দ্রুত বাড়ছে ভারতের গাড়ি বাজার। আগামী ১০ বছরের মধ্যে যেখানে প্রায় ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকার লগ্নি টানার আশা করছে কেন্দ্র। জানিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিষয়ক মন্ত্রী প্রফুল্ল পটেল। সম্প্রতি দেশের বিভিন্ন গাড়ি সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে এক বৈঠকের পর পটেল জানান, শুধু বড় অঙ্কের লগ্নিই নয়, হিসেব অনুযায়ী বছরে চার চাকার গাড়ি তৈরির সংখ্যাও ১০ বছরে মধ্যে এক কোটি ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ওই সংখ্যা ২৫ লক্ষ। আর গাড়ি শিল্পের এই বিপুল অগ্রগতির হাত ধরেই ২০২০ নাগাদ দেশে ২ কোটি কর্মসংস্থান সম্ভাবনা তৈরির ইঙ্গিত দিয়েছেন তিনি। ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। তাদের হিসেব অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বৃদ্ধির নিরিখে ভারতের যাত্রিবাহী গাড়ি বাজার ছিল বিশ্বের মধ্যে শীর্ষে। ১৪.৪০ শতাংশ হারে বর্ধিত সংশ্লিষ্ট মার্কিন বাজারেরও উপরে। নাগাড়ে সুদ এবং তেলের দাম বৃদ্ধিতে বিক্রি কমার আশঙ্কায় সন্ত্রস্ত গাড়ি শিল্পের কাছে যা যথার্থই স্বস্তির। পটেল বলেন, “বর্তমানে দেশের গাড়ি শিল্পের মোট ব্যবসার অঙ্ক ৭৫০০ কোটি ডলার। যেখানে রফতানির অঙ্ক ১১০০ কোটি ডলার। দেশের উৎপাদন শিল্পে এর ভাগ প্রায় ২১ শতাংশ।” বস্তুত এই গুরুত্ব বিচার করেই সরকার শুধুমাত্র গাড়ি শিল্পের জন্য জমি অধিগ্রহণ, কর, শ্রমিক অসন্তোষ ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
|
পর্যটনের ক্ষেত্রে উত্তরবঙ্গ ও সিকিমকে ‘ট্যাক্স ফ্রি জোন’ ঘোষণার দাবি করল ফোরাম অফ অ্যাসোসিয়েট ফর স্টেক হোলডার ইন ট্যুরিজম (ফাস্ট)। বৃহস্পতিবার পর্যটনের ব্যবসার সঙ্গে যুক্ত ১৪টি সংগঠনকে নিয়ে ‘ফাস্ট’ গড়া হয়। সংগঠনের পক্ষে রাজ বসু বলেন, “পর্যটনের সঙ্গে যুক্ত সমস্ত সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসতে সংগঠন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের সমস্ত সংগঠনকে ‘ফাস্ট’-এর যুক্ত করার পরিকল্পনা হয়েছে। সংগঠনের তরফে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করা হবে। সমস্ত সংগঠন একসঙ্গে থাকায় সুবিধে হবে। সিকিম ও উত্তরবঙ্গকে ‘ট্যাক্স ফ্রি জোন’ করার দাবি তোলা হয়েছে।” হিমালয়ান ট্রাভেল অ্যাণ্ড ট্যুর অ্যাসোসিয়শনের সভাপতি সম্রাট সান্যাল বলেন, “বন্ধে পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। যে কোনও রকমের বন্ধের বিরোধী আমরা। পর্যটনকে বন্ধের আওতার বাইরে রাখার দাবি করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি।” আজ, শুক্রবার বন্ধের জেরে পর্যটকরা যাতে অসুবিধেয় না পড়েন, সেদিকে লক্ষ রেখে রাস্তায় নামবেন ওই সংগঠনের সদস্যরা।
|
মুম্বই বিস্ফোরণ বৃহস্পতিবার সকালেই শেয়ার বাজারে প্রভাব ফেললেও, দিনের শেষে তা কিছুটা কাটিয়ে ওঠে সেনসেক্স। শুরুতেই মুম্বই বাজারের সূচক প্রায় ১৫০ পয়েন্ট পড়ে। পরে অবশ্য উঠে যায় ২০০-রও বেশি। দিনভর সূচক ৩৫০ পয়েন্টের মতো ওঠাপড়া করলেও থিতু হয় আগের দিনের থেকে ২২ পয়েন্ট উপরে। চিদম্বরমের বিবৃতিও আস্থা ফেরায় বাজারে।
|
সার্বিক মূল্যবৃদ্ধির হার জুনে ছুঁয়েছে ৯.৪৪%। মে মাসে তা ছিল ৯.০৬%। পেট্রোপণ্য ও শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়াই এর কারণ বলে সরকারি সূত্রের খবর। এ দিকে খাদ্যপণ্যের মূল্য সূচকও ২ জুলাই সমাপ্ত সপ্তাহে দাঁড়াল ৮.৩১%। আগের সপ্তাহে ছিল ৭.৬১%। মূল্যবৃদ্ধিতে রাশ টানতে কেন্দ্র ও আরবিআই কাজ করছে বলে আশ্বস্ত করেন প্রণববাবু।
|
জলে নামল গার্ডেনরিচ শিপবিল্ডার্স-এর তৈরি যুদ্ধজাহাজ ‘আইএনএস কোসওয়ারি’। বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ড ডকইয়ার্ডে লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংহ জাহাজটিকে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে জলে ভাসান। এই আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধজাহাজটি উদ্ধার- কার্য, নজরদারি-সহ অন্য ক্ষেত্রেও কাজে লাগবে, দাবি সংস্থার। এর আগেই এটিকে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল।
|
কলকাতায় ইতালীয় সসের সম্ভার আনল ডক্টর ওয়েটকর ফানফুডস। সংস্থার দাবি, এই সব নিরামিষ সস সম্পূর্ণ স্নেহ পদার্থ মুক্ত। |