টুকরো খবর
|
ছাত্র সংঘর্ষ পিংলা কলেজে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্র সংঘর্ষ বাধল পিংলা কলেজে। প্রতিপক্ষ তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও। দু’পক্ষেরই বেশ কয়েক জন জখম হন। এঁদের মধ্যে ডিএসও’র পিংলা কলেজ ইউনিট সম্পাদক সনজিৎ বেরা’র আঘাত গুরুতর। প্রথমে তাঁকে পিংলা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সনজিৎ এখন মেদিনীপুরেই চিকিৎসাধীন। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দুই সংগঠন। পুলিশ জানিয়েছে, কলেজের আশপাশে পুলিশি নজরদারি বাড়ানো হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। ডিএসও’র অভিযোগ, রাজ্যে পালাবদলের পর এসএফআইয়ের একাংশ কর্মী রাতারাতি জার্সি বদল করে তৃণমূল ছাত্র পরিষদের নাম লিখিয়েছে। তাঁরাই এখন দলীয় কর্মী- সমর্থকদের উপর হামলা করছে। বুধবার কলেজে ক্লাস করতে এসেছিলের দ্বিতীয় বর্ষের ছাত্র সনজিৎ। আচমকাই তাঁর উপর তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা হামলা করে। সংগঠনের জেলা সম্পাদক ভীম মন্ডল বলেন,“ তৃণমূল ছাত্র পরিষদের ছাতার তলায় থাকা একদল গুন্ডা বাহিনীই দলীয় কর্মীদের উপর হামলা করে। তবে এসএফআইকে প্রতিরোধ করার মতো পরিবর্তনকামী ছাত্র সমাজই শিক্ষার অধিকার রক্ষার্থে এই আক্রমনকারীদের প্রতিরোধ করবে।” হামলা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের বক্তব্য, আগে দলীয় কর্মীরাই আক্রান্ত হন। সংগঠনের জেলা সভাপতি লোকেশ কর বলেন,“ অতর্কিতে দলীয় কর্মীদের উপর আক্রমন করা হয়েছে। বুধবারের ঘটনা দু:খজনক।” পাশাপাশি তাঁর মন্তব্য,“ ঘটনায় দলের কেউ জড়িত রয়েছে প্রমাণ হলে তাঁর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
শিক্ষককে ঘুষি আরপিএফের, রেল অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্টেশনে সিগারেট খাওয়ায় প্রধান শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্রছাত্রী রেল অবরোধ করল। সামিল হল জনতাও। বুধবার ঘটনাটি ঘটেছে বালিচক স্টেশন। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে পুরুলিয়া এক্সপ্রেস। পরে দু’পক্ষের মধ্যে আলোচনায় সমস্যা মেটে। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বুধবার স্কুল ছুটির পর বালিচক ভজহরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বর্মন ট্রেন ধরতে জন্য স্টেশনে যাচ্ছিলেন। স্টেশনে ঢোকার আগেই সিগারেট ধরান তিনি। সিগারেট শেষ হওয়ার আগেই ঢুকে পড়েন স্টেশনে। তখনই আরপিএফের এক কর্মী বাসুদেববাবুকে আটকান। শুরু হয় বচসা। আচমকাই আরপিএফ কর্মী বাসুদেববাবুকে ঘুষি মারে বলে অভিযোগ। ওই প্রধান শিক্ষকের কথায়, “স্টেশনে ঢোকার আগেই সিগারেট শেষ হয়ে গিয়েছিল। তা ফেলে দিয়েই স্টেশনে ঢুকি। তবু আরপিএফ আমায় ধরে। আমি যেখানে সিগারেট ফেলেছিলাম, তা যদি আইন বিরুদ্ধ হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু আরপিএফ তা না করে আমাকে ঘুষি মারে।” এরপরই উত্তেজিত জনতা, নিত্যযাত্রী ও পড়ুয়ারা রেল অবরোধ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালিচকের স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী। দু’পক্ষের মধ্যে আলোচনা চলে। অবশেষে আরপিএফের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দশরথবাবু বলেন, “একটা সমস্যা হয়েছিল। আলোচনার মাধ্যমে তা মিটে গিয়েছে।” রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর থেকে চলন্ত ট্রেনের নিরাপত্তা দিতে কয়েকজন আরপিএফ কর্মী এসেছিলেন। তাঁদের সঙ্গেই এই ঝামেলা হয়।
|
জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
জাল নোট-সহ এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে চন্দ্রকোনার মল্লেশ্বরপুর থেকে ধরা ইসলাম আলি খানকে। তাঁর বাড়ি গড়বেতারর বলরামপুরে। পুলিশ জানিয়েছে, ইসলাম জাল নোট চক্রের পান্ডা। ইদানীং চন্দ্রকোনা-গড়বেতায় ওই চক্রটি বেশ সক্রিয় হয়ে উঠেছিল। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনের মোবাইল নম্বর জোগাড় করে। সেই সূত্র ধরেই এ দিন মল্লেশ্বরপুর থেকে ইসলামকে মোট ৩ হাজার টাকার জাল নোট-সহ গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ।
|
শেষ হল ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলের আন্তঃবিভাগীয় ফুটবল লিগ শেষ হল মঙ্গলবার। খড়্গপুরের সেরসা স্টেডিয়ামে ফাইনালে রেলওয়ে খড়্গপুর ট্রাফিক বিভাগ ২-০ গোলে হারায় রেলওয়ে খড়্গপুর ইলেকট্রিক বিভাগকে। ম্যান অফ দ্য ম্যাচ ট্রাফিকের বিপিন সিংহ। সফলদের পুরস্কার দেন ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। সংবর্ধনা দেওয়া হয় এক প্রাক্তন অ্যাথলিট, এক প্রাক্তন বিলিয়ার্ড খেলোয়াড় ও ৫ প্রাক্তন ফুটবলারকে। লিগ শুরু হয়েছিল গত বুধবার।
|
দুর্ঘটনায় মৃত বালিকা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। মৃতার নাম পুতুল সিংহ (১৪)। বুধবার সকালে বেলদার হোসেনপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, সকালে রাস্তা পারাপারের সময় একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাবার সঙ্গে গরু চরাতে বেরিয়েই হোসেনপুরে রাস্তার উপর চলে এসেছিল পুতুল।
|
অণ্ণার সমর্থনে মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেলশহরের পর এ বার অণ্ণা হজারের সমর্থনে মিছিল হল সদর শহর মেদিনীপুরে। বুধবার বিকেলে বিদ্যাসাগর হল সংলগ্ন মাঠ থেকে মিছিল শুরু হয়। পা মেলান মেদিনীপুরের প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ, নির্দল কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক প্রমুখ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম তপন মিশ্র (৪৮)। বুধবার সকালে খাকুড়দায় দুর্ঘটনাটি ঘটে। একটি দোকানে বিদ্যুৎবাহী তারের কাজ করছিলেন তপন। তখনই তিনি তড়িদাহত হন। |
|