|
|
|
|
গাফিলতি থাকলেই ব্যবস্থা, ক্ষুদ্রশিল্পকে আশ্বাস মানসের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইন্ডিয়ান চেম্বারের সাম্প্রতিক বার্ষিক সভায় ‘বদলে যাওয়া’ বিহারের কথা বলতে গিয়ে সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়েছিলেন কী ভাবে লাল ফিতের ফাঁস এড়িয়ে প্রশাসনে গতি আনতে উদ্যোগী হয়েছিলেন তাঁরা। এ বার পালা পশ্চিমবঙ্গের। রাজ্যের ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া সোমবার বণিক-সভার মঞ্চ থেকে শিল্পোদ্যোগীদের বললেন, শিল্প স্থাপনে তাঁর দফতরের গাফিলতি থাকলে সরাসরি তাঁকেই তা জানাতে পারেন। সে ক্ষেত্রে প্রশাসনিক হেনস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাঁরা। এ জন্য মানসবাবু সর্বসমক্ষে জানান, তাঁর দুটি মোবাইল নম্বরও।
রাজ্যে হলদিয়া পেট্রোকেমিক্যালস বা মিৎসুবিশি কেমিক্যালস ছাড়া বলার মতো বৃহৎ শিল্প নেই। বরং প্রায় ২৮ লক্ষ ছোট ও মাঝারি শিল্প সংস্থাই কর্মসংস্থানের মূল উৎস। সে কথা মাথায় রেখেই মানসবাবু বলেন, “ছোট ও মাঝারি শিল্প স্থাপনে কোনও রকম গাফিলতি সহ্য করা হবে না। কোন অফিসার হয়রানি করছেন, তা আমাকে সরাসরি ফোনে বা চিঠিতে জানান। আমরা বিষয়টি দেখব।” নিজেই ভিজিল্যান্স অফিসার হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি।
দফতরের প্রিনসিপ্যাল সেক্রেটারি অনুপ চন্দের নেতৃত্বে রাজ্যে এই শিল্পের সার্বিক অবস্থা খতিয়ে দেখতে একটি কমিটিও গড়া হয়েছে। মানসবাবুর আশা, ১৫-২০ দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। পাশাপাশি জেলা শিল্প কেন্দ্রগুলি সরেজমিনে পরিদর্শনেও যাবেন তিনি। সেখানে বিভাগীয় দফতর ছাড়াও জেলা প্রশাসন ও ব্যাঙ্কগুলিকে নিয়ে বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। |
|
|
|
|
|