|
|
|
|
ক্যারিবিয়ানে আজ প্রথম একদিনের ম্যাচ |
গেইল নেই, স্বস্তিতে রায়না |
সংবাদসংস্থা ²পোর্ট অব স্পেন |
আপনি দুর্দান্ত খেলছেন। খুব ভাল ছন্দে রয়েছেন। তবুও আপনাকে অন্যায় ভাবে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। কী করবেন? অন্যায়ের বিরুদ্ধে কী ভাবে লড়বেন?
“এ রকম তো সব সময়ই হচ্ছে! আপনার চেয়ে বেশি শক্তিশালী কেউ, যার কাছে আপনার চেয়ে বেশি ক্ষমতা আছে, সে হয়তো কোনও কারণ ছাড়াই আপনাকে ছোট করতে চাইবে। এর সঙ্গে লড়াই করার একটাই রাস্তা আছে। ভাল খেলতে হবে। নিজের সেরাটা দিয়ে যেতে হবে। সফল হতে হবে।”
কখনও চেয়েছেন নিজেই একটা আইপিএল টিম কিনে নিতে?
“আমি এখনও ক্রিকেট খেলে যেতে চাই। টিম মালিক হয়ে গেলে তো আর খেলতে পারব না!”
বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার আনন্দবাজার পত্রিকার ‘এডুকোয়েস্ট’ অনুষ্ঠানে স্কুলপড়ুয়ার প্রশ্নের উত্তরে বলা কথাগুলো কি আসলে আইপিএলে তাঁর প্রাক্তন দলের মালিকের উদ্দেশ্যে ছোড়া? |
|
নতুন কোচের সঙ্গে নতুন অধিনায়ক। |
চব্বিশ ঘণ্টার ফারাকে দু-দু’টো ম্যাচ। প্রথমটা যদি টি-টোয়েন্টি হয়ে থাকে, তো সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে একদিনের সিরিজ। কিন্তু তাতে ভারত অধিনায়ক সুরেশ রায়না পাত্তা দিলে তো? বরং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামার আগে স্পষ্ট হুঙ্কার দিয়ে রাখছেন, এ সমস্ত চাপ কী ভাবে সামলাতে হয় তাঁর টিমের খুব ভালই জানা আছে! “আন্তর্জাতিক ক্রিকেটে চাপ আপনার উপর সব সময় থাকবে। আর যত বেশি চাপ থাকে, আমরা তত বেশি ভাল খেলি। পরিকল্পনা করা আছে। এখন মাঠে নেমে সেগুলো শুধু কাজে লাগাতে হবে। আমাদের শুধু স্বাভাবিক খেলাটা খেলতে হবে,” সোমবারের ম্যাচে নামার আগে বলে দিয়েছেন ভারত অধিনায়ক।
তবে একই সঙ্গে রায়না স্বীকার করে নিচ্ছেন, গেইল না থাকায় তাঁর দুশ্চিন্তা আপাতত অনেকটাই কম। বলেছেন, “সত্যি কথা বলতে, গেইল না থাকায় স্বস্তিতে আছি।” প্রথম দু’টো একদিনের ম্যাচে গেইলকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। কিন্তু গেইল না থাকলেও টি-টোয়েন্টির চেয়ে কিছুটা হলেও শক্তিশালী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কায়রন পোলার্ড ফিরছেন। এ বার আছেন ডোয়েন ব্রাভোও। কিন্তু তাতে রায়নার ভারত খুব বেশি আমল দিচ্ছে না। বরং হেলায় টি-টোয়েন্টি ম্যাচ জেতার আনন্দে ডুবে আছেন কেউ কেউ। বদ্রিনাথ যেমন। বয়স তিরিশের চৌকাঠ ছুঁয়েছে, কিন্তু তবু জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান। বলেছেন, “আমি জুনিয়র না সিনিয়র, তা নিয়ে মাথা ঘামাই না। আমি চেষ্টা করি, সব সময় নিজের সেরাটা দেওয়ার।” টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্স অনেককেই চমকে দিয়েছে। কিন্তু বদ্রিনাথ সোজাসাপ্টা জানাচ্ছেন, টি-টোয়েন্টির গতির সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। বলছেন, “সাধারণত ক্রিজে জমতে আমার একটু সময় লাগে। কিন্তু টি-টোয়েন্টিতে রান তোলার যে গতি দরকার হয়, সেটা এখন আমার আয়ত্তে এসে গিয়েছে।”
ভারত যদি একদিনের সিরিজের আগে ফুরফুরে মেজাজে থাকে, তা হলে বিপক্ষ অধিনায়ক ভাল রকম দুশ্চিন্তায় পড়েছেন ভারতীয় স্পিন নিয়ে। পোর্লাডদের প্রত্যাবর্তনও যা কমাতে পারছে না। “ভারতীয় স্পিনারদের আরও ভাল ভাবে খেলতে হবে আমাদের। স্পিনের মোকাবিলা আমরা সে ভাবে করতে পারছি না। দেখতে হবে, সোমবার যেন একই জিনিস না ঘটে,” বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন স্যামি। সঙ্গে যোগ করেছেন, “হরভজনের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানদের আরও ভাল করা উচিত। পাকিস্তানের আজমলকে খেলতে বিপদ হয়েছিল ওর মারাত্মক দুসরার জন্য। হরভজন সেখানে অফস্পিনটাই বেশি করে।” পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের হার থেকে শিক্ষা নিতে চান তিনি। স্যামি বলেছেন, “কখনও কখনও ম্যাচ থেকে আমরা হারিয়ে গিয়েছি। যেটা ঘটতে দিলে চলবে না। অন্তত কুড়িটা রান ভারতকে আমরা বেশি দিয়েছি।” |
|
|
|
|
|