বাংলার শেষ রঞ্জি জয়ী দলের ছবি ক্লাব হাউস থেকে খুলে ফেলা নিয়ে হঠাৎই সিএবি-তে তৈরি হল তীব্র বিতর্ক। বুধবারের ওয়ার্কিং কমিটি বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন যুগ্ম সচিব সমর পাল। তাঁর অভিযোগ, বিশ্বকাপের সময় স্টেডিয়াম সংস্কারের জন্য যে সব ছবি খোলা হয়েছিল তার সবই ঠিকঠাক লাগানো হলেও অদ্ভুত ভাবে ’৮৯-’৯০-এর রঞ্জি জয়ী বাংলা দলের গ্রুপ ফটো আর ক্লাব হাউসে লাগানো হয়নি। “কী করে ওই ঐতিহাসিক ছবিটা বাদ গেল? অথচ বাকি সব ছবিই লাগানো হয়েছে! এটা বাংলার ক্রিকেটকে অসম্মান করা,” বললেন সমরবাবু। জবাবে বর্তমান যুগ্ম সচিব বিশ্বরূপ দে বলছেন, “বাংলার রঞ্জি জয়ী দলকে অসম্মান করার কোনও ইচ্ছে আমাদের নেই। এই তো ৪ সেপ্টেম্বর কল্যাণীর অ্যাকাডেমির উদ্বোধনে ওই টিমের সবাইকেই ডাকা হয়েছে। ছবিটাও কয়েক দিনের মধ্যে লাগানো হবে। অহেতুক বিতর্কের কোনও কারণে নেই।” এ দিকে নতুন মরসুমের প্রথম ওয়ার্কিং কমিটিতে সে ভাবে কোনও চমক দেখা গেল না সিএবি-তে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছিল যেহেতু তিনি এ বার ওয়ার্কিং কমিটিতে আছেন বড়িশা স্পোর্টিং থেকে। কিন্তু সৌরভ আসেননি। তবে না এলেও সৌরভকেই ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রেখে দেওয়ার সিদ্ধান্ত হল। সৌরভের কমিটির সদস্যরাও সবাই থেকে গেলেন। অরুণ লাল, অশোক মলহোত্র, প্রণব রায়। ক্রিকেট কমিটিতে এলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সত্রাজিৎ লাহিড়ী ও প্রাক্তন আম্পায়ার সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণীতে ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করতে আসছেন সন্দীপ পাটিল। কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার জেরে ডাভ হোয়াটমোরকে নিয়ে নানা প্রশ্ন উঠলেও আপাতত তাঁকে জুনিয়র ক্রিকেটের দায়িত্ব থেকে সরানো হচ্ছে না। অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান থেকে গেলেন চিত্রক মিত্র। ফিনান্স কমিটির চেয়ারম্যান হলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। প্রাক্তন সচিব গৌতম দাশগুপ্তকে ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসা হল কো-অপ্ট্ সদস্য হিসেবে।
|
চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে গৌতম গম্ভীর খেলতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা কার্যত মিটে গেল। ওভাল টেস্টে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে মাথায় চোট পান গম্ভীর। প্রাথমিক স্ক্যানের পর বুধবার এমআরআই স্ক্যান করালেন তিনি। ভারতীয় টিম ম্যানেজার শিবলাল যাদব জানান, রিপোর্ট ঠিকই আছে। মনে হচ্ছে, এক দিনের সিরিজের আগে ফিট হয়ে যাবেন গম্ভীর। এ দিন ভারতের প্র্যাক্টিসে অবশ্য ছিলেন না তিনি। এ দিকে, এক দিনের সিরিজও ইংল্যান্ড জিতবে বলে ভবিষ্যদ্বাণী ইয়ান বোথামের। “ওয়ান ডে সিরিজেও ভারতকে হারাবে ইংল্যান্ড। জানি, এক দিনের ক্রিকেটে ধোনিরা বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু মনে রাখবেন, টেস্টে এক নম্বর দল হিসেবে ইংল্যান্ড সফরে এসেছিল ভারত। তার পর কী হল সেটা তো দেখাই যাচ্ছে,” নিজের কলামে লিখেছেন বোথাম। এক দিনের সিরিজের আগের টি-টোয়েন্টি ম্যাচ নিয়েও মন্তব্য করেছেন প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার। লিখেছেন, “ইংল্যান্ড এখন টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। ঘরের মাঠে বরাবর সফল। অস্ট্রেলিয়ায় একটা সিরিজ আর বিশ্বকাপের কথা বাদ দিলে শেষ দু’বছর ইংল্যান্ডের ওয়ান ডে ফর্ম ভাল।”
|
ওডাফা-ব্যারেটো-হাদসন-স্টোরি সহ মোহনবাগানের ২৫ ফুটবলার গণ সই করার দিনে ক্রিকেটেও নতুন চমক। চার বছর টানা খেলার পর কালীঘাট ছাড়ার সিদ্ধান্ত নিলেন লক্ষ্মীরতন শুক্ল। রাতারাতি অভাবনীয় কিছু না ঘটলে আসন্ন মরসুমে মোহনবাগানের হয়ে তাঁর খেলার সিদ্ধান্ত পাকা। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে কালীঘাট ছেড়ে মোহনবাগান যাচ্ছেন বাংলার অফস্পিনার সৌরাশিস লাহিড়ীও। কালীঘাট বনাম মোহনবাগান এ বার হয়ে দাঁড়াচ্ছে মনোজ বনাম লক্ষ্মী। কালীঘাটে থাকাকালীন দু’বার নেতৃত্ব দিয়েছেন লক্ষ্মী। সেই দু’বছরে স্বপ্নের দৌড় চলেছিল ক্লাবের। দু’বছরে জিতেছিল ন’টা ট্রফি। আচমকা কী এমন হল যে, তিনি কালীঘাটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন? জিজ্ঞেস করলে লক্ষ্মী কোনও মন্তব্য করতে চাননি। শুধু বললেন, “এখনই এ নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তবে কালীঘাটে তো চার বছর খেললাম। এ বার মোহনবাগানে খেলে দেখি।”
|
ফিফার টাটকা র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ফুটবল দেশ এখন নেদারল্যান্ডস। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন নয়। জাভি-ইনিয়েস্তারা সম্প্রতি ইতালির কাছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ হারায় ২৫ র্যাঙ্কিং পয়েন্ট খুইয়ে ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। ব্রাজিল আরও নেমে ৬ নম্বরে। কলকাতায় আগামী মাসে খেলতে আসা আর্জেন্তিনা ৯ নম্বরে। এই দু’দেশকেই টপকে কোপা চ্যাম্পিয়ন উরুগুয়ে ৫ নম্বরে উঠে এসেছে। তিন আর চারে জার্মানি এবং ইংল্যান্ড। এ দিকে, ভারত আরও পাঁচ ধাপ পিছিয়ে ১৫৮ নম্বরে নেমে গেছে। সাম্প্রতিককালে সুব্রত-নবিদের এটাই সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। বাংলাদেশ (১৩৯), নেপাল-ও (১৩৬) এখন ভারতের আগে।
|
যোগ স্বাস্থ্য মন্দিরের ২৫ তম জাতীয় যোগাসন, বডি বিল্ডিং ও মেয়েদের ফিটনেস চ্যাম্পিয়নশিপ ২৬-২৭ অগস্ট যুবভারতীতে। দেওয়া হবে বেঙ্গল কাপ। |