টুকরো খবর |
|
মহিষাদল |
প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্কুলের উপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তার টানার পরিকল্পনা চলছে দেখে প্রতিবাদ জানিয়েছিলেন এক অভিভাবক। সেই কারণে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ জানালেন মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামের তপন জানা নামে ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, “অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাইস্কুলের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার টানার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি বিপজ্জনক বলে স্কুলের বেশ কয়েকজন অভিভাবককে নিয়ে আমি বিদ্যুৎ প্রকল্প আধিকারিকের কাছে আবেদন জানাই। এরপর থেকেই আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী আমার মেয়েকে অপহরণেরও ভয় দেখানো হচ্ছে।” নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছেন বলে জানান হলদিয়া বন্দরের ছাঁটাই শ্রমিক তপনবাবু। স্কুলের প্রধানশিক্ষিকা সুস্মিতা চৌধুরী এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক মনোজ মাইতি বলেন, “বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ চাই। স্কুলের এক কোণে খুব সামান্য অংশের উপর দিয়েই বিদ্যুতের তার যাবে।” তৃণমূলের পঞ্চায়েত প্রধান দীপা পণ্ডা বিদ্যুতের তার টানার হয়ে সওয়াল করলেও মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূলের তিলক চক্রবর্তী বলেন, “আপত্তি উঠেছে যখন, ভাবনা-চিন্তা করেই এগোতে হবে।” বিদ্যুৎ দফতরের তরফে বিশ্বরূপ চক্রবর্তীও জানান, বিতর্ক এড়িয়ে বিকল্প উপায়ের কথা ভাবছেন তাঁরা।
|
পূর্বের ১৫টি ব্লকে কাজি নেই, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুর জেলার ১৫টি ব্লকে মুসলিম ম্যারেজ রেজিস্টার বা কাজি নেই। দীর্ঘ দিন ধরে ওই পদগুলি শূন্য পড়ে থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে জেলাবাসীকে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন এই তথ্য জানিয়ে বলেন, “কাজি নিয়োগের জন্য জেলা পর্যায়ের একটি কমিটি রয়েছে। বছরখানেক আগে কাজি নিয়োগের জন্য উদ্যোগীও হয়েছিল ওই কমিটি। কিন্তু আইনগত ঝামেলায় সেই নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে।” অবিলম্বে আইনগত জটিলতা কাটিয়ে শূন্য পদে কাজি নিয়োগের জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান মামুদ হোসেন।
|
ঘাটালে সিপিএম নেতার বাড়িতে হামলা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ফের হামলা হল ঘাটালের প্রাক্তন সিপিএম বিধায়ক রতন পাখিরার বাড়িতে। বুধবার রতনবাবুর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বৃহস্পতিবারও তৃণমূলের লোকজনই বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে বলে অভিযোগ করেছেন সিপিএমের ঘাটাল জোনাল সম্পাদক অশোক সাঁতরা। পাশাপাশি দলের মোহনপুর শাখা সম্পাদক রতন বাগের বাড়িতেও এ দিন ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতি অজিত দে অবশ্য এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কেউ যুক্ত নয় বলে জানিয়েছেন। |
|