রানওয়েতেই বিমান অচল, বিপত্তি বৃষ্টিতেও |
নামার মুখে চাকা ফেটে যাওয়া নয়। নামতে গিয়ে চাকা পিছলে যাওয়াও নয়। এ বার বিপত্তি অন্য রকম। রানওয়েতে নামার পরে যন্ত্র-বিভ্রাটে সেখানেই দাঁড়িয়ে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার বেলা ১২টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে। রানওয়ে খালি করার জন্য বিমানবন্দর-কর্তৃপক্ষের অফিসারেরা গিয়ে বিমানটিকে টেনে পার্কিং বে-তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানেই যাত্রীরা বিমান থেকে নামেন। অন্য দিকে, এ দিন দুপুরেই বৃষ্টির জন্য প্রায় ১৩ মিনিট বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, গুয়াহাটি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি ১০৫ জন যাত্রী নিয়ে কলকাতায় আসছিল। এ দিনই বেলা সওয়া ১১টা থেকে বন্ধ রাখা হয়েছিল প্রধান রানওয়ে। সেখানে মেরামতির কাজ চলছিল। বিমান ওঠানামা করছিল দ্বিতীয় রানওয়ে থেকে। এয়ার ইন্ডিয়ার বিমান কলকাতায় নামার পরেই যান্ত্রিক ত্রুটির জন্য আটকে যায় দ্বিতীয় রানওয়ের উপরেই। কার্যত দু’টি রানওয়েই তখন বন্ধ হয়ে যায়। আট মিনিট পরে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হয়। ইতিমধ্যে যদি কোনও বিমান কলকাতার আকাশে এসে যেত, সেটি নামতে পারত না। অচল বিমানটিকে দ্রুত সরাতে না-পারলে অন্য বিমানের ওড়াও যেত আটকে।
কলকাতা বিমানবন্দরে এ দিন এখানেই শেষ হয়নি বিপত্তি। বেলা আড়াইটে নাগাদ বৃষ্টির ফলে বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যায়। দৃশ্যমানতা কম থাকলেও প্রধান রানওয়েতে বিমান নামার জন্য ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) রয়েছে। কিন্তু প্রধান রানওয়েতে তখন মেরামতি চলছিল। দ্বিতীয় রানওয়েতে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম সুবিধা না-থাকায় সেই সময় ওই রানওয়ে কার্যত বন্ধ করে দিতে হয়। ফলে দু’টি বিমান সেই সময় কলকাতার আকাশে এসেও নামতে পারেনি। বেলা ২টো ৪২ মিনিটের পরে বিমান চলাচল ফের স্বাভাবিক হয়। তার পরে চালু হয়ে যায় প্রধান রানওয়েও।
|