|
|
|
|
পস্কো নিয়ে আপত্তি রাহুলের |
নিজস্ব প্রতিবেদন |
বেদান্ত-নিয়মগিরি প্রকল্পের ক্ষেত্রে যেভাবে তিনি আপত্তি তুলেছিলেন, পস্কো প্রকল্পের ক্ষেত্রেও একই রকম আপত্তি তুলে দিলেন রাহুল গাঁধী। রাহুলের এই প্রকাশ্য আপত্তি ওড়িশার নবীন পট্টনায়ক সরকারের উপর নিঃসন্দেহে প্রবল চাপ তৈরি করে দিল। কারণ রাহুল আপত্তি প্রকাশের কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার বেদান্ত গোষ্ঠীর নিয়মগিরি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেয়। দু’দিনের ওড়িশা সফর সেরে আজ দিল্লি রওনা হওয়ার আগে এই ‘কংগ্রেস সাংসদ’ জানিয়ে দিলেন, উত্তর প্রদেশের ভাট্টা পারসলের ঘটনার সঙ্গে ওড়িশার পস্কো প্রকল্পের বিশেষ ফারাক নেই। দু’টি জায়গাতেই সংশ্লিষ্ট রাজ্য সরকার গরিবদের কাছ থেকে জমি নিয়ে তা ধনীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন।
পস্কো নিয়ে রাহুলের বক্তব্য: গরিব মানুষকে উৎখাত করে পস্কো প্রকল্প রূপায়ণ করা উচিত নয়। অ-কৃষি জমি পাওয়া গেলে চাষের জমি ছেড়ে সেই অ-কৃষি জমিতেই প্রকল্প গড়ে তোলা উচিত। স্বাভাবিক ভাবেই রাহুলের কাছে জানতে চাওয়া হয়, কেন্দ্রীয় বন-পরিবেশ মন্ত্রকই তো এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। সুতরাং এর পরে আপত্তির কারণ কী? কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুলের স্পষ্ট উত্তর, “পস্কো সম্পর্কে আমাদের মনোভাব খুব স্পষ্ট। আমরা গরিবদের উৎখাতের বিরোধী।” তাঁর বক্তব্য, পস্কোর ব্যাপারে কংগ্রেসের কোনও রকম দ্বিচারিতা নেই। কংগ্রেস চায় ক্ষতিগ্রস্ত মানুষদের আগে যথাযথ পুনর্বাসন দিতে হবে। দিতে হবে পর্যাপ্ত ক্ষতিপূরণও।
পস্কো প্রকল্পের দ্বিতীয় দফার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ওড়িশা সরকারকে ৩০টি শর্ত পূরণের নির্দেশ দিয়েছেন। এই শর্ত পূরণ যে ‘রাজনৈতিক’ ভাবেও বাধ্যতামূলক তা রাহুলের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। শর্ত পূরণে সামান্যতম বিচ্যূতিও যে পস্কোর পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে সেই ইঙ্গিতও মিলেছে রাহুল গাঁধীর কথায়। কেন্দ্রীয় সরকারের শর্তসাপেক্ষ ছাড়পত্র সম্পর্কে রাহুল বলেন, “আমরা চাই সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হোক। পস্কো প্রকল্প রূপায়ণ করতে গেলে কেন্দ্রীয় সরকারের দেওয়া ৩০টি শর্ত রাজ্য সরকারকে মানতেই হবে।”
আর শর্ত পূরণ হলে...? রাহুলের বক্তব্য, “আমরা এই প্রকল্পের বা পরিকাঠামো শিল্পের বিরোধী নই। কিন্তু সাধারণ মানুষের স্বার্থ আগে রক্ষা করতে হবে। ওড়িশা সরকার যদি সব শর্ত পূরণ করে তা হলে তো ঠিকই আছে।” অর্থাৎ সব শর্ত পূরণ না করলে পরিস্থিতি ‘ঠিক’ না-ও
থাকতে পারে। |
|
|
|
|
|