২-৫ থেকে ৭-৫’এ সেট জেতার পরে নাদালকে দ্বিতীয় সেটে আরও যত বেশি দাপুটে দেখব ভেবেছিলাম, নেটের উল্টো দিকে ফেডেরার থাকাতেই সেটা দেখা ফেডেরার থাকাতেই সেটা দেখা যায়নি। দ্বিতীয় সেটের শুরুতেই পিছিয়ে পড়ার পরেও ফেডেরার কিন্তু শেষমেশ টাইব্রেকারে গিয়ে তবেই বশ্যতা স্বীকার করে। তার পর তৃতীয় সেটে তো প্রথমে নিজে সার্ভিস নষ্ট করলেও পাল্টা নাদালের সার্ভিস পরপর দু’বার ভেঙে সেট-টা জিতে ম্যাচে ফিরে এসেছিল দুর্দান্ত ভাবে। কিন্তু চতুর্থ সেটে নাদাল আবার স্বমেজাজে ফিরে ফেডেরারকে কার্যত দাঁড়াতেই দিল না। মিনিট কয়েকের বৃষ্টিতে চটচটে লাল মাটির কোর্ট আরও স্লো হয়ে পড়ে, বল আরও ভারী হয়ে গিয়ে পরিস্থিতিটা তখন নাদালকে পক্ষেই চলে গিয়েছিল।
আসলে এ বার ফরাসি ওপেনে যে নতুন ধরনের বল ব্যবহার হল, সেটা স্লো ক্লে কোর্টেও ভাল ভাবে ভলি মারার পক্ষে দারুণ সহায়ক। এই বলই এ বার ফেডেরারকে ভলি মারতে বেশি সাহায্য করেছে। ফেডেরারকে ক্লে কোর্টে এ দিনের মতো এত বেশি নেটে আসতে আগে দেখা যায়নি। সব মিলিয়ে, নাদালের বিরুদ্ধে ফরাসি ওপেন ফাইনালে এ বারই সব চেয়ে বেশি আত্মবিশ্বাসী লেগেছে ফেডেরারকে। কিন্তু তা দিয়েও রোলাঁ গারোর লাল মাটিতে নাদাল-ম্যাজিককে টেক্কা দেওয়া সম্ভব নয় যে!
কারও নিজের ঘরে ঢুকে তাকে মেরে আসার ঘটনা কালেভদ্রেই ঘটে!
|