মাধ্যমিক পরীক্ষায় ছেলে ভাল ফলাফল করলেও স্বস্তি নেই মা সুরবালা রায়ের মনে। তিনি বুঝতে পারছেন না ভবিষ্যতে ছেলেকে পড়াবেন কেমন করে। ছোট ছেলে অপূর্ব রায় এ বার ৬৬২ নম্বর পেয়ে পাশ করেছে। তাঁর ইচ্ছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। ছেলের স্বপ্ন কেমন করে সফল করবেন সেই চিন্তায় ঘুম উবে গিয়েছে সুরবালাদেবীর।
অপূর্বর বাবা দুলাল রায় কয়েক বছর আগে মারা গিয়েছেন। এর পর থেকে দিনমজুরি খেটে অভাবের সঙ্গে লড়াই করে দুই ছেলে ও এক মেয়ের পেটের ভাত জোটাতে হচ্ছে সুরবালা দেবীকে। তিনিও চান ছেলে উচ্চ শিক্ষিত হয়ে উঠুক। কিন্তু সেটা কেমন করে সম্ভব হবে তা জানেন না। তাঁর কথায়, “ছেলেটা লেখাপড়ায় ভাল। আমি চাই সে উচ্চ শিক্ষিত হয়ে উঠুক। জানি না তা হবে কিনা।” মণ্ডলঘাট হাই স্কুলের ছাত্র অপূর্ব বরাবর মেধাবী। এ বার মাধ্যমিক পরীক্ষার আগে পাড়ার এক যুবক তাকে নিখরচায় বাড়িতে পড়িয়েছে। বাড়ি বলতে মণ্ডলঘাটের ধাইপাড়ায় দরমার বেড়া দেওয়া ভাঙাচোরা টিনের চালা ঘর।
|
বেআইনি মদের ব্যবসা বন্ধে অভিযান চালালেন এলাকার বাসিন্দারা। শনিবার রাতে তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন সরণি লাগোয়া এলাকার বাসিন্দারা ওই অভিযান চালান। বাসিন্দাদের অভিযোগ, এলাকার বেশ কিছু বাড়িকে ঘাঁটি করে পাউচ প্যাকেটে চোলাই মদ বিক্রির রমরমা কারবার শুরু হয়েছে। পুলিশ ও আবাগারি দফতরে বহুবার জানিয়েও কাজ না হওয়ায় বাসিন্দারা একজোট হয়ে অভিযান চালান। এলাকার চারটি বাড়ি থেকে পাউচ প্যাকেট, বোতলে ভরা ৫০ লিটার মদ উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয়।
|
স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে দরজা খুলে ঢুকে আলমারি ভেঙে সোনা ও রূপার আলঙ্কার চুরির অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে মালবাজার শহরের পানোয়ার বস্তি এলাকায়। |