ঠিকাদারদের সমস্যা মেটানোর আশ্বাস
ঠিকাদারদের পেশাগত সমস্যা দূর করার ব্যাপারে আশ্বাস দিলেন রাজ্যের নতুন সরকারের মন্ত্রী, বিধায়করা। শুক্রবার শিলিগুড়ির আশ্রমপাড়ার একটি ভবনে ফেডারেশন অফ কনট্রাক্টরস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় এগজিকিউটিভ কাউন্সিল মিটিঙে বক্তব্য রাখেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুনীল তিরকি, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক শঙ্কর মালাকার-সহ অন্যান্যরা। ওই সভায় সুনীলবাবু বলেন, “রাষ্ট্রকে মজবুত করার কাজ করেন ঠিকাদাররা। তাঁদের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়। চেষ্টা করব যাতে ঠিকাদাররা বেশি করে কাজ পান।”
শঙ্করবাবুর কথায়, “সমাজে ঠিকাদার, পুলিশ, রাজনীতিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। এটা ঠিক নয়। প্রত্যেকেরই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রের উন্নয়নে সরকার, মন্ত্রী, বিধায়কের থেকে বড় ভূমিকা রাখেন ঠিকাদাররা। রাজ্যে এতদিন যে পদ্ধতিতে কাজ হয়েছে সেটাই সমস্যা। ২৫ কোটি টাকার একটি পরিকল্পনা নেওয়া হলে প্রথমেই ৬০ শতাংশ ছাড় দিয়ে কাজ নিতে হয় ঠিকাদারদের। তার পর বড়বাবু, ছোটবাবু রয়েছে। এই অবস্থায় কী কাজ হবে? এটা বন্ধ করতে হবে।” সভায় উপস্থিত ছিলেম শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “মুখ্যমন্ত্রী যেভাবে কাজ শুরু করেছেন তাতে অনেক উন্নতি হবে। আমরা চাই, আপনারা নির্দিষ্ট সময়ে সঠিক ভাবে কাজ করুন। আমরা আপনাদের হতে বকেয়া টাকা তুলে দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু টাকা পুরসভার কাছে আপনাদের পাওনা রয়েছে। তার পরেও আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন তাতে আমরা খুশি।” ওই সভায় আয়োজক সমিতির পক্ষ থেকে সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স-সহ করের ক্ষেত্রে সরলীকরণ, পণ্য মাশুল এবং মিস্ত্রিদের মজুরি বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। শঙ্করবাবু বলেন, “ঠিকাদারদের অনেক প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছ। নতুন সরকার নিশ্চয়ই তা দেখবে।” এদিন শঙ্করবাবু অভিযোগ করেন, মেডিক্যাল কলেজের অন্তত ২০ জন কর্মী কাজে যান না। তাঁদের হয়ে অন্য কর্মী কাজ করে দেন। একই ভাবে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা এলাকার ১৭৮ জন শিক্ষকও স্কুলে যান না বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, “প্রত্যেকটি ক্ষেত্রে নজর রাখা হচ্ছে। বাম সরকারের কর্মসংস্কৃতি আর চলবে না। সংশ্লিষ্ট কর্তাদের সব জানিয়ে ব্যবস্থা নিতে বলব।” সভায় শিলিগুড়ির ডেপুটি মেয়র নান্টু পাল উপস্থিত ছিলেন।
Previous story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.