|
|
|
|
আরও খেলব তাই আইপিএলের দল কিনিনি: সৌরভ |
প্রিয়দর্শিনী রক্ষিত ²কলকাতা |
আপনি দুর্দান্ত খেলছেন। খুব ভাল ছন্দে রয়েছেন। তবুও আপনাকে অন্যায় ভাবে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। কী করবেন? অন্যায়ের বিরুদ্ধে কী ভাবে লড়বেন?
“এ রকম তো সব সময়ই হচ্ছে! আপনার চেয়ে বেশি শক্তিশালী কেউ, যার কাছে আপনার চেয়ে বেশি ক্ষমতা আছে, সে হয়তো কোনও কারণ ছাড়াই আপনাকে ছোট করতে চাইবে। এর সঙ্গে লড়াই করার একটাই রাস্তা আছে। ভাল খেলতে হবে। নিজের সেরাটা দিয়ে যেতে হবে। সফল হতে হবে।”
কখনও চেয়েছেন নিজেই একটা আইপিএল টিম কিনে নিতে?
“আমি এখনও ক্রিকেট খেলে যেতে চাই। টিম মালিক হয়ে গেলে তো আর খেলতে পারব না!”
বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার আনন্দবাজার পত্রিকার ‘এডুকোয়েস্ট’ অনুষ্ঠানে স্কুলপড়ুয়ার প্রশ্নের উত্তরে বলা কথাগুলো কি আসলে আইপিএলে তাঁর প্রাক্তন দলের মালিকের উদ্দেশ্যে ছোড়া? |
|
রবিবার আনন্দবাজার পত্রিকার ‘এডুকোয়েস্ট’ অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও হর্ষ ভোগলের ছবি তুলেছেন শঙ্কর নাগ দাস |
তর্ক হতেই পারে। যে বিষয়টা নিয়ে একেবারেই তর্ক করা চলে না, তা হল সৌরভের জনপ্রিয়তা। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বছর তিনেক হতে চলল। আইপিএলে নতুন দলের হয়ে খেলেছেন হাতে গোনা কয়েকটা ম্যাচ। রবিবারের সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভর্তি হলে ঢুকতে না ঢুকতে সেই সৌরভ যা অভ্যর্থনা পেলেন, দেখে কে বলবে তিনি প্রাক্তনদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন? হর্ষ ভোগলের পর মঞ্চে ওঠা কালো প্যান্ট, সাদা-বেগুনি স্ট্রাইপ্ড শার্ট পরা মানুষটাকে ঘিরে সেই এক পাগলামি, একই রকম উচ্ছ্বাস। মঞ্চে ওঠার পর টানা পাঁচ মিনিট উঠে দাঁড়িয়ে হাততালি, শিসের আওয়াজ, ‘দাদা’ ‘দাদা’ চিৎকার।
সৌরভের বক্তৃতা শুনতে জড়ো হওয়া হাজারখানেক ছাত্রছাত্রীর সঙ্গে আড্ডার মেজাজে সওয়াল-জবাবের মধ্যে উঠে এল তাঁর জীবনের নানা তথ্য। ছোটবেলায় অ্যালান বর্ডার এবং ডেভিড গাওয়ারকে হিরো হিসেবে দেখা। আঠারো বছর বয়সে প্রথম রঞ্জি ম্যাচ খেলে চারশো টাকা পাওয়া। ১৯৯২ সিডনি টেস্ট খেলতে নামার আগের রাতে সচিনের সঙ্গে এক ঘরে থাকা। ২০০৫-এ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের আগের দিন প্রচণ্ড টেনশনে ঝাড়া এক ঘণ্টা ট্রেডমিলে দৌড়নো। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে ওঠা। সেঞ্চুরি করার পরে রাতে হোটেলে ফিরে আগের তিন দিন প্র্যাক্টিসে যা যা করেছেন সব কিছু ডায়েরিতে লিখে রাখা। এখনও গ্লেন ম্যাকগ্রা-কে কভার ড্রাইভ মারার স্বপ্ন দেখা। বছর পাঁচেকের মধ্যে নিজেকে কোচ হিসেবে দেখতে চাওয়া রবিবারের সৌরভ যেন নিজেকে তাঁর খুদে ভক্তদের অনেক কাছে নিয়ে এলেন। বলে দিলেন, তারকার মোড়কটা আছে তো কী হয়েছে? ওই মোড়কটার ভেতরে আমিও তোমাদের মতো। ব্যর্থতার ভয়, বড় দিনের আগে টেনশন, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা এ সব আমারও আছে। আর এগুলো কাটিয়ে ওঠাটাই আসল ‘দাদাগিরি’। |
|
|
|
|
|