বর্গ নয়, ক্লে কোর্টে সর্বকালের সেরা নাদালই
জার ফেডেরারকে ৭-৫, ৭-৬ (৭-৩), ৫-৭, ৬-১ হারিয়ে হাফডজন বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর রাফায়েল নাদালকে আর সর্বকালের সেরা ক্লে কোর্ট প্লেয়ার বলতে আমার একটুও দ্বিধা নেই। বর্গ-ও ছ’বার রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বর্গের থেকে নাদালের কৃতিত্ব বেশি। কারণ বর্গের সময় যারা প্রধান প্রতিপক্ষ ছিল সেই কোনর্স বা ম্যাকেনরো কেউই ক্লে-তে আহামরি ছিল না। কিন্তু নাদালকে ফেডেরারের চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। রবিবারের পর নাদালের ছ’টা ফরাসি ওপেন খেতাবের মধ্যে চারটেই ফাইনালে ফেডেরারকে হারিয়ে পাওয়া হয়ে থাকল। ফেডেরার আমার মতে ষোলোটা গ্র্যান্ড স্লাম জেতায় সর্বকালের সেরা টেনিস প্লেয়ার। অথচ রোলাঁ গারোতে পাঁচ বার খেলে এক বারও নাদালকে হারাতে পারল না। এর পর নিশ্চয়ই নাদালকে সর্বকালের সেরা ক্লে কোর্ট প্লেয়ার বলতে কারও আপত্তি থাকা উচিত নয়।
রোলাঁ গারোর রাজাছ বর্গকে ছুঁয়ে। ষষ্ঠ বার ফরাসি ওপেন জয়ের পর রাফায়েল নাদাল। রবিবার।
তবে এখনই ফেডেরারের সর্বকালের সেরা টেনিস প্লেয়ারের তকমাকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় নাদাল আসেনি। ওর ভক্তরা বলবে, রাফারও তো দশটা গ্র্যান্ড স্লাম হল। রজারের যেখানে কেরিয়ার গ্র্যান্ড স্লাম করতে ৯ বছর লেগেছে, রাফার তো সেখানে এক বছর কম লেগেছে! কিন্তু নাদালকে সর্বকালের সেরা বিবেচিত হতে গেলে আগে ষোলোটা গ্র্যান্ড স্লাম জিতে দেখাতে হবে। ওর বয়স গত পরশু পঁচিশ হল। হয়তো আরও দু’তিন বার ফরাসি ওপেন জিতবে। মোট ৮-৯ বার রোলাঁ গারোর চ্যাম্পিয়ন হিসেবে ক্লে কোর্টের সর্বকালের সম্রাট হয়েই থাকবে। কিন্তু ষোলোটা গ্র্যান্ড স্লাম জেতা নাদালের পক্ষে হয়তো সম্ভব হবে না। ওর যে ‘ডিফেন্সিভ স্টাইল অব টেনিস’, সেটা স্লো ক্লে কোর্টে যতটা ভয়ঙ্কর কার্যকর দেখায়, ততটা অন্য সারফেসে নয়। নইলে নাদালের দশটা গ্র্যান্ড স্লামের মধ্যে ছ’টাই ফরাসি ওপেন খেতাব হত না।
ফেডেরার এ দিন হারলেও নাদালের তুলনায় তাঁকে ম্যাচে এতটুকুও কম দেখায়নি। তিরিশ বছরেও এই মরণপণ লড়াই স্রেফ ভাবা যায় না! কতটা শারীরিক ফিটনেস আর টেনিস স্কিল থাকলে নাদালকে ক্লে কোর্টে এমন দুর্ধর্ষ পাল্টা লড়াই দেওয়া সম্ভব কারও পক্ষে! প্রথম সেট-টা ৫-৪’এ এগিয়ে থাকার সময় নিজের গেমে ফেডেরারেরই জেতার কথা। কিন্তু যে কোনও কারণেই হোক, ওই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে গেমটা হুড়োহুড়ি করে জেতার জন্য ঝুঁকি নিয়ে উইনার মারতে গিয়ে সার্ভিস নষ্ট হতেই ফেডেরার ছন্দ-টন্দ সব হারিয়ে বসে।
চেনা হুঙ্কার: রজার ফেডেরারের বিরুদ্ধে লড়াকু রাফায়েল নাদাল। রবিবার ফরাসি ওপেনের ফাইনালে।

২-৫ থেকে ৭-৫’এ সেট জেতার পরে নাদালকে দ্বিতীয় সেটে আরও যত বেশি দাপুটে দেখব ভেবেছিলাম, নেটের উল্টো দিকে ফেডেরার থাকাতেই সেটা দেখা ফেডেরার থাকাতেই সেটা দেখা যায়নি। দ্বিতীয় সেটের শুরুতেই পিছিয়ে পড়ার পরেও ফেডেরার কিন্তু শেষমেশ টাইব্রেকারে গিয়ে তবেই বশ্যতা স্বীকার করে। তার পর তৃতীয় সেটে তো প্রথমে নিজে সার্ভিস নষ্ট করলেও পাল্টা নাদালের সার্ভিস পরপর দু’বার ভেঙে সেট-টা জিতে ম্যাচে ফিরে এসেছিল দুর্দান্ত ভাবে। কিন্তু চতুর্থ সেটে নাদাল আবার স্বমেজাজে ফিরে ফেডেরারকে কার্যত দাঁড়াতেই দিল না। মিনিট কয়েকের বৃষ্টিতে চটচটে লাল মাটির কোর্ট আরও স্লো হয়ে পড়ে, বল আরও ভারী হয়ে গিয়ে পরিস্থিতিটা তখন নাদালকে পক্ষেই চলে গিয়েছিল।
আসলে এ বার ফরাসি ওপেনে যে নতুন ধরনের বল ব্যবহার হল, সেটা স্লো ক্লে কোর্টেও ভাল ভাবে ভলি মারার পক্ষে দারুণ সহায়ক। এই বলই এ বার ফেডেরারকে ভলি মারতে বেশি সাহায্য করেছে। ফেডেরারকে ক্লে কোর্টে এ দিনের মতো এত বেশি নেটে আসতে আগে দেখা যায়নি। সব মিলিয়ে, নাদালের বিরুদ্ধে ফরাসি ওপেন ফাইনালে এ বারই সব চেয়ে বেশি আত্মবিশ্বাসী লেগেছে ফেডেরারকে। কিন্তু তা দিয়েও রোলাঁ গারোর লাল মাটিতে নাদাল-ম্যাজিককে টেক্কা দেওয়া সম্ভব নয় যে!
কারও নিজের ঘরে ঢুকে তাকে মেরে আসার ঘটনা কালেভদ্রেই ঘটে!

ছবি: রয়টার্স
First Page Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.