বর্গকে ছোঁয়ার আনন্দই আলাদা, বললেন নাদাল
রও এক বার চিরপ্রতিদ্বন্দ্বী ফেডেরারকে ফাইনালে বধ করে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর মুহূর্তে নাদাল রোলাঁ গারোর লাল মাটিতে উপুড় হয়ে মুখ গুঁজে কেঁদে ফেলেন। আবেগ আর আনন্দে। মায়োরকার যুবককে গোটা ম্যাচে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিগ পয়েন্ট জেতার আনন্দে কিংবা চাপের মুখে নিজেকে তাতিয়ে চুলতে এ দিন কিন্তু সেভাবে মুষ্টিবদ্ধ হাত ছুড়তে, চিৎকার করতে দেখা যায়নি। বরং যেন ‘জিতবই তো’-র মেজাজে শান্ত ভাবেই রেকর্ড ছোঁয়া-জয়কে বরণ ও উপভোগ করলেন নাদাল। বিয়র্ন বর্গের সর্বাধিক ছ’বার ফরাসি ওপেন জয়ের রেকর্ড কিংবদন্তি সুইডের ভিআইপি বক্সে উপস্থিতিতে তাঁর সামনেই ছুঁয়ে নাদাল বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোর একটা। সুন্দর স্বপ্নকে বাস্তব করতে পারাটা আমার কাছে স্বভাবতই স্পেশ্যাল। একটা অন্য রকম অনুভূতি। আগের পাঁচ বার ফরাসি ওপেন জেতার চেয়ে এটা সম্পূর্ণ আলাদা।”

বর্গকে ছোঁয়ার পাশাপাশি ফরাসি ওপেন ফাইনালে নতুন একটা রেকর্ডও করে ফেললেন নাদাল। এ ব্যাপারে অবশ্য পরাজিত ফেডেরারও তাঁর সঙ্গী। নাদাল-ফেডেরার ফাইনাল রবিবার নিয়ে ফরাসি ওপেনে চার বার হল এবং গ্র্যান্ড স্লামেই এটা রেকর্ড। ফেডেরারকে ২৫তম সাক্ষাতে ১৭ বার হারিয়ে উঠেও কিন্তু মহান প্রতিপক্ষকে সম্মান জানাচ্ছেন নাদাল। “টেনিস ইতিহাসের অন্যতম সেরাকে হারিয়ে গ্র্যান্ড স্লাম জেতার গুরুত্ব সব সময়ই আলাদা। আমার সেই স্পেশ্যাল আনন্দই হচ্ছে।” ফেডেরারও বিরাট কৃতিত্ব দিয়েছেন নাদালকে। স্বীকার করেছেন, “যত র্যালি গড়িয়েছে রাফাকে তত দুর্বার দেখিয়েছে। আমার কাছে তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরাটা অসাধারণ ব্যাপার। কিন্তু রাফা ক্লে কোর্টে সত্যিই অপ্রতিরোধ্য।”

ফাইনাল শুরুর আগে প্যাট ক্যাশ টুইট করেছিলেন, “এইমাত্র লকাররুম থেকে বেরোলাম। নাদালের শরীরীভাষায় কোনও অস্বাভাবিকত্ব দেখলাম না। ও আর ওর পুরো টিমই রিল্যাক্সড।” বরিস বেকার প্রথম সেটের প্রথম সার্ভিসটাই নাদালের ‘ব্রেক’ হওয়ার পরেও ধারাভাষ্যে বলেছিলেন, “আমার হৃদয় যদিও চাইছে আজ ফেডেরার জিতুক, কিন্তু মগজ বলছে নাদাল জিতবে।” আসলে রোলাঁ গারোয় নাদাল যে হারতে পারেন, প্রাক্তন টেনিসনক্ষত্ররাও যেন বিশ্বাস করতে পারেন না এখন। ফরাসি ওপেনে সেই ২০০৫ থেকে নাদাল-রাজ চলেছে। সাত বছরে এই টুর্নামেন্টে ৪৬টা ম্যাচের মধ্যে ৪৫টা ম্যাচ জিতলেন নাদাল। রোলাঁ গারোর ক্লে কোর্টে নাদালকে একমাত্র হারানোর মহাকৃতিত্ব সোডারলিংয়েরই হয়ে থাকল। ২০০৯-এ চতুর্থ রাউন্ডে। ফেডেরারের রত্নখচিত ঝুলিতেও যা নেই! ফেডেরারের ভক্ত বেকারও ফাইনালের শেষে বলেছেন, “নাদাল হল গ্রেট নাম্বার ওয়ান। টেনিস খেলাটার এক জন অসাধারণ দূত। সর্বকালের সেরা ক্লে কোর্ট প্লেয়ার।”



রবিবার রোঁলা গারোর বিভিন্ন মুহূর্ত
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.