টুকরো খবর

উল্টোরথে মেতেছে দুই শহর
ভক্তদের ভিড় মেদিনীপুরের জগন্নাথ মন্দিরে। ছবি তুলেছেন কিংশুক আইচ।
উল্টোরথকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ছিল উৎসাহের অন্ত ছিল না। মেদিনীপুর-খড়গপুর, দুই শহরেই মেলা বসে। আশপাশের এলাকা থেকেও বহ মানুষ মেলায় ভিড় জমান। এ দিনও রথ নিয়ে শোভাযাত্রা বেরোয়। মাসির বাড়ি থেকে শুরু হয় রথযাত্রা। তারপর শহর পরিক্রমা করে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছয় রথ। রথের রশি টানতে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেইরথ দেখার জন্য দীর্ঘক্ষণ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থেকেছেন। মেদিনীপুরের কলেজ মোড়ে মেলা বসে। দুপুর থেকেই এখানে ভিড় জমতে শুরু করে। এরপর রাত যত বেড়েছে, ভিড়ও বেড়েছে তত। তবে বিকেলে এক পশলা বৃষ্টির ফলে কিছুটা সমস্যা দেখা দেয়। মেলার মাঠে জল জমে যায়। জল-কাদা পেরিয়েই সবাইকে যাতায়াত করতে হয়। তবে বৃষ্টি থামার পরে মেলায় উৎসাহী জনতার ভিড় বাড়ে। খড়গপুরেও একই রকম উৎসাহ ছিল। রেলশহরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণের মেলায় বহু মানুষ ভিড় করেন। সব মিলিয়ে নির্বিঘ্নেই শেষ হল এ বারের রথযাত্রা উৎসব।

ডিলারদের স্মারকলিপি
বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গ এম আর ডিলার এবং কে ওয়েল ডিলার জাতীয়তাবাদী সংগঠন জেলাশাসককে স্মারকলিপি দিল শুক্রবার। অভিযোগ, ডিলারদের চাপ দেয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলি। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা রেহাই পেয়ে যায়। আর ডিলারদের হেনস্থা করা হয়। ডিলারদের স্বার্থে সরকার যাতে, আন্তরিক পরিকল্পনা নেয়, সেই দাবি জানান সংগঠনের সভাপতি কাঞ্চন খান।

সংস্থার নামবদল
আগে ছিল স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি। ‘পরিবর্তনে’র পর হয়ে গেল গড়বেতা ১ ব্লক স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন! নতুন সংগঠনের উদ্যোগেই শুরু হল ফুটবল প্রতিযোগিতা। ২০টি দলের এই প্রতিযোগিতা শুরু হয়েছে রবিবার। ফাইনাল হবে ২১ অগস্ট। গড়বেতা ১-এর যুগ্ম বিডিও সত্যজিৎ হালদার বলেন, “অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বছরই প্রথম ফুটবল প্রতিযোগিতা শুরু হল।” গড়বেতার তৃণমূল নেতা অসীম ওঝার বক্তব্য, “এতদিন সিপিএম নেতাদের তৈরি একটি সংস্থা খেলা করাত। তাতে দলের প্রচার করত। আমরা তেমন করতে রাজি নই।”

শিক্ষিকা খুন
ধারালো অস্ত্রের কোপে খুন করা হল এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে। নিহতের নাম নাগিনী টুডু (৩৮)। বাড়ি খড়গপুর ২ ব্লকের মাদপুরে। সেখানে অসংখ্য ভুঁইয়া নামে এক জনের সঙ্গে থাকতেন ওই শিক্ষিকা। জানা গিয়েছে, নাগিনীর দেওয়া টাকাতেই মাদপুরে নতুন বাড়ি করেন অসংখ্য। সম্ভবত বাড়ির মালিকানা নিয়ে দু’জনের বচসা বাধে। সোমবার সকালে নাগিনীর চিৎকারে পড়শিরা বাড়িতে এসে দেখেন, নাগিনীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। গলায় ধারালো অস্ত্রের দাগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পর থেকেই অসংখ্য পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

ডেবরায় অস্ত্র উদ্ধার
ফের অবৈধ অস্ত্র উদ্ধার হল। এ বার ডেবরায়। সোমবার সকালে ডেবরার পন্ডৎ গ্রামে মাঠের মধ্যে দু’টি একনলা বন্দুক পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কী ভাবে মাঠের মধ্যে ওই আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

স্কুলে জয়ী জোট
রেলশহরের একটি স্কুল নির্বাচনে জয়ী হল কংগ্রেস-তৃণমূল জোট। রবিবার খড়্গপুরের ভবানীপুরে আজিজিয়া হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। সবকটি আসনেই বাম প্রার্থীদের হারিয়ে জেতেন জোট সমর্থিত প্রার্থীরা।

শিক্ষিকা খুন
ধারালো অস্ত্রের কোপে খুন করা হল এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে। নিহতের নাম নাগিনী টুডু (৩৮)। বাড়ি খড়গপুর ২ ব্লকের মাদপুরে। সেখানে অসংখ্য ভুঁইয়া নামে এক জনের সঙ্গে থাকতেন ওই শিক্ষিকা। জানা গিয়েছে, নাগিনীর দেওয়া টাকাতেই মাদপুরে নতুন বাড়ি করেন অসংখ্য। সম্ভবত বাড়ির মালিকানা নিয়ে দু’জনের বচসা বাধে। সোমবার সকালে চিৎকার শুনে পড়শিরা বাড়িতে এসে দেখেন, নাগিনীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। অসংখ্য পলাতক।

কর্মশালা

খড়্গপুরের তালবাগিচা হাইস্কুলে নৃত্য কর্মশালার করল অভ্রদ্বীপ ড্যান্স গ্রুপ। ৬৫ জন নৃত্যশিল্পী যোগ দেন কর্মশালায়। পরিচালনা করেন দ্বীপ রায়।

Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.