পাঁশকুড়া পুর এলাকায় ‘লিড’ কমল তৃণমূলের
০০৭-এর নন্দীগ্রাম-আন্দোলন পর্বে পূর্ব মেদিনীপুরে প্রথম ‘পরিবর্তন’ সূচিত হয়েছিল পাঁশকুড়া পুরসভায়। বামেদের হটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল-জোট। ১৭টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে জিতেছিলেন জোট প্রার্থীরা। ৭টিতে বামেরা। সামনের বছরেই ফের ভোট পাঁশকুড়া পুরসভায়। ইতিমধ্যে জোট-পরিচালিত পুরবোর্ডের কাজকর্ম নিয়ে অবশ্য নাগরিকদের মধ্যে ক্ষোভ জমেছে। আর সম্ভবত সে কারণেই ২০০৯-এর লোকসভা নির্বাচনে পুর-এলাকায় তৃণমূল -জোটের যা ‘লিড’ ছিল, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের নিরিখে তা অনেকটাই কমে এসেছে।
বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পুর-এলাকার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টিতে জোট এগিয়ে থাকলেও সামগ্রিক ভাবে ‘লিড’ অনেকটাই কমেছে। বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পুর-এলাকায় জোট-প্রার্থী পেয়েছেন ১৪,২৯৯ ভোট। বাম-প্রার্থীর প্রাপ্তি ১২,৩৬৯ ভোট। অর্থাৎ সাকুল্যে মাত্র ১৯৩৫ ভোটের ‘লিড’ তৃণমূল জোটের। অথচ ২০০৯-এর লোকসভা নির্বাচনেও পুর-এলাকায় জোটের ‘লিড’ ছিল প্রায় ২৭০০ ভোটের। দু’বছরের মধ্যে ‘লিড’ কমেছে ৮০০ ভোটের। ভোটার-সংখ্যার সামগ্রিক বৃদ্ধি হিসাবে রাখলে, জোটের ভোট-হ্রাস তাৎপর্যপূর্ণ। এমনিতে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট লোকসভায় জোট-প্রার্থীর প্রাপ্ত ভোটের তুলনায় প্রায় ৫ হাজার বেশি। কিন্তু পুর-এলাকায় জোটের ভোট যথেষ্টই কমেছে।
জেলা নির্বাচন দফতর ও দলীয় হিসাব অনুযায়ী, পাঁশকুড়া পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল-কংগ্রেস জোটের দখলে থাকা ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫এই দশটি ওয়ার্ড ছাড়াও সিপিএমের দখলে থাকা ১ নম্বর ওয়ার্ডেও এ বারের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। পুর-এলাকায় ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টিতেই এগিয়ে জোট। বরং বামেরা এগিয়ে মাত্র ৬টি ওয়ার্ডে, তাদের দখলে থাকা পুরসভার ৭টি ওয়ার্ডের চেয়েও একটি কম। কিন্তু ২০০৯-এর লোকসভা ভোটের তুলনায় প্রায় সব ওয়ার্ডেই জোটের ভোট কমেছে। সামগ্রিক ভাবে লোকসভা ভোটের তুলনায় পুর-এলাকায় জোট কিছুটা বিপাকেই। তাতেই আসন্ন পুর-নির্বাচন ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাঁরা এ জন্য দায়ী করছেন পুরবোর্ডের খামতিকেই। পুরভোটের আগে হাতে রয়েছে এক বছর। খামতি কাটিয়ে ‘জনচিত্ত-জয়’ই পুর-ক্ষমতা ধরে রাখার একমাত্র পথ বলে মানছেন তৃণমূলের স্থানীয় নেতারা। কাজটা যে সহজ নয়, তা-ও মানছেন তাঁরা। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জেলায় এক বছরের মধ্যেই ‘কঠিন’ পরীক্ষায় বসতে হচ্ছে জোটকে।
Previous Story Medinipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.