বাড়ছে না যাত্রী-ভাড়া
ডিজেলের দাম দফায় দফায় বাড়লেও আপাতত যাত্রীভাড়া বাড়াতে চাইছেন না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) কর্তৃপক্ষ। বুধবার সংস্থার চেয়ারম্যানের দায়িত্বভার বুঝে নেওয়ার পরেই তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ ভাড়া না বাড়ানোর বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে বন্ধ লাভজনক রুটে বাস চালু, বাসের সংখ্যা বাড়ানো ও অকেজো বাস মেরামত করে যাত্রীদের সংস্থার বাসমুখি করার পরিকল্পনা নেওয়া হবে বলে রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন। যাত্রী পরিষেবাই যে এনবিএসটিসি-র মূল লক্ষ্য সে কথা মাথায় রাখার রেখে সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি ও বিয়ে বাড়ির জন্য বাস ভাড়া দেওয়া বন্ধ রাখার কথা ঘোষণা করেন নতুন চেয়ারম্যান। সাময়িক ভাবে সংস্থার প্যাকেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবীন্দ্রনাথবাবু বলেন, “এখনই সংস্থার বাসের যাত্রী ভাড়া বাড়াতে চাইছি না। তা ছাড়া শুধু ভাড়া বাড়িয়ে বাড়তি তেল খরচের সমস্যার সমাধান হবে না। আরও বেশি সংখ্যক বাস রাস্তায় নামিয়ে যাত্রীদের আরও বেশি করে নিগমের বাসমুখি করে আয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেওয়া হবে।” ২০৭টি রুটে সংস্থার ৩৯৭টি বাস চালু রয়েছে। দফায় দফায় তেলের দাম বাড়ায় ওই বাস চালাতে তেলের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা। তিন মাসে আগে ওই খরচের পরিমাণ ছিল ৩ কোটি ৮০ লক্ষ টাকা। এক কিলোমিটার বাস চালাতে খরচ পড়ছে ১৬ টাকা। কর্মীদের বেতন, বিদ্যুৎ টেলিফোন বিল, বাস মেরামত মিলিয়ে মাসে খরচ হয় আরও ৮ কোটি টাকা। অথচ সংস্থার বাস চালিয়ে প্রতি মাসে রোজগার হচ্ছে ৫ কোটি। এই পরিস্থিতিতে সংস্থার একটি মহল যাত্রী ভাড়া বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তাব দেয়। চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনার পর জানিয়ে দেয়, ভাড়া বৃদ্ধি নয়, বিকল্প পরিকল্পনা নিয়ে আয় বাড়াতে হবে। চেয়ারম্যান জানান, ১৯৭৭ সালে সংস্থার ৯৫৮টি বাস ছিল। এখন বাস ৭০৫টি। ৩০০ বেশি বাস অকেজো হয়ে পড়ে রয়েছে। ১১০০ চালকের মধ্যে ৩৫০ জন ‘আনফিট’ হওয়ায় বসে বসে বেতন পাচ্ছেন। বাম জমানায় অতিরিক্ত পদোন্নতির জন্যই এখন কন্ডাক্টর পিছু ১১ জন ইন্সপেক্টর আছেন। সংস্থার ১৩০০ বেশি ঠিকা শ্রমিকের বেশির ভাগই কাজ না করে বেতন নিচ্ছেন। উল্টোডাঙায় সংস্থার বিক্রি হওয়া সম্পত্তি ফেরৎ পেতে আইনজীবীদের পরামর্শ নেওয়া, অসম-বাংলা রুটে বাস চালু, গ্যারেজ ও বাসের মেরামত করার কথা তিনি জানান। কোচবিহার সুনীতি রোডের নিউ বাসস্ট্যান্ড থেকে তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার রুটে ফের বাস চালু, পুরানো স্ট্যান্ড থেকে কলকাতা, শিলিগুড়িগামী বাস চালানো নিয়ে ভাবা হচ্ছে বলে চেয়ারম্যান জানান।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.