টুকরো খবর

পানঝোরায় উদ্ধার হাতির দেহ
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক।
শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে একটি পুরুষ হাতির। বুধবার সকালে ডুয়ার্সের চাপড়ামারির জঙ্গল লাগোয়া পানঝোরা বনবস্তিতে বছর দশেকের ওই হাতিটির দেহ উদ্ধার হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে ওই এলাকায় প্রচুর বুনো হাতি জমা হয়। ভয়ে বাসিন্দারা কেউই আর সেই সময়ে বাড়ির বাইরে বার হননি। পরে এ দিন সকালে হাতির দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে এলাকায় ছুটে যান বনকর্মী ও কর্তারা। ময়না তদন্তে হাতির পেটে গভীর ক্ষতের চিহ্ন মেলে। তাতেই সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেন চিকিৎসকেরা। জলপাইগুড়ি বন বিভাগের এডিএফও বিমান বিশ্বাস বলেন, “কী ভাবে হাতিটির পেটে ক্ষত তৈরি হল সেটা স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে খতিয়ে দেখা হবে।” এদিন সকালে হাতিটির দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা অনেকেই ফুল ছড়িয়ে দেন।

জখম তিন বনকর্মী
দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষে জখম হলেন ৩ বনকর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের টিয়ামারি জঙ্গলে। বনকর্মীর গুলিতে ওই ঘটনায় এক দুষ্কৃতীও জখম হয়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বনকর্মীদের অভিযোগ, ১৫ জনের একটি দল ওই জঙ্গলে ঢোকে। বনকর্মীরা বাধা দিলে দু’পক্ষে সংঘর্ষ হয়। নর্থ রায়ডাক রেঞ্জের আধিকারিক সুজিত পাল জানান, ঘটনাস্থল থেকে ২৫ হাজার টাকার কাঠ আটক করা হয়েছে।

ক্যানিংয়ে মাতলা নদীর চরে প্লাস্টিক-দূষণ। ছবি: সামসুল হুদা।

গলায় গলায়: মেদিনীপুরে কিংশুক আইচের তোলা ছবি।

জল দূষণ নিয়ে অভিযোগ আরামবাগে
কানা মুণ্ডেশ্বরী খালকে দূষণমুক্ত করার দাবি জানালেন আরামবাগের মইগ্রামের মৎস্যজীবীরা। বিষয়টি নিয়ে সম্প্রতি আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগীর কাছে দরবার করেছেন তাঁরা। মৎস্যজীবীদের মধ্যে অভিজিৎ বাগ, অরুণ পাঁজা, মমতা বাগ, বাসুদেব বাগদের অভিযোগ, ওই খালের ৫০ মিটার দূরে একটি রাইস মিল আছে। গত চার-পাঁচ বছর ধরে ওই মিলের দূষিত জল ফেলা হচ্ছে খালে। প্রতিবাদ জানিয়েও কোনও ফল হয়নি বলে জানান তাঁরা। এই পরিস্থিতিতে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মাছ ও অন্য জলজ প্রাণী মারা যাচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। মাছ ধরার জীবিকাও বিপন্ন। খালের জলে নামলে চর্মরোগ হচ্ছে। গবাদি পশু ওই জল খেলে অসুস্থ হয়ে পড়ছে। মইগ্রামের পাশ দিয়ে প্রবাহিত ওই খাল বর্ধমানের দিক থেকে এসে বাতানল পঞ্চায়েতের তেলুয়া-ভালিয়া জলায় শেষ হয়েছে। মইগ্রামের পঞ্চাশটি পরিবার বংশানুক্রমে ওই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মিল কর্তৃপক্ষ তাঁদের কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। মিল কর্তৃপক্ষের বক্তব্য, খালে পড়ার আগে মিলের বর্জ্য জল শোধন করা হয় ব্লিচিং দিয়ে। মৎস্যজীবীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমাশাসক।

বস্তিতে হাতির হানা
খাবারের খোঁজে শ্রমিক বস্তিতে হানা দিয়ে ২০টি গুঁড়িয়ে দিল একদল হাতি। মঙ্গলবার গভীর রাত থেকে টানা সকাল ৭টা পর্যন্ত হাতির দল তান্ডব চালানোয় শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ডুয়ার্সের ফালাকাটা থানার দলগাঁ চা বাগানে ওই ঘটনা ঘটেছে। বনে হাতির পাল ফেরাতে রীতিমত হিমসিম খেতে হয় দলগাঁ রেঞ্জের বনকর্মীদের। শ্রমিকরা জানান, বুধবার গভীর রাতে বাগানের পাশে দলগাঁ জঙ্গল থেকে ২৫টি হাতি বেরিয়ে বড়া লাইনে ঢুকে পড়ে। বস্তিতে হাতি ঢুকে পড়ায় শ্রমিকেরা পালাতে শুরু করেন। কয়েকজন ঢোল বাজিয়ে, মশাল জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে হাতি তাড়াবার চেষ্টা করলে হাতির পাল তাদের দিকে তাড়া করে। রাতভর শ্রমিকদের ঘর গুঁড়িয়ে লবণ ও চাল খেয়ে নেয়। গভীর রাতে বনকর্মীরা পৌঁছানোর পর হাতিগুলিকে বনে ফেরাতে পারেনি। বুধবার সকাল ৭টা নাগাদ বহু চেষ্টার পর জঙ্গলে ফেরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.