টুকরো খবর

দুর্ঘটনায় স্কুলবাস
ফের দুর্ঘটনার কবলে স্কুলবাস। সোমবার সকালে, ভিআইপি রোডে বাগুইআটির কাছে কলেজ মোড়ে। পুলিশ জানায়, সল্টলেকের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে স্কুলে যাওয়ার সময়ে বাসটি একটি সাইকেল এবং দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। ট্যাক্সিটি ধাক্কা মারে এক মহিলাকে। পরে ছাত্রীদের অন্য বাসে স্কুলে পাঠানো হয়। এক ছাত্রীর কথায়, “হঠাৎ বিকট শব্দ। সঙ্গে প্রচণ্ড ঝাঁকুনি। বাসটা নয়ানজুলির দিকে নামতে থাকে। চিৎকার করে উঠি।” বাসচালক অজয় সিংহ গ্রেফতার হন। তিনি বলেন, “ব্রেক কাজ না করায় এই বিপত্তি।” ওই স্কুলের প্রধান শিক্ষিকা সুমিত্রা সেনগুপ্ত বলেন, “এই বাসগুলি স্কুল নিয়ন্ত্রণ করে না। এমন বাসের ক্ষেত্রে অভিভাবকদের বারবার সতর্ক হতে বলেছি।” বাসমালিক সিরাজ আলি বলেন, “স্কুলবাসের ক্ষেত্রে প্রযোজ্য সব নিয়মই মানা হয়েছে।” তবে পুলিশ জেনেছে, ওই বাসটির ক্ষেত্রে স্কুলবাসের পারমিট ছিল না। পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আবির রায় বলেন, “পারমিট ছাড়া এমন বহু বাস চলছে। এগুলি কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নয়। ফের এমন ঘটলে দায় কে নেবে? পুলিশকে বলছি, এই বাসগুলি অবিলম্বে বন্ধ করা হোক।”

বাড়ি থেকে পালিয়ে
বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন বছর আঠেরোর তরুণী। সোমবার সকালে নদিয়ার আরঙঘাটার গাংনাপুর থেকে ট্রেনে চলে আসেন কলকাতায়। অনাথ আশ্রমের ঠিকানার খোঁজে দুপুরে কলকাতা তথ্যকেন্দ্রে গেলে সন্দেহ হয় অফিসার-কর্মীদের। পুলিশের সাহায্যে ওই তরুণীকে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়। তথ্যকেন্দ্রের তরফে সৌমিত্র মিত্র জানান, প্রথমে অনাথ আশ্রম খোঁজার কোনও কারণ বলতে চাননি ওই তরুণী। পরে জানান, বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন। কলকাতায় আগে আসেননি। হেস্টিংস থানার অফিসারেরা তরুণীর পরিজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন।

দফতরেও বদল
চেয়ারম্যান পরিষদ পুনর্গঠনের পরে দফতর বণ্টনে উল্লেখযোগ্য রদবদল ঘটল বিধাননগর পুরসভায়। জল, আলো, ট্যাক্স, অর্থ, সৌন্দর্যায়ন, বাজার-সহ কিছু গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে যাঁরা ছিলেন, ওই সব বিভাগের দায়িত্ব তাঁদের হাত থেকে সরিয়ে অন্যদের হাতে দেওয়া হল। পুর-ভাইস চেয়ারম্যান সব্যসাচী দত্তের অধীন থাকা জল, আলো, ট্যাক্স, অর্থ এবং সৌন্দর্যায়ন এই দফতরগুলি বিভিন্ন চেয়ারম্যান পারিষদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। জল, ট্যাক্স এবং অর্থ দফতর দেওয়া হয়েছে নতুন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকে। আলোর বিভাগ দেওয়া হয়েছে নতুন চেয়ারম্যান পারিষদ অশেষ মুখোপাধ্যায়কে। সৌন্দর্যায়নের দু’টি বিভাগ পার্ক এবং সবুজায়নের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে দুই চেয়ারম্যান পারিষদ অনুপম দত্ত এবং দেবাশিস জানা। অনুপমবাবুর অধীনে থাকা বাজার দফতরটি রাখা হয়েছে চেয়ারপার্সনের অধীনে। ভাইস চেয়ারম্যানকে দেওয়া হয়েছে ত্রাণ এবং স্বর্ণজয়ন্তী রোজগার যোজনা দফতর।

জলের দাবিতে বাইপাস অবরোধ
এলাকায় পানীয় জলের অভাব। এর প্রতিবাদে সোমবার রাতে ই এম বাইপাসের রাসবিহারী কানেক্টর অবরোধ করেন কসবার ১০৭ এবং ১০৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রাত ১১টা থেকে অবরোধ চলে পৌনে ১২টা পর্যন্ত। বাইপাস ও রাসবিহারী কানেক্টরের মোড় সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল। অবরোধে নিত্যযাত্রীদের সঙ্গে অসুবিধায় পড়েন ওই রাস্তা দিয়ে আসা অ্যাম্বুল্যান্সও। তীব্র যানজট হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অধিকাংশ জায়গাতেই পানীয় জল নেই। পুরসভাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।

পাইপ নিম্নমানেরই
পুরসভার টিউবওয়েলে নিম্নমানের পাইপ ব্যবহারের ঘটনা হাতেনাতে ধরা পড়ল সোমবার। এক ঠিকাদারের সরবরাহ করা ন’হাজার পাইপের ৭৫ শতাংশই নিম্ন মানের বলে বাতিল করা হয় এ দিন। এর প্রেক্ষিতে বিভাগীয় মেয়র পারিষদ তারক সিংহ জানান, বেশ কিছু দিন ধরেই পুরসভার টিউবওয়েলের জলের গুণগত মান নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযোগ উঠছিল। তদন্তে পাইপের গলদ ধরা পড়ে। এ দিন পুরসভার গুদামে পাইপ পরীক্ষা করে ওই নিম্নমানের পাইপগুলি বাতিল করা হয়।

ডাম্পারে পিষ্ট যুবক
ডাম্পারের পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে, ট্যাংরায়। মৃত সুদীপ সরকারের (২৪) বাড়ি হাড়োয়ায়। পুলিশ জানায়, ডাম্পারটির পিছনে দাঁড়িয়েছিলেন কলকাতা পুরসভার ঠিকাকর্মী সুদীপ। সেটি পিছোলে তিনি চাপা পড়েন। তাঁকে এনআরএসে মৃত ঘোষণা করা হয়।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.