|
|
|
|
বদলা নিল স্পেন, পারল না ব্রাজিল |
সংবাদসংস্থা ²গোইয়ানিয়া |
ঘরের মাঠে ডাচদের পেয়েও বিশ্বকাপ হারের বদলা নিতে পারল না ব্রাজিল। শনিবারের সবথেকে নজরকাড়া ম্যাচ শেষ পর্যন্ত ০-০ ড্র হল। তার থেকেও বড় কথা, শেষের দিকে মাঠে ফুটবলারদের মাথা গরম করা, আর্জেন রবেনকে ফাউল করে রামিরেজের লাল কার্ড এবং দর্শকদের বিদ্রুপ মিলিয়ে ব্যাপারটা মোটেই মধুরেণ সমাপয়েৎ হল না। বিশ্বকাপের রানার্সরা জিততে না পারলেও চ্যাম্পিয়ন স্পেন ৪-০ চুরমার করল যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে দু’বছর আগে কনফেডারেশনস কাপ সেমিফাইনালে হারের বদলাও নিল স্পেন। দুর্দান্ত খেললেন জাভি আলোনসো। বস্টনে সান্তিয়াগো গঞ্জালেস দু’টি এবং তোরেস ও নেগ্রেদো একটি করে গোল করেন। |
|
দেশ না জিতলেও একই রকম ঝলমলে ব্রাজিলীয় সুন্দরীরা।-এপি |
গত বছরের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ব্রাজিলের ১-২ হারের পর এটাই ছিল দু’দলের প্রথম মোলাকাত। শেষ বার যাঁর জোড়া গোলে হারে ব্রাজিল, সেই ওয়েসলি স্নেইডার চোটের কারণে খেলেননি। প্রথমার্ধে ইব্রাহিম আফিলের দু’টো ভাল শট আটকে দেন ব্রাজিলের গোলকিপার জুলিও সিজার। ব্রাজিল আবার ফ্রেডের দু’পাশে নেইমার আর রোবিনহোকে রেখে আক্রমণ সাজিয়েছিল। কিন্তু নতুন ডাচ গোলকিপার টিম ক্রুলকে পরাস্ত করতে পারলেন না ত্রয়ী। দ্বিতীয়ার্ধে ব্রাজিল অনেক বেশি আক্রমণে গেলেও গোল পেল না। সব থেকে বেশি সুযোগ নষ্ট করলেন ফ্রেড। যার মধ্যে সবথেকে ভাল সুযোগটা ছিল সাতান্ন মিনিটের মাথায় নেইমারের মুভ থেকে।
ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে আয়ারল্যান্ডের ২-০ জয়ে দু’টি গোলই করে ববি চার্লটনকে পেরিয়ে গেলেন রবি কিন। ব্রিটিশ ফুটবলে দেশের হয়ে ৪৯ গোল ছিল চার্লটনের, কিন সেটা টপকে পৌঁছে গেলেন নিজের একান্ন নম্বর গোলে। ইংল্যান্ড-সুইজারল্যান্ড লড়াই ২-২ শেষ হল। কোনওমতে গ্রুপ জি-র এক নম্বর জায়গাটা ধরে রাখলেন ফাবিও কাপেলোর ছেলেরা।
সুইজারল্যান্ডের ট্র্যাঙ্কুইলো বারনেটার জোড়া গোলে প্রথর্মাধের ৩৫ মিনিটের মধ্যে সুইসরা এগিয়ে যাওয়ার পর ফ্র্যাঙ্ক লাম্পার্ডের পেনাল্টি আর অ্যাশলি ইয়াংয়ের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। লিসবনে পর্তুগাল ১-০ হারাল নরওয়েকে। একমাত্র গোলটি পোস্তিগার। |
|
|
|
|
|