|
|
|
|
বৈঠক আজ |
বাণিজ্য মেলায় শরিক রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এ বার দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরও গুরুত্ব পেতে চলেছে পশ্চিমবঙ্গ।
প্রথমে ঠিক হয়, আগামী নভেম্বরে প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘ফোকাস স্টেট’ হিসেবে অংশ নেবে রাজ্য। কিন্তু এ বিষয়ে রাজ্য সরকার সম্মতি জানানোর আগেই, বাণিজ্য মন্ত্রক বিহার ও ওড়িশার সম্মতি পেয়ে যায়। শেষে পশ্চিমবঙ্গকে প্রস্তাব দেওয়া হয়, রাজ্য বাণিজ্য মেলার শরিক বা ‘পার্টনার স্টেট’ হিসেবে অংশ নিতে পারে। তা হলে পশ্চিমবঙ্গ অনেক বেশি গুরুত্ব পাবে। তাতে রাজি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রথম পশ্চিমবঙ্গ এ ভাবে বাণিজ্য মেলায় অংশ নিতে চলেছে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে আগামিকাল মহাকরণে সংশ্লিষ্ট সব দফতরের সচিবদের বৈঠকে ডেকেছেন মুখ্য সচিব সমর ঘোষ। দিল্লিতে নিযুক্ত রাজ্যের আমলাদেরও কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। ‘ফোকাস স্টেট’ হতে গেলে কোনও রাজ্যকে ২০ লক্ষ টাকা খরচ দিতে হয়। ‘পার্টনার স্টেট’ হতে গেলে আরও দশ লক্ষ টাকা বেশি খরচ। কিন্তু মহাকরণ সূত্রের বক্তব্য, এতে পশ্চিমবঙ্গ অনেক বেশি গুরুত্ব পাবে। বিশেষত এ বার মেলার ‘থিম’ হস্তশিল্প এবং মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। মেলার সব বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের সম্পর্কে তথ্য থাকবে। রাজ্যকেও আলাদা করে বিজ্ঞাপনের সুযোগ দেওয়া হবে। অন্যান্য রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে খোলা মঞ্চে হয়, সেখানে পশ্চিমবঙ্গের জন্য মূল প্রেক্ষাগৃহ বরাদ্দ হবে। আলোচনাসভার জন্যও রাজ্যকে দু’দিন সভাগৃহ দেওয়া হবে। খাবার স্টলের জন্য নির্দিষ্ট জায়গাতেও কলকাতা থেকে বাঙালি খাবারের পসরা নিয়ে আসা ব্যবসায়ীরা পছন্দমতো জায়গা বাছতে পারবেন। গোটা রাজ্যকে দেশবিদেশের সামনে তুলে ধরা যাবে বলে মনে করছে রাজ্য সরকার। |
|
|
|
|
|