জাতীয় সড়ক সংস্কারের ক্ষেত্রে প্রাথমিক ভাবে ইট ব্যবহার করা হয়েছে। এর ফলে ভারী যানবাহন যাতায়াত করার ফলে ইটের টুকরো ছিটকে গিয়ে পথচারী, স্থানীয় দোকানদারদের জখম করছে। এর প্রতিবাদে বুধবার নলহাটি-বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রায় ২ ঘণ্টা অবরোধ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় সড়কের নির্বাহী বাস্তুকার বঙ্কিম সরকার বলেন, “ইট ব্যবহার করা হচ্ছে বলে জানা ছিল না। বিষয়টি জানতে পেরে ইটের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।”
|
ইলামবাজার পঞ্চায়েতে অনাস্থা |
তৃণমূল পরিচালিত ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের ফব উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা গৃহীত হল বুধবার। ইলামবাজারের বিডিও অনিরুদ্ধ নন্দী বলেন, “ইলামবাজার পঞ্চায়েতের উপপ্রধান কালীপদ সিকদারের বিরুদ্ধে বুধবার অনাস্থা গৃহীত হয়েছে। পঞ্চায়েতের নিয়ম মেনে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।” এ মাসের ১৭ তারিখ পঞ্চায়েতের ১৪ জন সদস্য নানা অনিয়মের অভিযোগ তুলে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থার আর্জি জানান। বুধবার ছিল অনাস্থা বিষয়ে সিদ্ধান্তের দিন। ১৯ সদস্যের ওই পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল ৬, ফব ১ এবং সিপিএম ১২টি আসন পেয়েছিল। ৮ জন সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ার পর গত ২৯ জুলাই তৃণমূলের কৃষ্ণকান্ত হাজরা প্রধান নির্বাচিত হন। বর্তমানে ওই পঞ্চায়েতে ১৪ জন তৃণমূল, ৪ জন সিপিএম এবং ১ জন ফব সদস্য রয়েছেন।
|
চাষের মরসুম চলছে। তা ছাড়া, সামনে নানা উৎসব অনুষ্ঠান রয়েছে। তাই পুড়ে যাওয়া ট্রান্সফর্মার দ্রুত বদলে দেওয়া, ২০০৯-১০ সালে সাবমার্সিল পাম্পে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য জমা নেওয়া টাকা ফেরত দেওয়া-সহ ১০ দফা দাবিতে বিদ্যুৎ দফতরে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)। স্মারকলিপি দেওয়ার আগে বুধবার রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির সাঁইথিয়ার আমোদপুর গ্রুপ সাপ্লাইয়ের স্টেশন ম্যানেজারের দফতরে তারা বিক্ষোভ দেখায়। স্টেশন ম্যানেজার সমরেন্দ্রনাথ দত্ত তাঁদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দিয়েছেন।
|
এক তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত সিপিএমের এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সৈয়দ সরিফউদ্দিন। তিনি নানুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ২০০৯ সালে খুন হন তৃণমূল কর্মী স্থানীয় চারকল গ্রামের অশোক দাস। সরিফউদ্দিন-সহ ৯ জন সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে। ইতিমধ্যে ৫ জন ধরা পড়েছে। পুলিশ জানায়, সরিফউদ্দিনকে তাঁর কীর্ণাহারের বাড়ি থেকে বুধবার গ্রেফতার করা হয়। |