টুকরো খবর

শিলিগুড়িতে আম-উৎসব
আগামী ১০ জুন থেকে ৩ দিন ব্যাপী ‘আম উৎসব’ শুরু হচ্ছে শিলিগুড়িতে। উত্তরায়ণ উপনগরীতে ওই দিন উৎসবের সূচনা করবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। মডেলা কেয়ারটেকার সেন্টার অ্যান্ড স্কুল, অর্কিড, এসিটি রুরাল ট্যুরিজম বাজার-এর যৌথ উদ্যোগে ওই উৎসব হচ্ছে। নাম রাখা হয়েছে ‘গীতাঞ্জলি আম উৎসব’। উদ্যোক্তারা জানান, উৎপাদনকারীদের সরবরাহ করা আমের গুণমান বিচার করে পুরস্কারও দেওয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, হাতের কাজের প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে। থাকছে রকমারি খাবারের স্টলও। সব মিলিয়ে আম উৎসব জমে উঠবে বলেই উদ্যোক্তারা আশাবাদী। উৎসব কমিটির সম্পাদক অভয়া বসু বলেন, “আম উৎসবের মধ্য দিয়ে ‘রুরাল ট্যুরিজম’-এর প্রসার ঘটবে। প্রতিবছর এই উৎসব হবে। গ্রাম বাংলাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেন। গ্রাম বাংলার সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাইতেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের নাম রাখা হয়েছে গীতাঞ্জলি আম উৎসব।”

দৃশ্যদূষণের প্রতিবাদ
প্রকাশ্যে যত্রতত্র মাংস কাটার প্রতিবাদে দোকানের সামনে বিক্ষোভ দেখালেন পিপল ফর অ্যানিম্যালস এর সদস্যরা। রবিবার শিলিগুড়ির গুরুংবস্তি বাজার, দার্জিলিং মোড়, খাপরাইল মোড়ে প্রকাশ্যে মাংস কাটা হচ্ছে এমন দোকানের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, নিয়ম মেনে ওই সমস্ত কসাইখানা তৈরি হয়নি। অধিকাংশ মাংস বিক্রির দোকানগুলির ট্রেড লাইসেন্স নেই। তা ছাড়া নিয়ম থাকলেও মাংস কাটার জায়গা কাঁচ দিয়ে ঢাকা নেই। শহর জুড়েই এ ভাবে রাস্তার ধারে দোকানগুলিতে প্রকাশ্যে মাংস কাটার জন্য দৃশ্য দূষণ ঘটছে। সংগঠনের মুখপাত্র অতন্দ্রদীপ রায় বলেন, “সমস্যা মেটানোর দাবিতে পুর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেব।”

অস্বাভাবিক মৃত্যু
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে নকশালবাড়ি থানার কিরণচন্দ্র চা বাগানে একটি নদীর কাছে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম বিবেক ছেত্রী (২৩)। তাঁর বাড়ি ওই থানা এলাকারই অটল চা বাগানে। মৃতের মাথায় পাথরের আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে খুন করা হয়েছে না সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের তা নিয়ে ধন্দ্বে পড়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওমানি নদীর উপর একটি কংক্রিটের সেতু রয়েছে। সেতুর একটি ভাঙা রেলিঙের ঠিক নীচে ওই মৃতদেহ পড়ে ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজয় মিছিল
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জোটের জয়লাভে ফুলবাড়ি-২ অঞ্চল কংগ্রেস ও তৃণমূলের তরফে রবিবার ফুলবাড়ি-২ এলাকায় বিজয় মিছিল করা হয়। নেতৃত্বে ছিলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ কালাউদ্দিন ও তৃণমূলের অঞ্চল সভাপতি মতিন রায় প্রমুখ।

দুর্ঘটনায় মৃত্যু

গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির গ্যাস গোডাউন এলাকায় ৩১ (ডি) জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম প্রতাপ কর (২৬)। বাড়ি অম্বিকানগরে। এ দিন রাত ১১টা নাগাদ তিনবাতি থেকে তিনি বাড়ি ফিরছিলেন। ওই সময় একটি গাড়ি তাঁর বাইকের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়।

Previous story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.