ্ব উষ্ণায়ন ও তা থেকে বাঁচতে সবুজায়নই থিম। নান্দাভাঙা নওয়াবাদ আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপেও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে প্রচার। তবে এই অঞ্চলে ছড়িয়েছিটিয়ে থাকা ১৫০টির মতো পুজোয় থাকছে চিরাচরিত গ্রামীণ লোকাচার। যেন শহুরে হাওয়ায় একটু অন্য ছোঁয়া।

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.