খাদ্য-পরিস্থিতি দেখতে মন্ত্রী আজ জঙ্গলমহলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গলমহলে ‘সকলের জন্য খাদ্য’ কর্মসূচি রূপায়ণে আজ, সোমবার থেকেই কাজে নামছেন খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “গত ৩৪ বছরে বামফ্রন্ট সরকারের শাসনে জঙ্গলমহলের সমস্ত মানুষের কাছে ন্যূনতম খাদ্য পৌঁছানোর ব্যবস্থা হয়নি। নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্ষমতায় এলে জঙ্গলমহলে প্রতিটি মানুষের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হবে।” মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় জঙ্গলমহলে যাচ্ছেন।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার যে অংশ নিয়ে জঙ্গলমহল, সেই সমস্ত এলাকার ২৪টি ব্লক খাদ্যমন্ত্রী পরিদর্শন করবেন। প্রশাসনের আধিকারিকদের কাছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, জঙ্গলমহলে নিরন্ন মানুষ দেখা মাত্র খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেখানে অনাহারে কেউ যেন মারা না যান, তা সুনিশ্চিত করতে হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় যে কাজ তা দ্রুত সেরে ফেলার নির্দেশও তিনি খ্যদ্যমন্ত্রীকে দিয়েছেন। রবিবার কালীঘাটের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে খোঁজও নেন। খাদ্যমন্ত্রী জানান, সোমবার তিনি বিভাগীয় আধিকারিকদের নিয়ে পশ্চিম মেদিনীপুর যাবেন। সেখানে জঙ্গলমহলের অর্ন্তগত ১২টি ব্লকের খাদ্য সরবরাহের বিষয়ে আজ প্রথমে সার্কিট হাউসে জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসক এবং বিডিও-দের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি গ্রাম পরিদর্শনে যাবেন। জ্যোতিপ্রিয় বলেন, “জঙ্গলমহলে চালের অভাব আছে কি না, তা খোঁজ নেব জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে। প্রয়োজনে আমার দফতর থেকে সরাসরি এখানে চাল সরবরাহের ব্যবস্থা করব। আমি নিজে পশ্চিম মেদিনীপুরের অন্তত দু’টো ব্লকের গ্রামে গ্রামে গিয়ে দেখতে চাই। ১২টি ব্লকে আরও রেশন দোকান খোলা যায় কিনা তা-ও দেখব।” কাল, মঙ্গলবার জঙ্গলমহলের অর্ন্তগত বাঁকুড়ার ৮টি ব্লকে যাবেন জ্যোতিপ্রিয়। দু-এক’দিন পর যাবেন জঙ্গলমহলের অর্ন্তগত পুরুলিয়ায় বিভিন্ন গ্রাম পরিদর্শনে। মন্ত্রীর কথায়, “যুদ্ধকালীন ভিত্তিতে জঙ্গলমহলে খাদ্য সরবরাহের ব্যবস্থা হবে।”

কংগ্রেসের সৌরভ তৃণমূলে
তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের ছাত্র নেতা সৌরভ চক্রবর্তী। রবিবার বিকালে তিনি কালীঘাটে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যের পূর্তমন্ত্রী সুব্রত বক্সী জানান, সৌরভকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে ঘোষণা করেছেন দলনেত্রী। তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি শঙ্কু পণ্ডাকে কার্যকরী সভাপতি করা হয়েছে। এই রদবদল নিয়ে প্রশ্নের জবাবে সুব্রতবাবু বলেন, “তৃণমূলের ছাত্র সংগঠনকে মজবুত করতেই সৌরভকে সভাপতি করা হয়েছে।”
Previous Story Rajya Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.