বর্গকে ছোঁয়ার পাশাপাশি ফরাসি ওপেন ফাইনালে নতুন একটা রেকর্ডও করে ফেললেন নাদাল। এ ব্যাপারে অবশ্য পরাজিত ফেডেরারও তাঁর সঙ্গী। নাদাল-ফেডেরার ফাইনাল রবিবার নিয়ে ফরাসি ওপেনে চার বার হল এবং গ্র্যান্ড স্লামেই এটা রেকর্ড। ফেডেরারকে ২৫তম সাক্ষাতে ১৭ বার হারিয়ে উঠেও কিন্তু মহান প্রতিপক্ষকে সম্মান জানাচ্ছেন নাদাল। “টেনিস ইতিহাসের অন্যতম সেরাকে হারিয়ে গ্র্যান্ড স্লাম জেতার গুরুত্ব সব সময়ই আলাদা। আমার সেই স্পেশ্যাল আনন্দই হচ্ছে।” ফেডেরারও বিরাট কৃতিত্ব দিয়েছেন নাদালকে। স্বীকার করেছেন, “যত র্যালি গড়িয়েছে রাফাকে তত দুর্বার দেখিয়েছে। আমার কাছে তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরাটা অসাধারণ ব্যাপার। কিন্তু রাফা ক্লে কোর্টে সত্যিই অপ্রতিরোধ্য।”
ফাইনাল শুরুর আগে প্যাট ক্যাশ টুইট করেছিলেন, “এইমাত্র লকাররুম থেকে বেরোলাম। নাদালের শরীরীভাষায় কোনও অস্বাভাবিকত্ব দেখলাম না। ও আর ওর পুরো টিমই রিল্যাক্সড।” বরিস বেকার প্রথম সেটের প্রথম সার্ভিসটাই নাদালের ‘ব্রেক’ হওয়ার পরেও ধারাভাষ্যে বলেছিলেন, “আমার হৃদয় যদিও চাইছে আজ ফেডেরার জিতুক, কিন্তু মগজ বলছে নাদাল জিতবে।” আসলে রোলাঁ গারোয় নাদাল যে হারতে পারেন, প্রাক্তন টেনিসনক্ষত্ররাও যেন বিশ্বাস করতে পারেন না এখন। ফরাসি ওপেনে সেই ২০০৫ থেকে নাদাল-রাজ চলেছে। সাত বছরে এই টুর্নামেন্টে ৪৬টা ম্যাচের মধ্যে ৪৫টা ম্যাচ জিতলেন নাদাল। রোলাঁ গারোর ক্লে কোর্টে নাদালকে একমাত্র হারানোর মহাকৃতিত্ব সোডারলিংয়েরই হয়ে থাকল। ২০০৯-এ চতুর্থ রাউন্ডে। ফেডেরারের রত্নখচিত ঝুলিতেও যা নেই! ফেডেরারের ভক্ত বেকারও ফাইনালের শেষে বলেছেন, “নাদাল হল গ্রেট নাম্বার ওয়ান। টেনিস খেলাটার এক জন অসাধারণ দূত। সর্বকালের সেরা ক্লে কোর্ট প্লেয়ার।”
|