|
|
|
|
টাটাদের সংশোধনী গৃহীত, মামলার শুনানি শুরু আজই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকার কোনও বিরোধিতা না করায়, সিঙ্গুরের জমি অধিগ্রহণ মামলায় টাটাদের পেশ করা সংশোধনী আবেদন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গৃহীত হল। যার ফলে আজ, শুক্রবার থেকেই কলকাতা হাইকোর্টে মূল মামলার শুনানি শুরু হয়ে যাচ্ছে। বিচারপতি সৌমিত্র পালের এজলাসে টাটা মোটরসের হয়ে প্রথমে সওয়াল করবেন আইনজীবী সমরাদিত্য পাল।
টাটাদের পক্ষ থেকে তাদের মূল মামলার যে সংশোধনী আবেদন নিয়ে আসা হয়েছিল, এ দিন বিচারপতি সৌমিত্র পালের এজলাসে তার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো সওয়াল শুরু করেন টাটা মোটরসের আইনজীবী সমরাদিত্যবাবু। রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র এই সময় বিচারপতি সৌমিত্র পালকে জানান, তাঁরা এই সংশোধনী আবেদনের কোনও বিরোধিতা করছেন না। বরং এখনই মূল মামলার শুনানি শুরু হোক। রাজ্যের এই আবেদনের আপত্তি জানায় টাটা মোটরস। সমরাদিত্যবাবু আবেদন করেন, তা হলে মূল মামলার সঙ্গে তাদের সংশোধনী আবেদনের বিষয়বস্তুগুলি অর্ন্তভুক্ত করা হোক। এ কাজের জন্য তাঁদের এক দিন সময় লাগবে। সোমবার থেকে মামলার শুনানি শুরুর আবেদন জানান তিনি।
কিন্তু টাটাদের ওই আবেদনের বিরোধিতা করেন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র, সরকারি আইনজীবী (জিপি) অশোক বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনিন্দ্যবাবু গত ২৯ জুনের সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে জানান, দেশের সর্বোচ্চ আদালত যেখানে হাইকোর্টকে এক মাসের মধ্যে সিঙ্গুর মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে, সেখানে টাটা মোটরস সময় চেয়ে অহেতুক সময় নষ্ট করতে চাইছে। টাটাদের পক্ষ থেকে সমরাদিত্যবাবু রাজ্য সরকারের ওই অভিযোগ মানতে চাননি। এক সময় এজলাসের মধ্যে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। বিচারপতি সৌমিত্র পাল দু’পক্ষের বক্তব্য শুনে শুক্রবার থেকেই মূল মামলার শুনানি শুরু করার নির্দেশ দেন। সিঙ্গুরে রাজ্য সরকারের জমি দখলের প্রক্রিয়া শুরু হওয়ার পরপর ২১ জুন রাতে টাটা মোটরস সিঙ্গুর বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করে। তাড়াহুড়োয় তাতে বেশ কিছু তথ্য বাদ পড়ে গিয়েছে বলে টাটা মোটরসের পক্ষ থেকে সংশোধনী আবেদনটি দায়ের করা হয়েছিল। |
|
|
|
|
|